Bengali Christian Song | স্বয়ং ঈশ্বরই সত্য এবং জীবন

29-01-2023

স্বয়ং ঈশ্বরই সত্য এবং জীবন,

সহাবস্থান করে ঈশ্বরের জীবন ও সত্য।

যারা লাভ করে না তাঁর সত্য, তারা লাভ করে না জীবন।

না পেলে তাঁর সত্যের দিশা ও সমর্থন,

মানুষের থাকে শুধু কিছু অক্ষর ও মতবাদ,

মানুষের কাছে রয়ে যায় মৃত্যু।

ঈশ্বরের জীবন ও সত্য চিরস্থায়ী, একসাথে বিদ্যমান।

না জানলে সত্যের উৎসের সন্ধান,

পাবেনা তুমি জীবনের পোষণ।

অন্তিম সময়ের খ্রীষ্ট আনেন জীবন,

টেকসই ও চিরন্তন সত্য করেন বহন।

মানুষের জীবন অর্জনের একমাত্র পথ এই সত্যই।

শুধু এপথেই যায় জানা ঈশ্বরকে,

যায় পাওয়া তাঁর অনুমোদন।

যদি না পাও জীবনের বিধান,

নিশ্চিতভাবে তোমার কাছে সত্য থাকবে না।

তুমি মাংসপিণ্ডমাত্র পুতিগন্ধময়,

অসার কল্পনা আর নিষ্ফল ধারণা কেবল।

অন্তিম সময়ের খ্রীষ্ট আনেন জীবন,

টেকসই ও চিরন্তন সত্য করেন বহন।

মানুষের জীবন অর্জনের একমাত্র পথ এই সত্যই।

শুধু এপথেই যায় জানা ঈশ্বরকে,

যায় পাওয়া তাঁর অনুমোদন।

পুঁথির বাণীগুলো জীবন নয়,

ইতিহাসের নথিগুলো সত্য নয়,

অতীতের পুরোনো পথগুলো

ঈশ্বরের আজকের বাক্যের নথি নয়।

সত্যের প্রকাশ করেন কেবল তিনি

মর্ত্যের তথা মানুষের মাঝে ঈশ্বর যিনি।

তিনি প্রকাশ করেন তাঁর ইচ্ছা, তাঁর কাজের উপায়।

অন্তিম সময়ের খ্রীষ্ট আনেন জীবন,

টেকসই ও চিরন্তন সত্য করেন বহন।

মানুষের জীবন অর্জনের একমাত্র পথ এই সত্যই।

শুধু এপথেই যায় জানা ঈশ্বরকে,

যায় পাওয়া তাঁর অনুমোদন।

অন্তিম সময়ের খ্রীষ্ট আনেন অনন্ত জীবনের পথ।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন