খ্রিষ্টীয় গান | ঈশ্বরের বিচার সম্পূর্ণরূপে প্রকাশিত
03-02-2023
বিশ্বব্রহ্মাণ্ড কম্পিত করে এক বজ্রকণ্ঠ প্রকাশিত হয়েছে।
এই আওয়াজ এতই কর্ণবিদারী যে মানুষ সময় থাকতে তার পথ এড়িয়ে যেতে পারেনি।
কেউ নিহত হয়েছে, কেউ নির্মূল হয়েছে, আর কারো বিচার হচ্ছে।
প্রকৃতই এ এক অভাবনীয় দৃশ্য, এমন কোনো দৃশ্য কেউ আগে কখনো দেখেনি।
ভালো করে শোনো: মুহুর্মুহু বজ্রনির্ঘোষের সঙ্গে কান্নার আওয়াজ,
এবং এই আওয়াজ আসছে মৃতস্থান থেকে; এই আওয়াজ আসছে নরক থেকে।
বিদ্রোহের যে পুত্রদের বিচার ঈশ্বর করেছেন এ তাদেরই আর্তনাদ।
যারা ঈশ্বরের কথা শোনেনি,
যারা তাঁর বাক্যকে অভ্যাসে পরিণত করেনি
তাদের কঠোর বিচার তিনি করেছেন, এবং তারা তাঁর ক্রোধের অভিশাপ কুড়িয়েছে।
ঈশ্বরের কণ্ঠস্বরই তাঁর বিচার ও ক্রোধ;
তিনি কারো সঙ্গে কোমল আচরণ করেন না এবং কাউকে করুণা করেন না,
কারণ তিনিই স্বয়ং ন্যায়পরায়ণ ঈশ্বর,
এবং তাঁর আছে ক্রোধ;
আর আছে দহন, পরিশোধন এবং ধ্বংসের ক্ষমতা।
তাঁর আছে ক্রোধ;
আর আছে দহন, পরিশোধন এবং ধ্বংসের ক্ষমতা।
ঈশ্বরের মধ্যে কিছুই গোপন নেই, আবেগপ্রবণতা নেই,
বরং বিপরীতে, তাঁর সবকিছুই খোলামেলা, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ।
যেহেতু, ঈশ্বরের প্রথমজাত পুত্ররা ইতিমধ্যেই তঁর সঙ্গে সিংহাসনে আসীন,
তারা সমস্ত দেশ ও মনুষ্যজাতিকে শাসন করছে,
তাই যে সমস্ত বস্তু এবং যে সমস্ত মানুষ নীতিবিগর্হিত, অধার্মিক তাদের বিচার শুরু হয়েছে।
তাদের এক এক করে ঈশ্বর পরীক্ষা করবেন,
কোনো কিছুই বাদ দেবেন না এবং তাদের পুরোপুরি উন্মোচন করবেন।
কারণ ঈশ্বরের বিচার সম্পূর্ণরূপে প্রকাশিত ও উন্মোচিত এবং কোনো কিছুই তিনি গোপন রাখেন নি;
যা কিছু তাঁর ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তা তিনি ছুঁড়ে ফেলে দেবেন,
এবং সেগুলোকে অতল গহ্বরে চিরকালের মতো ধ্বংস হয়ে যেতে দেবেন।
তিনি সেগুলোকে সেখানে চিরকালের মতো জ্বলতে দেবেন।
এটাই ঈশ্বরের ন্যায়পরায়ণতা এবং এটাই তাঁর সত্যনিষ্ঠা।
কেউই এর পরিবর্তন ঘটাতে পারবে না, এবং সবাইকে তাঁর আজ্ঞার অধীনে থাকতেই হবে।
এটাই ঈশ্বরের ন্যায়পরায়ণতা এবং এটাই তাঁর সত্যনিষ্ঠা।
কেউই এর পরিবর্তন ঘটাতে পারবে না, এবং সবাইকে তাঁর আজ্ঞার অধীনে থাকতেই হবে।
এটাই ঈশ্বরের ন্যায়পরায়ণতা এবং এটাই তাঁর সত্যনিষ্ঠা।
কেউই এর পরিবর্তন ঘটাতে পারবে না, এবং সবাইকে তাঁর আজ্ঞার অধীনে থাকতেই হবে।
এটাই ঈশ্বরের ন্যায়পরায়ণতা এবং এটাই তাঁর সত্যনিষ্ঠা।
কেউই এর পরিবর্তন ঘটাতে পারবে না, এবং সবাইকে তাঁর আজ্ঞার অধীনে থাকতেই হবে।
উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও