খ্রিষ্টীয় গান | ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি

05-07-2022

আমিই আল্‌ফা এবং ওমেগা। প্রথম ও শেষ। আদি এবং আন্ত।

প্রকাশিত বাক্য 22:13

ঈশ্বর একটি নতুন যুগের সূচনা করার স্পষ্ট উদ্দেশ্যের জন্যই পার্থিব রূপ ধারণ করেন,

এবং অবশ্যই একটি নতুন যুগের সূচনা করার সময় একই সাথে তিনি পূর্ব যুগের পরিসমাপ্তি ঘটাবেন।

প্রতিবার তিনি নিজেই মানুষের মধ্যে কাজ করেন,

এবং এটি একটি নতুন যুদ্ধের সূচনা করে।

নতুন কাজের সূচনা না হলে স্বাভাবিকভাবেই পুরাতনের কোনো উপসংহার হবে না।

এবং যখন পুরানো কোনও কিছুর উপসংহার নেই,

তখন এটি প্রমাণ হয় যে শয়তানের সাথে যুদ্ধ এখনও শেষ হয়নি।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি;

তিনি নিজেই তাঁর কাজকে গতিশীল করেন

এবং তাই তিনিই পূর্ব যুগের সমাপ্তি ঘটাবেন।

এটাই তাঁর শয়তানকে পরাস্ত করার,

এবং তাঁর বিশ্বজয়ের প্রমাণ।

তিনিই বপনকারী ও কর্তনকারী।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি।

শুধুমাত্র যদি ঈশ্বর নিজে আসেন এবং মানুষের মধ্যে নতুন কাজ পরিচালনা করেন,

তাহলেই মানুষ শয়তানের আধিপত্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে একটি নতুন জীবন

এবং একটি নতুন সূচনা লাভ করতে পারে।

অন্যথায়, মানুষ চিরকাল পুরাতন যুগেই থেকে যাবে এবং চিরকাল শয়তানের পুরাতন প্রভাবের অধীনেই থাকবে।

ঈশ্বরের নেতৃত্বে প্রতিটি যুগে মানুষের একটি অংশ মুক্ত হয়

এবং এইভাবে মানুষ নতুন যুগের অভিমুখে ঈশ্বরের কর্মধারার সাথে অগ্রসর হয়।

ঈশ্বরের বিজয়ের অর্থ তাঁর অনুসরণকারীদেরও বিজয়।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি;

তিনি নিজেই তাঁর কাজকে গতিশীল করেন

এবং তাই তিনিই পূর্ব যুগের সমাপ্তি ঘটাবেন।

এটাই তাঁর শয়তানকে পরাস্ত করার,

এবং তাঁর বিশ্বজয়ের প্রমাণ।

তিনিই বপনকারী ও কর্তনকারী।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি।

এবং এইভাবে মানুষ নতুন যুগের অভিমুখে ঈশ্বরের কর্মধারার সাথে অগ্রসর হয়।

ঈশ্বরের বিজয়ের অর্থ তাঁর অনুসরণকারীদেরও বিজয়।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি;

তিনি নিজেই তাঁর কাজকে গতিশীল করেন

এবং তাই তিনিই পূর্ব যুগের সমাপ্তি ঘটাবেন।

এটাই তাঁর শয়তানকে পরাস্ত করার,

এবং তাঁর বিশ্বজয়ের প্রমাণ।

তিনিই বপনকারী ও কর্তনকারী।

ঈশ্বরই সূচনা এবং সমাপ্তি।

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন