Bengali Sermon Series | Seeking True Faith: অন্তিম সময়ের ঈশ্বরের অবতার কেন নারী?

21-11-2022

সর্বশক্তিমান ঈশ্বর, অন্তিম দিনের খ্রীস্ট, অনেক সত্য প্রকাশ করেছেন এবং সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছেন।যখন মানুষ সত্য পথের অনুসন্ধান করে, অ্নেকেই দেখতে পায় যে সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যগুলি কর্তৃত্বপূর্ণ, শক্তিশালী এবং সত্য, এবং তারা নিশ্চিত হয়ে ওঠে, কিন্তু যখন তারা শোনে যে অন্তিম দিনের খ্রীষ্ট একজন নারী, তখন তারা তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে। তারা বিশ্বাস করে যে প্রভু যীশু একজন পুরুষ এবং পবিত্র আত্মাও সাক্ষ্য দেয় যে প্রভু যীশুই ছিলেন “প্রিয় পুত্র”। অতএব, তারা মনে করে যে প্রভু যখন প্রত্যাবর্তন করবেন, তখন তিনি অবশ্যই একজন পুরুষ হবেন এবং তাঁর পক্ষে একজন নারী হওয়া একেবারেই অসম্ভব। এই দৃষ্টিভঙ্গি কি বাইবেলের ভবিষ্যদ্বাণীর সাথে সঙ্গতিপূর্ণ? ঈশ্বরের বাক্যের কি কোন ভিত্তি আছে?প্রভু যীশু কি বলেছিলেন যে প্রত্যাবর্তনের সময় তিনি পুরুষ বা নারী হবেন? একেবারেই না। তাহলে, কেন অন্তিম দিনের অবতার ঈশ্বর এক নারী, এবং কোনো পুরুষ নন? সত্য বিশ্বাসের সন্ধানের এই পর্বটি আপনাকে সত্য উপলব্ধির এবং অন্তিম দিনে ঈশ্বরের আকৃতি এবং কাজ বোঝার জন্য দিশা দেখাবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন