Christian Documentary | ঈশ্বরের পৃথিবীতে আগমন এবং পাপস্খালনের বলি হওয়া (কিছু বিশিষ্ট অংশ)

29-07-2022

অনুগ্রহের যুগে, প্রভু যীশু মানুষের মধ্যে এসেছিলেন এবং তাঁর স্বার্থেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তিনি মানুষকে আইনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন, এবং তাঁর পাপস্খালনের বলি হওয়ার কারণে, মানবজাতি প্রভুর প্রেম ও করুণা উপভোগ করেছে...। প্রভু যীশুর আগমন মানবজাতির মাঝে একটি নতুন যুগের সূচনা করেছিল। ইতিমধ্যে, এটি ঈশ্বর এবং মানুষের মধ্যে সম্পর্ককে উন্নত করেছে, এবং একটি নতুন সূচনা উন্মুক্ত করেছে, মানবজাতির মধ্যে ঈশ্বরের ব্যবস্থাপনার কাজের একটি নতুন সূচনা।

এই ভিডিওর কিছু উপাদান সংগ্রহ করা হয়েছে এখান থেকে:

https://www.holyspiritspeaks.org/special-topic/copyright.html

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন