Bengali Sermon Series | Seeking True Faith: বিশ্বাসের দ্বারা পরিত্রাণ কি ঈশ্বরের রাজ্যে প্রবেশের অনুমোদন দেয়?
29-10-2022
অব্যাহতভাবে এক অতিমারী ছড়িয়ে পড়ছে, এবং ভূমিকম্প, বন্যা, কীটপতঙ্গের প্রাদুর্ভাব, দুর্ভিক্ষের প্রকোপ শুরু হয়ে গিয়েছে। অনেক মানুষ ক্রমাগত উদ্বেগের অবস্থায় আছে, এবং বিশ্বাসীরা উদ্বিগ্নচিত্তে প্রতীক্ষায় আছে প্রভুর মেঘারূঢ় হয়ে এসে তাদের তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য আকাশে নিয়ে যাওয়ার, বিপর্যয়ের মধ্যে দিয়ে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি এবং মৃত্যু এড়িয়ে যাওয়ার। তারা জানে না কেন তাদের এখনো প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য উর্ধ্বে আনয়ন করা হয়নি। তারা অস্বস্তি বোধ করে, যে তারা প্রভুর দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এবং বিপর্যয় কবলিত হয়েছে। তারা বিহ্বল ও হতবুদ্ধি বোধ করে। প্রকাশিত বাক্যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে প্রভু যীশু বিপর্যয়ের পূর্বে আসবেন ও আমাদের আকাশে নিয়ে যাবেন যাতে আমরা তাদের প্রকোপে ধ্বংস না হই। কিন্তু বিপর্যয় বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে, তাহলে প্রভু কেন মেঘারূঢ় হয়ে বিশ্বাসীদের নিতে এলেন না? আমাদের বিশ্বাসের দ্বারা আমাদের পাপ ক্ষমা করা হয়েছে, আমাদের পরিত্রাণে ভূষিত করা হয়েছে এবং ন্যায়পরায়ণতা প্রদান করা হয়েছে। কেন আমাদের স্বর্গরাজ্যে আনয়ন করা হয়নি? বহু বিশ্বাসীর মনেই এসব প্রশ্ন আছে। কিন্তু, বিশ্বাসের দ্বারা পরিত্রাণই কি আমাদের প্রকৃতপক্ষে রাজ্যে নিয়ে যেতে পারে? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বে আমরা সমবেতভাবে এই বিষয়ে চর্চা করব এবং উত্তর খুঁজব।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও