Bengali Sermon Series | পরিত্রাতা কীভাবে মানবজাতিকে রক্ষা করেন, যখন তিনি আসেন?
09-10-2022
আপনারা যখন পরিত্রাতার কথা ভাবেন তখন আপনাদের কী মনে হয়? অন্তিম সময়ে মানবজাতিকে রক্ষা করতে পরিত্রাতার আবির্ভাবের জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, আর অনেক নবী বলেছেন অন্তিম সময়ে পরিত্রাতা আসবেন। তাহলে প্রকৃতপক্ষে পরিত্রাতা কে? যদিও বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পরিত্রাতার বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্বাস রয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মাত্র একজনই পরিত্রাতা আছেন। তাহলে কে সেই প্রকৃত পরিত্রাতা? সেই পরিত্রাতা যখন আসেন, তখন কীভাবে তিনি মানবজাতিকে রক্ষা করেন? "প্রকৃত বিশ্বাসের সন্ধানে"র এই পর্বটি আপনাদের সাহায্য করবে সেই রহস্যের সন্ধান করতে, আর প্রকৃত তথ্যপ্রমাণ দেবে যে কীভাবে আমরা সেই পরিত্রাতার দ্বারা রক্ষা পাবো।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇