Bengali Christian Testimony | একজন ডাক্তারের পছন্দ
15-04-2023
সে ডাক্তার। অগণিত রোগীর চিকিৎসা করলেও সে নিজে দুরারোগ্য অসুখে ভুগছে। সে তার অসুখ সম্পর্কে চিন্তা করার পর ভাবে যে লোকেরা টাকা আর খ্যাতির পিছনে ছুটে কী পায়। অন্তিম সময়ের ঈশ্বরের কাজ গ্রহণ করার পরে, সে ঈশ্বরেরবাক্য থেকে মানবজীবনের মূল্য বোঝে, তারপর সক্রিয়ভাবে সুসমাচার প্রচার করে আর তার দায়িত্ব পালন করে। যখন তার কর্তব্য আর কাজের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, তখন সে বারবার দ্বিধায় ভোগে।শেষ পর্যন্তসে কীভাবে সিদ্ধান্ত নিল?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও