Bengali Testimony | ঈর্ষার বন্ধন থেকে মুক্তি
19-05-2023
বাইবেল বলে, “ঈর্ষাপরায়ণতা দুষ্টক্ষতের মত” (হিতোপদেশ ১৪:৩০)। ফিলিপিনো খ্রীষ্টান জয়লিনের এই বাক্যগুলো সম্পর্কে গভীর উপলব্ধি রয়েছে। যখন তিনি দেখেন যে সিস্টার ক্যাথির উপর সুসমাচার প্রচারের ভার রয়েছে এবং তিনি দ্রুত ব্রাদার-সিস্টারদের সমস্যা সমাধান করতে সক্ষম, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি গোপনে সিস্টার ক্যাথির সাথে নিজেকে তুলনা করেন, এবং তাঁকে এমনকি বিদায় করার উপায়ও ভাবতে চান। পরে, কীভাবে তিনি সেই ঈর্ষার বন্ধন থেকে মুক্ত হলেন এবং সিস্টার ক্যাথির সাথে মিলেমিশে থাকতে শিখলেন?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও