অধ্যায় ৯২

আমার কথায় ও কাজে সকলেই আমার সর্বশক্তিমানতা এবং আমার প্রজ্ঞা দেখতে পায়। আমি যেখানেই যাই, সেখানেই আমার কাজ থাকে। আমার পদচিহ্ন শুধ চীনেই নেই; এর থেকেও গুরুত্বপূর্ণ হল, তা বিশ্বের সমস্ত দেশেই রয়েছে। তবে, এই নাম শুধুমাত্র আগে আলোচিত সাতটি দেশই প্রথমে পেয়েছে, কারণ সেটাই আমার কাজের অনুক্রম; অদূর ভবিষ্যতে এটিকে সর্বাঙ্গীনভাবে উপলব্ধি করার মধ্যে দিয়ে তোমরা এ ব্যাপারে বিশেষ স্পষ্টতা লাভ করবে। আমি যদি এখন তোমাদের বলি, আমি আশঙ্কা করছি যে এই কারণে বেশিরভাগই অধঃপতিত হবে, যেহেতু আমি আগেই বলেছি যে, আমি তোমাদের মর্যাদা অনুযায়ী তোমাদের সাথে কথা বলি এবং আমার বাক্য তোমাদের উদ্দেশ্যে উচ্চারণ করি, আর আমি যা কিছু করি তার মধ্যে থাকে অপরিসীম প্রজ্ঞা, যা কেউ ধারণা করতে পারে না; একমাত্র উপায় হল এটি তোমাদের ভাগে ভাগে বলা। জেনে রাখো! তোমরা চিরকাল আমার চোখে শিশু; তোমার নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ অবশ্যই আমার দ্বারা চালিত ও নির্দেশিত হতে হবে। মনুষ্যগণ—কেবলমাত্র আমার পথনির্দেশেই তোমরা তোমাদের জীবনযাপন করে যেতে পারবে; এটা ছাড়া তোমাদের কেউ বেঁচে থাকতে পারবে না। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আমার হাতের মধ্যে, তা সত্ত্বেও তুমি আমাকে চতুর্দিকে কোলাহল করে বেড়াতে দেখ না। বরং, আমি নিশ্চিন্তে ও আনন্দে থাকি। লোকজন আমার সর্বশক্তিমানতাকে জানে না, আর তারা আমার জন্য উদ্বিগ্ন অনুভব করে—তোমরা নিজেরা নিজেদের কত কম জানো! তারপরও তোমরা নিজেদের প্রশংসার মধ্যে দিয়ে আমার সম্মুখে তোমাদের মূল্যহীন অপদার্থতাগুলির বড়াই করো! আমি অনেক আগেই তোমাদের এই স্বরূপ উপলব্ধি করেছিলাম। আর তোমরা আমার সঙ্গে ছলচাতুরীতে লিপ্ত থাকো, ঘৃণ্য অপদার্থের দল সব! এখনি সব আমার গৃহ ছেড়ে বেরিয়ে যাও! তোমাদের মতো অপদার্থদের আমি চাই না। তোমাদের মতো মানুষের বদলে আমার সাম্রাজ্যে কেউ না থাকাই বরং ভাল—ঘৃণ্য অপদার্থের দল সব! তুমি কি জানো আমি ইতিমধ্যেই তোমার ব্যাপারে কাজ করা বন্ধ করে দিয়েছি, এ ঘটনা সত্ত্বেও যে তুমি এখনও যথারীতি খাওয়া-পরা চালিয়ে যাচ্ছো? কিন্তু তোমরা কি জানো যে, তোমরা শয়তানের জন্য বেঁচে আছো, এবং তোমরা শয়তানের জন্য কাজ করে চলেছো? তারপরও তোমাদের আমার সমক্ষে দাঁড়াবার সাহস হচ্ছে! তোমরা সত্যিই নির্লজ্জ!

অতীতে আমি মাঝেমধ্যেই বলেছি, “মহা বিপর্যয় শীঘ্রই আসবে; মহা বিপর্যয় ইতিমধ্যেই আমার হাত থেকে পতিত হয়েছে।” “মহা বিপর্যয়” মানে কী, এবং এই “পতিত হয়েছে” কথাটাকে কীভাবে ব্যাখ্যা করা উচিৎ? তোমাদের মনে হয় এই মহা বিপর্যয় মানে হল সেই অনিবার্য বিপর্যয়গুলি, যেগুলি মানুষের আত্মা, অন্তঃকরণ ও দেহকে আঘাত করে, এবং তোমাদের মনে হয় আমি যে সব “ভূমিকম্প, দুর্ভিক্ষ এবং মহামারী” সম্পর্কে বল, এগুলি সেই মহা বিপর্যয়। কিন্তু তোমরা জানো না যে, তোমার আমার কথা ভুল ব্যাখ্যা করেছ। আর তোমাদের মনে হয় এই “পতিত হয়েছে” মানে ওই সব মহা বিপর্যয়গুলি শুরু হয়ে গেছে—এটা হাস্যকর ব্যাপার! তোমরা এইভাবেই এটাকে বুঝেছো, আর তোমাদের ব্যাখ্যা শুনে আমি সত্যিই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছি। লোকেরা যে রহস্য উদ্ঘাটন করতে পারেনি (যা সবচেয়ে গূঢ় রহস্য) সেটিকেও যুগ-যুগ ধরে অত্যন্ত গুরুতরভাবে ভুল ব্যাখ্যা করে আসা হয়েছে, এবং এটা এমন এক রহস্য যার ব্যাপারে কারোরই ব্যক্তিগত কোন অভিজ্ঞতা নেই (যেহেতু তা শুধু অন্তিম সময়ে ঘটানোর জন্য আনা, এবং মানুষ শুধু তার অন্তিম লগ্নেই তা দেখতে পারে, যদিও তাকে চিনতে পারবে না), কারণ আমি এটাকে অত্যন্ত শক্ত-পোক্ত করে সীলমোহর করে রেখেছি, এতটাই যে মানুষ তা ভেদ করতে পারে না (এমনকি তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ দেখার জন্যও না)। এখন আমার কাজ যেহেতু এই পর্যায়ে এসে পৌঁছেছে, আমি তোমাদেরকে আমার কাজের প্রয়োজনীয়তা অনুসারে জ্ঞানদান করব; অন্যথায়, লোকেদের কাছে উপলব্ধির আর কোনো উপায় থাকবে না। এইবার আমি শিক্ষাবৃত্তি দিতে শুরু করছি; সকলকেই মনোযোগ দিতে হবে, আর আমার প্রথমজাত পুত্রগণ-সহ যারা অসতর্ক হবে, তারা আমার বিচারের ফল ভোগ করবে, এবং অতি গুরুতর ক্ষেত্রগুলিতে, তারা আমার হাতে নিহত হবে (যার অর্থ হল, তাদের আত্মা, অন্তঃকরণ এবং দেহ ছিনিয়ে নেওয়া হবে)। মহা বিপর্যয়ের কথা আমার সাম্রাজ্যের প্রত্যেক পরিচালনামূলক আজ্ঞাসমূহ প্রসঙ্গে বলা হয়েছে, এবং আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহের প্রতিটিই ওই মহা বিপর্যয়ের অংশ। (আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহের পুরোটা তোমাদের কাছে প্রকাশ করা হয় নি, কিন্তু তোমরা নিজেরা এ ব্যাপারে চিন্তিত হয়ো না বা উদ্বেগ বোধ কোরো না; কিছু জিনিস আছে যা তোমাদের সামান্য উপকারে আসতে পারে যদি সেগুলির ব্যাপারে তোমরা খুব তাড়াতাড়ি জেনে যাও। এটা স্মরণ রেখো! আমি এক বিচক্ষণ ঈশ্বর।) তাহলে, অন্য অংশটি কী? মহা বিপর্যয়ের দুটি অংশ রয়েছে: আমারপরিচালনামূলক আজ্ঞাসমূহ, এবং আমার ক্রোধ। যে সময় মহা বিপর্যয় আসবে ঠিক তখনই আমি ক্রোধে জ্বলে উঠব এবং আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহকে বলবৎ করব। এখানে আমি আমার প্রথমজাত পুত্রদের বলছি: এর জন্য তোমাদের অধঃপতিত হওয়া উচিৎ নয়। তুমি কি ভুলে গেছো যে, সব জিনিস ও সমস্ত বিষয়ই আমার দ্বারা পূর্বনির্ধারিত? ভয় পেও না বৎস! আমি আমি নিশ্চিতরূপে তোমাকে রক্ষা করব; আমার সাথে তোমরা চির সৌভাগ্য লাভ করবে, এবং অনন্তকাল ধরে আমার সাথেই থাকবে। কারণ তুমি আমার পরম প্রিয়জন, আমি তোমাকে ত্যাগ করব না। আমি কোনো বোকার মতো কাজ করি না, তা সত্ত্বেও আমি যদি এতটা কষ্ট করে সম্পূর্ণ করা কোন কিছু চূর্ণ-বিচূর্ণ করে থাকি, তাহলে আমি নিজেই নিজের পায়ে কুঠারাঘাত করব না? আমি জানি তুমি মনে-মনে কী ভাবছো। তোমাদের কি এটা মনে আছে? তোমরা আমাকে দিয়ে আর কী বলাতে চাও? আমি মহা বিপর্যয়ের ব্যাপারে আরও কথা বলব। যখন সেই মহা বিপর্যয় আসবে, সেটা হবে সবচেয়ে ভয়ংকর মুহূর্ত, এবং তা মানুষের কদর্যতাকে সর্বোচ্চ মাত্রায় প্রকাশ করবে। সমস্ত রকমের পৈশাচিক চেহারাগুলি আমার মুখালোকে উদ্ঘাটিত হবে, এবং তাদের লুকানোর কোন জায়গা থাকবে না, তারা কোথাও আচ্ছাদন খুঁজে পাবে না; তারা সম্পূর্ণরূপে অনাবৃত হয়ে পড়বে। মহা বিপর্যয়ের প্রভাবে আমার দ্বারা নির্বাচিত নয় অথবা আমার দ্বারা পূর্বনির্ধারিত নয় এমন সবাই, কাঁদতে-কাঁদতে এবং দাঁতে-দাঁতে ঘষে, আমার সামনে নতজানু হবে এবং ক্ষমা ভিক্ষা চাইতে বাধ্য হবে। শয়তানের প্রতি এটাই আমার বিচার, আমার ক্রোধান্বিত বিচার। আমি বর্তমানে এই কাজেই নিয়োজিত আছি, আর সম্ভবত, এমন কিছু মানুষ আছে, যারা যোগ্য হওয়ার ভান করতে চায় এবং প্রতারণার আশ্রয় নেয়; তারা যত বেশি এটা করবে, শয়তান ততই তাদের উপর চেপে বসবে, যতক্ষণ না একটা নির্দিষ্ট মুহূর্তে এসে, তাদের প্রকৃত অবয়ব উদ্ঘাটিত হয়।

আমি আমার কাজে তাড়াহুড়ো করতে চাই না, এবং আমি নিজে প্রতিটা ব্যক্তিকে সুপরিকল্পিত করি (এটা তাদের প্রতি একটা উপহাস, এই উপলব্ধি থেকে যে, তারা অতিকায় লাল ড্রাগনের উত্তরসূরি, এবং আমি তাদের প্রতি কোনরকম মনোযোগ দিই না, তাই “সুপরিকল্পিত করা” বললে অত্যুক্তি করা হয় না), এবং প্রতিটা কাজ নিজে করি। আমার সাথে সবকিছু সফল হয়, আর সেই সাফল্য সুরক্ষিত ও নিরাপদ; আমি যা কিছুই করি না কেন তা আগে থেকেই, ধাপে-ধাপে, ব্যবস্থিত থাকে। আমি এক বারে একটু-একটু করে আমার ইচ্ছা ও আমার দায়িত্বের কথা তোমাদের বলি। এই সময় থেকে, আমার কথাগুলি সকল দেশে ও লোকেদের কাছে প্রতীত হতে শুরু করবে। আমার প্রথমজাত পুত্রদের যেহেতু ইতিমধ্যেই সম্পূর্ণ করে তোলা হয়েছে (আমার কথাগুলি আমার পুত্রদের ও আমার লোকেদের প্রতিউদ্দিষ্ট), আমি যেভাবে কাজ করি তা আবার বদলাতে শুরু করেছে। তুমি কি এটা স্পষ্টরূপে দেখো? বিগত এই কয়েক দিনের মধ্যে তোমরা কি আমার কথার স্বরভঙ্গি অনুভব করেছো? আমি আমার প্রথমজাত পুত্রদের প্রতি পদক্ষেপে সান্ত্বনা দিই, কিন্তু এখন থেকে (যেহেতু আমার প্রথমজাত পুত্রদের ইতিমধ্যেই সম্পূর্ণ করে তোলা হয়েছে), আমি আমার হাতে একটি ছুরি রাখছি (“ছুরি” মানে “চরম কঠোর ভাষা”)। আমি যাদেরকেই এক মুহূর্তের জন্য প্রতিকূল বলে বিবেচনা করব (এখানে তাদের কথা বলা হচ্ছে যারা পূর্বনির্ধারিত বা নির্বাচিত নয়, আর তাই এখানে কোন স্ববিরোধ নেই), তারা আমার সেবা প্রদান করছে কিনা, বা তারা অন্য কিছু কিনা, তার পরোয়া না করেই আমি তৎক্ষণাৎ তাদের বর্জন করব। আমি সর্বশক্তিমান ঈশ্বর, এবং আমি সব মানুষকেই আমাকে সেবা প্রদান করতে বাধ্য করতে পারি। আমি সেই সব লোকেদের থেকে বিচ্ছিন্ন হতে একেবারেই অনিচ্ছুক নই; আমি যদি বলি আমি তাদের চাই না, তাহলে আমি তাদের চাই না। এখন যেহেতু এই সময়টা এসেছে, আমি শুধু তাকেই দেখতে চাই যে আমাকে অসন্তুষ্ট করবে এবং আমি সাথে সাথে তাকে ছুড়ে ফেলে দেব, কোন অনুসন্ধান ছাড়াই, কারণ আমি ঈশ্বর, যিনি তাঁর বাক্যের মতোই খাঁটি। আমি যাদেরকে আমার সেবায় নিয়োজিত থাকার জন্য পূর্বনির্ধারিত করেছি—তুমি কত ভাল তা নির্বিশেষে, তুমি এমন কিছু করেছো কিনা যা আমাকে অবজ্ঞা করে তা নির্বিশেষে, তুমি যদি আমাকে অসন্তুষ্ট করো, তাহলে আমি তোমাকে বিতাড়িত করব। আমি কোন ভবিষ্যৎ সংকটের ভয় পাই না। আমার কাছে আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহ রয়েছে, আমি আমার বাক্যের মতো খাঁটি, এবং আমার কথা কার্যে পরিণত হবেই। আমি কি শয়তানকে বজায় থাকতে দেব? শোনো মনুষ্যগণ! তোমাদের ভীত হওয়ার প্রয়োজন নেই; আমি তোমাকে যখন চলে যেতে বলব, তুমি তখনই চলে যাবে। আমাকে কোন অজুহাত দেবে না; তোমাকে বলার মতো কোনো কথা আমার নেই! কারণ আমি ততটা ধৈর্যের প্রদর্শন করেছি, এবং আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহ বলবৎ করার সময় এসে গেছে, আর তোমাদেরও অন্তিম সময় আসন্ন। হাজার-হাজার বছর ধরে, তোমাদের নীতিভ্রষ্ট করা হয়েছে এবং তোমরা সব সময়েই উদ্ধত ও স্বেচ্ছাচারী ভাবে কাজ করেছো, কিন্তু আমি সর্বদাই সহনশীল থেকেছি (আমি যেহেতু উদার এবং একটা নির্দিষ্ট পরিমাণে তোমার দুর্নীতিগুলিকে অনুমোদন করেছি)। কিন্তু এখন, আমার প্রশ্রয়ের মেয়াদ ফুরিয়ে গেছে, এবং তোমাদের অধিগ্রহণ করে আগুন ও গন্ধকের হ্রদে ফেলার সময় এসেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। আমি আনুষ্ঠানিকভাবে আমার বিচার বলবৎ করতে শুরু করছি, এবং আমি আমার ক্রোধ প্রকাশ করতে শুরু করছি।

বিশ্বের সব দেশে এবং সব স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী এবং সমস্ত ধরনের বিপর্যয়গুলি প্রতিনিয়ত ঘটে। আমি যেহেতু সমস্ত দেশে ও স্থানে আমার মহান কাজগুলি করি, তাই এই বিপর্যয়গুলি অনেক বেশি তীব্রতার সঙ্গে উদ্ভুত হবে, যেমনটা পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি আর কখনোই হয়নি। সমস্ত লোকেদের জন্য আমার বিচারের এটাই শুরু, কিন্তু আমার পুত্রগণ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে; কোনো বিপর্যয় তোমাদের উপর নেমে আসবে না, এবং আমি তোমাদের রক্ষা করব। (এর অর্থ হল, তোমরা পরবর্তীতে তোমাদের দেহে বাস করবে, কিন্তু রক্ত-মাংসে নয়, আর তাই কোনো বিপর্যয়ের যন্ত্রণা তোমাদের ভোগ করতে হবে না।) আমার সাথে সম্মিলিতভাবে তোমরা রাজাদের মতো করে রাজত্ব করবে এবং সমস্ত দেশ ও লোকের বিচার করবে, মহাবিশ্বে তথা পৃথিবীর শেষ লগ্ন অবধি আমার সাথে চির সৌভাগ্য লাভ করবে। এই সব কথাগুলি কাজে পরিণত হবে, আর তা শীঘ্রই তোমাদের চোখের সামনেই সম্পন্ন হবে। আমি এক ঘণ্টাও বিলম্ব করব না, এক দিনও না; আমি অবিশ্বাস্য রকমের দ্রুততার সাথে সব কিছু করি। তোমরা চিন্তিত বা উদ্বিগ্ন হয়ো না; আমি তোমাদের যে আশীর্বাদ দিই তা তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না—এই হল আমার পরিচালনামূলক আজ্ঞাসমূহ। সব লোকই আমার কাজের জন্য আমার অনুগত হবে; তারা অবিরাম উল্লাস করবে, আর তারপরও তারা নিরন্তর আরও আনন্দের জন্য সবেগে অগ্রসর হবে।

পূর্ববর্তী: অধ্যায় ৯১

পরবর্তী: অধ্যায় ৯৩

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন