Bengali Christian Song | ঈশ্বরের কাজ অপরিবর্তনীয় থাকে না

31-01-2023

ঈশ্বর সর্বদা চেয়েছেন তাঁর কাজ হোক

জীবিত ও নতুন, পুরনো বা মৃত নয়।

যা তিনি মানুষকে করতে বলেন তা বদলায় সময় ও পর্যায়ের সাথে।

সেগুলি নয় চিরস্থায়ী ও পরিবর্তনহীন।

ঈশ্বর মানুষকে করেন জীবিত ও নতুন,

তিনি শয়তান নন, যে মানুষকে করে পুরনো ও মৃত।

তোমার ঈশ্বরের ধারণা তুমি ছাড়তে অক্ষম।

কারণ তুমি অতি সংকীর্ণমনা,

এই জন্য নয় যে ঈশ্বরের কাজ অযৌক্তিক এবং অসন্তোষজনক,

অথবা ঈশ্বর করেন কাজে অবহেলা।

তোমার আনুগত্যের অভাব রয়েছে,

তোমার নেই সামান্যতম মানব সাদৃশ্য।

তাই তুমি তোমার ধারণা ছাড়তে পারো না।

ঈশ্বর তোমার কাজ কঠিন করছেন না।

এ সবের কারণ তুমি, এর সাথে ঈশ্বর সম্পর্কিত নন,

সকল যন্ত্রণা মানুষেরই সৃষ্টি।

ঈশ্বর সর্বদা চেয়েছেন তাঁর কাজ হোক

জীবিত ও নতুন, পুরনো বা মৃত নয়।

যা তিনি মানুষকে করতে বলেন তা বদলায় সময় ও পর্যায়ের সাথে।

সেগুলি নয় চিরস্থায়ী ও পরিবর্তনহীন।

ঈশ্বর মানুষকে করেন জীবিত ও নতুন,

তিনি শয়তান নন, যে মানুষকে করে পুরনো ও মৃত।

ঈশ্বরের ভাবনাচিন্তা চিরকালই উত্তম।

তিনি চান না তুমি তৈরি করো কোনও ধারণা।

তিনি চান তুমি বদলাও ও যুগের সাথে নতুন হও।

অথচ তুমি বোঝো না নিজের ভালো।

তুমি সর্বদা করছো হয় যাচাই নয় বিশ্লেষণ।

ঈশ্বর তোমার জন্যে কিছু কঠিন করে তুলছেন না,

তোমার ঈশ্বরের প্রতি কোনো সম্মান নেই,

তোমার অবাধ্যতা অনেক বেশী।

একটি ক্ষুদ্র সত্তা, নিতে সাহস করে

কোনও তুচ্ছ কিছু যা ঈশ্বরেরই দেওয়া,

তারপর ঘুরে ঈশ্বরকেই করে আক্রমণ,

একি মানুষের অবাধ্যতা নয়?

মানুষ ঈশ্বরের সামনে তার মত দেওয়ার যোগ্য নয়,

তার মূল্যহীন ভাষাও জাহির করার অযোগ্য,

সেসব সেকেলে ধারণাগুলো নিয়ে আর কিছু না বললেও হয়।

সেই সব কি নয় আরও মূল্যহীন, আরও মূল্যহীন?

ঈশ্বর সর্বদা চেয়েছেন তাঁর কাজ হোক

জীবিত ও নতুন, পুরনো বা মৃত নয়।

যা তিনি মানুষকে করতে বলেন তা বদলায় সময় ও পর্যায়ের সাথে।

সেগুলি নয় চিরস্থায়ী ও পরিবর্তনহীন।

ঈশ্বর মানুষকে করেন জীবিত ও নতুন,

তিনি শয়তান নন, যে মানুষকে করে পুরনো ও মৃত।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন