Bengali Christian Song | এমন একজন হও যে সত্যকে গ্রহণ করে

29-01-2023

নিজ পথ বেছে নাও, সত্যকে প্রত্যাখ্যান কোরো না,

অথবা নিন্দা কোরো না—পবিত্র আত্মার।

অজ্ঞ হয়ো না, হয়ো না অহংকারী।

নির্দেশ মান্য করো পবিত্র আত্মার।

যীশুর প্রত্যাবর্তন এক মহা পরিত্রাণ

তাদের জন্য যারা সত্য মানতে সক্ষম।

যীশুর প্রত্যাবর্তন এক তিরস্কার

তাদের জন্য যারা সত্য মানতে অক্ষম।

সত্যের জন্য আকুল হও, সত্য সন্ধানী হও।

একমাত্র এই উপায়েই তোমরা উপকৃত হবে।

যারা সত্য শুনেও তা প্রত্যাখ্যান করে

তারা অতি মূর্খ এবং অতি অজ্ঞ।

যীশুর প্রত্যাবর্তন এক মহা পরিত্রাণ

তাদের জন্য যারা সত্য মানতে সক্ষম।

যীশুর প্রত্যাবর্তন এক তিরস্কার

তাদের জন্য যারা সত্য মানতে অক্ষম।

সত্য মানতে সক্ষম, ও, সত্য মানতে সক্ষম।

ঈশ্বর বিশ্বাসের পথে সযত্নে চলো।

দ্রুত সিদ্ধান্তে উপনীত হয়ো না।

হয়ো না অসতর্ক, ভাবনাহীন ঈশ্বর বিশ্বাসে,

যারা করে ঈশ্বরে বিশ্বাস

তারা হবে শ্রদ্ধাশীল ও বিনয়ী।

যারা সত্য শোনে

তবু দ্রুত সিদ্ধান্ত নেয়

অথবা নিন্দা করে সত্যের

তারা অহংকারে আচ্ছন্ন।

যীশুর প্রত্যাবর্তন এক মহা পরিত্রাণ

তাদের জন্য যারা সত্য মানতে সক্ষম।

যীশুর প্রত্যাবর্তন এক তিরস্কার

তাদের জন্য যারা সত্য মানতে অক্ষম।

যীশুকে যারা বিশ্বাস করে

তারা অন্যকে অভিশাপ দেওয়ার বা নিন্দা করবার উপযুক্ত নয়।

(ও, সত্য মানতে সক্ষম।)

তোমাদের বিচক্ষণ হতে হবে এবং সত্যকে স্বীকার করতে হবে।

যীশুর প্রত্যাবর্তন এক মহা পরিত্রাণ

তাদের জন্য যারা সত্য মানতে সক্ষম।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন