খ্রিষ্টীয় গান | মানুষের জীবনের জন্য, ঈশ্বর সমস্ত দুঃখ-কষ্ট সহ্য করেন

06-07-2022

মানুষের জীবনের উৎস ও তার বেঁচে থাকার নিয়মের গোপন রহস্য

কেউ কখনো বুঝতে চায়নি।

কেবলমাত্র ঈশ্বর, যিনি এই সব রহস্য জানেন,

সেই ঈশ্বরের কাছ থেকে সমস্তকিছু পাওয়ার পরেও যে তাঁর প্রতি কৃতজ্ঞ নয়,

সেই মানুষের দেওয়া আঘাত তিনি নীরবে সহ্য করে চলেছেন।

জীবনচক্রের অংশ হিসাবে যা কিছু মানুষের সামনে এসে উপস্থিত হয়,

সেগুলি তারা উপভোগ করে,

আর ঠিক একইভাবে, “জীবন চক্রের অংশ হিসাবে” মানুষ ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করে,

তাঁকে ভুলে যায়, আর নিজের অন্যায্য দাবি আদায় করে চলে।

এমনকি হতে পারে যে ঈশ্বরের পরিকল্পনা সত্যিই গুরুত্বপূর্ণ?

এমন কি হতে পারে যে, মানুষ নামক ঈশ্বরের নিজের হাতে সৃষ্ট প্রাণীটি

সত্যিই এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য?

ঈশ্বরের পরিকল্পনা নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ;

তথাপি ঈশ্বরের সৃষ্ট এই প্রাণীর অস্তিত্বই তাঁর পরিকল্পনার উদ্দেশ্যে।

তাই, ঈশ্বর এই মানবজাতির প্রতি ঘৃণাবশত তাঁর পরিকল্পনা নষ্ট হতে দিতে পারেন না।

তাঁর পরিকল্পনা, আর তিনি যে প্রাণবায়ু সঞ্চার করেছিলেন,

তার কথা ভেবেই ঈশ্বর সমস্ত রকমের উৎপীড়ন সহ্য করছেন,

মানুষের দেহের জন্য নয়—মানুষের জীবনের স্বার্থে।

মানুষের শরীরকে ফিরিয়ে নেওয়ার জন্য নয়,

বরং তিনি যে প্রাণ সঞ্চার করেছিলেন তার জন্যই এটা করেন।

এটাই তাঁর পরিকল্পনা।

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন