Bengali Sermon Series | Seeking True Faith: এ কথা কি সত্যি যে ঈশ্বরের সব কাজ ও বাক্য বাইবেলে আছে?

24-10-2022

পরিত্রাতা সর্বশক্তিমান ঈশ্বর আবির্ভূত হয়েছেন এবং অন্তিম সময়ে কাজ করছেন এবং তিনি লক্ষ লক্ষ বাক্য প্রকাশ করেছেন। বাক্য দেহে আবির্ভূত হল, তাঁর বাক্যের একটি সংকলন অনলাইন পাওয়া যাচ্ছে। এ শুধু ধর্মীয় বিশ্বকেই নয় বরং সারা বিশ্বকেই আলোড়িত করেছে। সত্যের জন্য তৃষ্ণার্ত বহু মানুষ, যারা দেখেছে সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যগুরি সত্য ও ঈশ্বরের কণ্ঠ, তারা তাঁকে প্রত্যাবর্তিত প্রভু যীশু বলে চিনতে পেরেছে এবং ঈশ্বরের সিংহাসনের সম্মুখে এসেছে। কিন্তু যদিও ধর্মীয় জগতের অনেকে স্বীকার করে যে সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য সত্য, তা শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ, তবু তারা জোর দিয়ে বলে যে ঈশ্বরের কাজ ও বাক্য সবই বাইবেলে আছে ও তার বাইরে কিছুই থাকতে পারে না। যেহেতু তারা মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বরের কাজ ও বাক্যগুলি বাইবেল বহির্ভূত, তারা তা অস্বীকার ও নিন্দা করে, ফলে বিপর্যয়ের আগে প্রভুকে স্বাগত জানানোর সুযোগ থেকে বঞ্চিত হয় এবং বিপর্যয়কবলিত হয়। তাহলে এই ধারণায় কী ভুল আছে, “ঈশ্বরের সব কাজ ও বাক্য বাইবেলে আছে, ও তার বাইরে কিছুই থাকতে পারে না।”? এই পর্ব আপনাদের সত্যের সন্ধানে, বাইবেলের ভেতরের কথা জানতে এবং উত্তর সন্ধানে সাহায্য করবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন