খ্রিষ্টীয় গান | ঈশ্বর সগৌরবে আবির্ভূত হয়েছেন প্রাচ্যে

20-04-2023

সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ঈশ্বর তাঁর কাজ করছেন,

এবং প্রাচ্যে অবিরাম বজ্রপাত চলছে,

যাতে সব রাষ্ট্র এবং সম্প্রদায় কেঁপে উঠছে।

ঈশ্বরের কণ্ঠস্বরই মানুষকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে।

ঈশ্বর সেই পরিস্থিতি সৃষ্টি করবেন, যাতে সকল মানুষ তাঁর কণ্ঠস্বরের দ্বারা পরাজিত হয়,

এই স্রোতে তারা শামিল হয়, এবং তাঁর কাছে আত্মসমর্পণ করে।

কারণ দীর্ঘদিন হল তাঁর মহিমা সমগ্র বিশ্ব থেকে পুনরুদ্ধার হয়েছে

এবং প্রাচ্যে তা নতুন করে প্রকাশিত হয়েছে।

ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করতে কে না ব্যাকুল হয়?

তাঁর প্রত্যাবর্তনের জন্য কে না অধীর আগ্রহে অপেক্ষা করে?

এমন কে আছে তাঁর পুনরাবির্ভাবের আকুল আকাঙ্ক্ষা করে না?

তাঁর মাধুর্যের জন্য কে না উদগ্রীব?

আলোকের সম্মুখে আসতে কে না চায়?

কনানের সমৃদ্ধির প্রতি কে না আগ্রহী?

মুক্তিদাতার প্রত্যাবর্তনের জন্য কে না অধীর আগ্রহে অপেক্ষা করছে?

যিনি ক্ষমতায় মহান, তাঁর উপাসনা কে না করে?

সমগ্র বিশ্ব জুড়ে ঈশ্বরের কণ্ঠস্বর ছড়িয়ে পড়বে।

তিনি তাঁর নির্বাচিত মানুষদের সম্মুখীন হবেন

এবং তাদের উদ্দেশ্যে আরো কথা বলবেন।

শক্তিশালী বজ্র যেমন পর্বত আর নদীতে আলোড়ন সৃষ্টি করে,

সমগ্র ব্রহ্মাণ্ড আর মানবজাতির কাছে ঈশ্বরের উচ্চারিত বাক্যও তেমন।

তাই ঈশ্বরের বাক্য মানবজাতির কাছে সম্পদ হয়ে উঠেছে,

এবং সব মানুষই তাঁর বাক্য সযত্নে লালন করে।

সেই বজ্রপাতের ঝলকে পূর্ব থেকে পশ্চিম আলোকিত।

ঈশ্বরের বাক্য এমনই যে মানুষ তা উপেক্ষা করতে পারে না,

আবার একই সাথে তার গভীরতার পরিমাপও করতে পারে না,

অথচ তার মধ্যেই আনন্দ খুঁজে পায়।

ঈশ্বরের আবির্ভাবে সকল মানুষই আনন্দিত এবং উচ্ছ্বসিত,

যেন কোনো শিশু সদ্য জন্মলাভ করেছে।

ঈশ্বর সকল মানবজাতিকে তাঁর সম্মুখে আনবেন তাঁর কণ্ঠস্বরের সাহায্যে।

এরপর ঈশ্বর আনুষ্ঠানিকভাবে মানবজাতির মধ্যে প্রবেশ করবেন,

যাতে তারা তাঁর উপাসনা করতে আসে।

ঈশ্বরের মহিমার বিকিরণে এবং বাক্যের সাহায্যে,

তিনি বাধ্য করবেন যাতে সব মানুষ তাঁর সম্মুখে আসে

এবং প্রাচ্যের বজ্রপাত দেখে।

এবং সেই সঙ্গে তারা দেখতে পাবে যে তিনি প্রাচ্যের “অলিভ পর্বত”-এ অবতরণ করেছেন।

তারা দেখতে পাবে যে, ঈশ্বর ইতোমধ্যেই দীর্ঘদিন এই পৃথিবীতে আছেন

এবং তা ইহুদিদের পুত্র হিসাবে নয়, প্রাচ্যের বজ্রপাত হিসাবে।

ঈশ্বর মানবজাতির মধ্য থেকে প্রস্থান করেছেন,

এবং তারপর মানবজাতির মধ্যে পুনরাবির্ভূত হয়েছেন আপন মহিমায়।

ঈশ্বরই তিনি যাকে অগণিত যুগ আগে থেকেই উপাসনা করা হচ্ছিল,

এবং তিনিই সেই শিশু যাকে অগণিত যুগ আগে ইসরায়েলীরা পরিত্যাগ করেছিল।

তিনিই হলেন বর্তমান যুগের সর্বমহিম সর্বশক্তিমান ঈশ্বর!

সকলে ঈশ্বরের সিংহাসনের সামনে এসে

তাঁর মহিমময় মুখাবয়ব দেখুক, তাঁর কণ্ঠস্বর শুনুক এবং কীর্তি দেখুক।

এই হল ঈশ্বরের সার্বিক ইচ্ছা;

এই হল তাঁর পরিকল্পনার শীর্ষবিন্দু এবং সমাপ্তি,

আর তাঁর ব্যবস্থাপনার উদ্দেশ্য:

যাতে সব রাষ্ট্র ঈশ্বরের উপাসনা করে, সব মুখেই তাঁর স্বীকৃতি শোনা যায়,

সকল মানুষের বিশ্বাস তাতেই স্থিত হয় এবং সকলেই তাঁর অধীনস্থ হয়।

সকল মানুষের বিশ্বাস তাতেই স্থিত হয় এবং সকলেই তাঁর অধীনস্থ হয়।

সকল মানুষের বিশ্বাস তাতেই স্থিত হয় এবং সকলেই তাঁর অধীনস্থ হয়।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন