Bengali Testimony | প্রভুকে স্বাগত জানানোর সুযোগ আমি প্রায় হারাতে যাচ্ছিলাম

18-01-2023

যেহেতু প্রধান চরিত্রটি, যাজকরা তাকে যা বলেন তাই বিনা প্রশ্নে বিশ্বাস করেন এবং বাইবেলের আক্ষরিক ব্যাখ্যাকে আঁকড়ে ধরে থাকেন, তাই তিনি মনে করেন যে সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা, প্রভুর সাথে বিশ্বাসঘাতকতার সমতুল। তিনি বারবার সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজ খতিয়ে দেখতে অস্বীকার করেন, এমনকি তাঁর প্রতি নিজের স্ত্রীর বিশ্বাসের পথেও বাধা দেওয়ার চেষ্টা করেন। তার সাথে কী এমন হয় যা তার দৃষ্টিভঙ্গিকে বদলে, তাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাজ সম্পর্কে অনুসন্ধান এবং তদন্ত করতে ইচ্ছুক করে তোলে? ঈশ্বরের বাণীর কোন কোন অংশ তাকে নিশ্চিত করে তোলে যে সর্বশক্তিমান ঈশ্বরই প্রত্যাবর্তিত প্রভু যীশু এবং তাকে মেষশাবকের পদাঙ্ক অনুসরণ করে প্রভুকে স্বাগত জানানোর পথে নিয়ে যায়? আসুন, আমরা তাঁর সেই কাহিনী শুনি।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন