Bengali Testimony | সততা ছাড়া দায়িত্ব পালন করা অসম্ভব

02-02-2023

তিনি তাঁর কাজে অনেক তথাকথিত দায়িত্ব অনুভব করেন। সমস্যা দেখা দিলে, তিনি সরাসরি নেত্রীকে জানান। তাঁকে অবাক করে দিয়ে নেত্রী তাঁর সমালোচনা এবং তাঁকে তিরস্কার করেন। তিনি সত্যের অনুসন্ধান করেন এবং আত্মমন্থন করেন। এই সমস্যাগুলি নেত্রীকে জানানোর পিছনে কী রয়েছে? এর অন্তর্নিহিত উদ্দেশ্য কী? তিনি কী স্বভাব প্রকাশ করছেন? ঈশ্বরের বাণী পড়ার মাধ্যমে তিনি কী বুঝতে পারেন এবং তার থেকে তিনি কী লাভ করেন?

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন