Bengali Testimony | দায়িত্ব এড়িয়ে চলার পরিণতি

13-07-2023

গির্জার দায়িত্ব পাওয়ার পর তিনি কিছু অসুবিধা ও সমস্যা আবিষ্কার করলেন। তিনি এই ভেবে ভীত হলেন যে, যদি তিনি কাজটি বাজেভাবে করেন, তাহলে কেবল যে তাঁর ঘাড়ে তার দায় পড়বে তা-ই নয়, বরং তাঁকে অপসারণ করা হতে পারে এবং তিনি তাঁর ভবিষ্যত ও গন্তব্য হারাতে পারেন। তিনি ইস্তফা দেওয়ার কথা ভাবতে লাগলেন। ঈশ্বরের বাক্য পাঠ করে ও প্রতিফলন করে, তিনি নিজের ভ্রষ্ট প্রকৃতি ও ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সম্পর্কে কী শিখলেন? তারপর তিনি কীসের অনুশীলন ও কোথায় প্রবেশ করলেন? দেখে নিনি এই ভিডিওতে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন