Bengali Christian Song | ঈশ্বরের বাক্যই সত্য—সতত ও শাশ্বত
22-09-2022
ঈশ্বরের বাক্য সত্য, সদাই তা যে সত্য।
তিনি জীবনদাতা, মানুষের পথ-প্রদর্শক।
Ⅰ
তাঁর বাক্যের অর্থ ও মূল্য রয়েছে তাদের মর্মার্থে,
মানুষের স্বীকৃতি বা গ্রহণে নয়।
কেউ যদি না বোঝে তাঁর বাক্য, তবুও,
তাদের মূল্য এবং সহায় অনন্ত, অসীম।
ঈশ্বরের বাক্য সত্য, সদাই তা যে সত্য।
তিনি জীবনদাতা, মানুষের পথ-প্রদর্শক।
Ⅱ
যারা তাঁর বাক্যের অনাদর, বিরোধিতা, বিতর্ক করে,
তাদেরকে তাঁর একটিই জবাব:
সময় ও তথ্য তাঁর সাক্ষী হোক,
জানাক তাঁর বাক্যই সত্য, পথ ও জীবন,
তিনি যা বলেছেন তা সবই ঠিক।
মানুষের উচিৎ মানা, করে আপন।
ঈশ্বরের বাক্য সত্য, সদাই তা যে সত্য।
তিনি জীবনদাতা, মানুষের পথ-প্রদর্শক।
Ⅲ
যারা তাঁর অনুগামী, তিনি তাদের জানাবেন যে:
যারা তাঁর বাক্যকে করে না গ্রহণ,
বা করতে পারে না পালন,
যারা কোনও উদ্দেশ্য খুঁজে না পায়,
তাঁর বাক্যে পরিত্রাণ খুঁজে না পায়,
তাঁর বাক্য করে তাদের দোষী সাব্যস্ত।
তারা হারিয়েছে ঈশ্বরের পরিত্রাণ,
দণ্ড হতে তারা পাবে না নিস্তার।
ঈশ্বরের বাক্য সত্য, সদাই তা যে সত্য।
তিনি জীবনদাতা, মানুষের পথ-প্রদর্শক।
ঈশ্বরের বাক্য সত্য, সদাই তা যে সত্য।
তিনি জীবনদাতা, মানুষের পথ-প্রদর্শক।
মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও