Bengali Sermon Series | ধর্মগুরুদের অনুসরণ করার অর্থই কি ঈশ্বরকে অনুসরণ করা?
06-12-2022
দু'হাজার বছর আগে আমাদের পরিত্রাতা প্রভু যীশু মুক্তির কার্য সম্পন্ন করার জন্য এসেছিলেন। কিন্তু যিহুদীয়ার অধিকাংশ মানুষেরা তাদের ধর্মীয় নেতা এবং ফড়ীশিদের উপাসনা করত। তারা সেই খ্রিষ্টবিরোধীদের সাথে মিলিত ভাবে প্রভু যীশুকে প্রত্যাখ্যান এবং অপমান করে। শেষপর্যন্ত প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার পেছনেও তাদের হাত ছিল। এর ফলে তাদের ওপর ঈশ্বরের দণ্ড এবং অভিশাপ বর্ষিত হয়, যা দু'হাজার বছর ধরে সমগ্র ইস্রায়েল দেশের সর্বনাশ ডেকে আনে। অন্তিম সময়ে সর্বশক্তিমান ঈশ্বরের অবতার রূপে প্রভু যীশুর প্রত্যাবর্তন ঘটেছে, তিনি সত্য প্রকাশ করছেন এবং মানবজাতিকে পরিশুদ্ধ ও উদ্ধার করার জন্য বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নেতাদের কাছ থেকে প্রবল অপমান ও বাধার সম্মুখীন হচ্ছেন। কারণ ধর্মীয় বিশ্বের অনেকেই অন্ধের মতো তাদের যাজক গোষ্ঠীকে উপাসনা করে। তারা মনে করে সেই ধর্মগুরুদের স্বয়ং ঈশ্বর সেই স্থানে প্রতিষ্ঠা করেছেন। তাদের মেনে চলার অর্থই ঈশ্বরকে অনুসরণ করা। ফলে, তারা সত্যের অনুসন্ধান করতে আর তাকে মেনে নিতে ভয় পায়, যদিও তারা স্পষ্টভাবে দেখতে পেয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যই সত্য, শক্তিশালী ও নির্ভরযোগ্য, এবং তা আসছে ঈশ্বরের কাছ থেকে। পরিবর্তে তারা ধর্মীয় নেতাদের সাথে তাল মিলিয়ে পুনরাগত প্রভু যীশুকে প্রত্যাখ্যান এবং অপমান করে চলেছে। ফলে তারা প্রভুকে স্বাগত জানানোর সুযোগ হারাচ্ছে এবং বিপর্যয়ে নিক্ষিপ্ত হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। তাহলে, সত্যিই কি ধর্মীয় নেতাদের ঈশ্বর নিজে প্রতিষ্ঠা করেছেন? তাদের কাছে নিজেকে সমর্পণ করে কি প্রকৃতপক্ষে ঈশ্বরকে অনুসরণ করা? “প্রকৃত বিশ্বাসের সন্ধানে”-র এই পর্ব আপনাদের এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং সত্যের অনুসন্ধান করতে সাহায্য করবে।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇