Bengali Testimony | কীভাবে আমি আমার অহংকারপূর্ণ পথ পরিবর্তন করলাম

14-05-2023

সে গির্জায় নবাগতদের সিঞ্চন করে। তার দাম্ভিকতা এবং নিজের নৈতিকতা নিয়ে ঔদ্ধত্যের কারণে, সে যা বলে সেটাই প্রতিষ্ঠিত করতে চায়, এবং অন্যের উপদেশে কান দেয় না, যার ফলে তার দায়িত্বের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। নেতার দিকনির্দেশ ও সাহায্যের পরে, সে ভাবতে ও সন্ধান করতে শুরু করে। ঈশ্বরের বাণী পড়ে, নিজের উদ্ধত স্বভাব সম্পর্কে সে কী বুঝতে পারে? আর কীভাবে তার মধ্যে পরিবর্তন ঘটে?

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন