Bengali Testimony | আমি কীভাবে বাবার হস্তক্ষেপ থেকে বেরিয়ে এলাম
18-01-2023
অন্তিম সময়ে ঈশ্বরের কাজ মেনে নেয়ার পর সে আনন্দের সাথে তার পিতার নিকট সুসমাচার প্রচার করে। যাইহোক, তার বাবা এটা মেনে নেননি, এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তার কন্যার বিশ্বাসকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, এবং এমনকি তাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন। বাবার অত্যাচারের মুখে সে কিভাবে সত্যের সন্ধান করে, আর সে কি বেছে নেয়?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও