Bengali Christian Song | ধন্য তারা যারা ঈশ্বরের নূতন কর্ম করেছে আপন

23-10-2022

পবিত্র আত্মার আজ বলা বাক্য

করে যারা মান্য, তারা কত ধন্য।

যেমনই হয়ে থাকুক তাদের অতীত,

অথবা পবিত্র আত্মার কাজ তাদের উপর।

ধন্য তারা, যারা তাঁর নতুন কাজ করেছে অর্জন,

অক্ষম যারা, তারা হয় বিনাশিত।

আজ এই গোষ্ঠীর মানুষেরা,

যারা ঈশ্বরের নবীনতম কাজ করেছে গ্রহণ,

যুগের আগেই নির্ধারিত তারা

সবার চেয়ে বেশি ধন্য তারাই।

শোনো তোমরা তাঁর স্বর সরাসরি,

দেখো তাঁর আবির্ভাব।

তাই স্বর্গে, মর্ত্যে, যুগে-যুগে,

তোমরাই সবার চেয়ে বেশি ধন্য।

শুদ্ধ কুমারী হও, যে নতুনকে করে গ্রহণ

খুঁজতে পারে পবিত্র আত্মার কাজ,

ত্যাগে সক্ষম পূর্বধারণাগুলি

করে মান্য তাঁর আজকের কাজ।

ঈশ্বর চান তাদের যারা নতুন আলোকে করে গ্রহণ,

গ্রহণ করে, জানে তাঁর নতুন কর্ম।

আজ এই গোষ্ঠীর মানুষেরা,

যারা ঈশ্বরের নবীনতম কাজ করেছে গ্রহণ,

যুগের আগেই নির্ধারিত তারা

সবার চেয়ে বেশি ধন্য তারাই।

শোনো তোমরা তাঁর স্বর সরাসরি,

দেখো তাঁর আবির্ভাব।

তাই স্বর্গে, মর্ত্যে, যুগে-যুগে,

তোমরাই সবার চেয়ে বেশি ধন্য।

বাক্য, খণ্ড ১, ঈশ্বরের কাজ এবং ঈশ্বরকে জানা, ঈশ্বরের নবীনতম কর্মধারাকে জানো এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করো

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন