অধ্যায় ৮৬

লোকে বলে আমি একজন করুণাময় ঈশ্বর; তারা বলে যে আমি যা সৃষ্টি করেছি সেই সমস্তকিছুর জন্যেই আমি পরিত্রাণ এনে দেবো। এই সবকিছুই বলা হয় মানুষের পূর্বধারণার উপর নির্ভর করে। আমি যে এক করুণাময় ঈশ্বর, তা বলা হয় আমার প্রথমজাত পুত্রদের কাছে বলা হয়, এবং আমি যে সবার জন্য পরিত্রাণ এনে দেবো, তা বলা হয় আমার পুত্রগণ ও আমার লোকেদের কাছে বলা হয়। যেহেতু আমি এক প্রাজ্ঞ ঈশ্বর, তাই আমার মন এই বিষয়ে স্পষ্ট যে কোন মানুষদের আমি ভালোবাসি আর কাদের আমি ঘৃণা করি। আমি যাদের ভালোবাসি, তাদের সর্বদা একেবারে শেষ পর্যন্ত ভালোবাসবো, এবং সেই ভালোবাসার কখনোই পরিবর্তন হবে না। যাদের ঘৃণা করি, তাদের জন্য আমি এক বিন্দুও আবেগচালিত নই, তারা যতই ভালো ব্যবহার করুক না কেন। এর কারণ হলো, তারা আমার থেকে জন্মগ্রহণ করেনি, এবং তারা আমার ক্ষমতা বা আমার জীবনের অধিকারী নয়। অন্য কথায়, তারা আমার দ্বারা পূর্বনির্ধারিত ও নির্বাচিত হয়নি—কারণ আমি অভ্রান্ত। অর্থাৎ, আমার সকল কর্মকেই পবিত্র ও সম্মাননীয় বলা হয়, এবং আমার কখনো কোনো অনুশোচনা নেই। মানুষের দৃষ্টিতে, আমি চরমতম হৃদয়হীন—কিন্তু তুমি কি চিনতে পারো না যে আমিই স্বয়ং ন্যায়পরায়ণ ও মহিমান্বিত ঈশ্বর? আমার সমস্তটাই সঠিক; আমি যাদের ঘৃণা করি তারা সকলে নিশ্চিতভাবেই আমার অভিশাপ লাভ করবে, এবং যাদের আমি ভালোবাসি তারা সকলে নিশ্চিতভাবে লাভ করবে আমার আশীর্বাদ। এ আমার পবিত্র ও অলঙ্ঘনীয় স্বভাব, এবং কেউই এর পরিবর্তন করবে না। এটাই চূড়ান্ত!

আজ, যারা সত্যিই আমার অভিপ্রায়গুলোর সাথে সঙ্গতিপূর্ণ, তারা আমার দ্বারা সম্পূর্ণ হয়ে উঠবে, কারণ আমার কার্য উভয়ত দ্বিধাহীনসু ও পুঙ্খানুপুঙ্খ, এবং আমি কোনো অংশ অসম্পূর্ণ রেখে দিই না। আমি যাদের অভিশাপ দিই তারা অগ্নিদগ্ধ হবে। তাহলে এরকম কেন যে মানুষের মধ্যে অধিকাংশই আমার দ্বারা অভিশপ্ত, তবুও পবিত্র আত্মা এখনও তাদের উপরে তাঁর কাজ সম্পাদন করছেন (আবর্জনাপূর্ণ এক মন্দিরে আমার বসবাস না করার বিষয়ে একথা বলা হয়েছে)? সমস্ত বিষয় ও সমস্ত বস্তুই খ্রীষ্টের জন্য সেবা প্রদান করে, এই কথার অন্তর্নিহিত প্রকৃত অর্থ কি তোমরা অনুধাবন করো? আমি যখন তাদের সেবার ব্যবহার করি তখন পবিত্র আত্মা তাদের মাধ্যমে তাঁর কার্য করেন, কিন্তু সাধারণভাবে, তারা যখন আমার সেবায় রত নয়, তখন মৌলিকভাবে তারা আত্মিকভাবে আলোকপ্রাপ্ত নয়। এমনকি যদি তারা অন্বেষণ করেও, তবে তারা তা করে ভাবাবেগপূর্ণ উদ্দীপনা থেকে, এবং তা হল শয়তানের এক চাতুরী—কারণ সাধারণ সময়ে, তারা আমার কার্যের প্রতি একেবারেই কোনো মনোযোগ দেয় না, এবং আমার ভারগুলোর বিষয়ে সম্পূর্ণরূপে অবিবেচক। এখন যেহেতু আমার প্রথমজাত পুত্রেরা বড় হয়ে উঠেছে, আমি তাদের পদাঘাতে দূর করে দিচ্ছি; এই কারণে, আমার আত্মা সকল স্থানে প্রত্যাহৃত হয়েছে, এবং আমার প্রথমজাত পুত্রদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তোমরা কি উপলব্ধি করো? সমস্তকিছুই নির্ভর করে আমার কর্মের উপর, আমার পূর্বনির্ধারণের উপর, এবং সেই সমস্ত বাক্যের উপর যা আমার মুখ থেকে নিঃসৃত হয়। যে সকল স্থান আমার আশীর্বাদ লাভ করেছে, সেগুলো আবশ্যিকভাবেই সেইসব স্থান যেখানে আমি কাজ করি এবং যেখানে আমার কাজ নির্বাহ করা হয়। চীন হলো সেই দেশ যেখানে শয়তান সবচেয়ে বেশি পূজিত হয়, তাই সেই স্থান আমার দ্বারা অভিশপ্ত হয়েছে। উপরন্তু, এই সেই দেশ যে আমাকে নির্যাতন করার জন্য সবচেয়ে বেশি কাজকর্ম করেছে। যে মানুষেরা অতিকায় লাল ড্রাগনের প্রভাবের অধীনে রয়েছে তাদের উপর আমি একেবারেই আমার কাজ করবো না। তোমরা কি আমার বাক্যের প্রকৃত অর্থ উপলব্ধি করো? সবকিছুর পরেও, আমার পুত্র ও আমার লোক অল্পসংখ্যক। একেবারে সমস্তকিছুই আমার হাতের মধ্যে রয়েছে; আমি যাদের নির্বাচিত করেছি ও পূর্বনির্ধারিত করেছি তাদের প্রতিই শক্তিকে কেন্দ্রীভূত করা এবং অধিকতর প্রচেষ্টা ব্যয় করা উচিত। অন্য কথায়, যারা আমার প্রথমজাত পুত্র, তাদের উচিত বিলম্ব না করে অনুশীলন করা, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা আমার দায়ভারের ভাগ নিতে পারে, এবং আমার কার্যে তাদের সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করতে পারে।

তোমাদের মধ্যে যারা আমার জন্য সেবাপ্রদান করে থাকো, তারা শোনো! আমার জন্য সেবাপ্রদান করার সময় তোমরা আমার অনুগ্রহের কিছুটা পেতে পারো। অর্থাৎ, তোমরা আমার পরবর্তী কাজ এবং ভবিষ্যতে যা ঘটবে সে সম্পর্কে সাময়িকভাবে জানবে—কিন্তু তোমরা সেগুলো একেবারেই উপভোগ করবে না। এটাই আমার অনুগ্রহ। যখনই তোমার সেবা পূর্ণ হবে, তৎক্ষণাৎ চলে যাও, বিলম্ব কোরো না। তোমাদের মধ্যে যারা আমার প্রথমজাত পুত্র, তাদের উদ্ধত হওয়া উচিত নয়, কিন্তু তোমাদের গর্বিত হওয়ার অনুমতি রয়েছে, কারণ আমি তোমাদের উপর অন্তহীন আশীর্বাদ বর্ষণ করেছি। তোমাদের মধ্যে যারা ধ্বংসের লক্ষ্যবস্তু, তোমাদের নিজেদের উপর সমস্যা নিয়ে আসা উচিত নয় বা তোমাদের নিয়তির বিষয়ে দুঃখ অনুভব করা উচিত নয়। তুমি কি শয়তানের একজন বংশধর নও? আমার জন্য তোমার সেবাপ্রদান করা সম্পন্ন হলে তুমি অতল গহ্বরে ফিরে যেতে পারো, কারণ তখন তুমি আর আমার কোনো কাজের থাকবে না। তখন আমি আমার শাস্তির দ্বারা তোমাদের সাথে মোকাবিলা করবো। একবার কাজ করতে আরম্ভ করলে আমি শেষ পর্যন্ত তা চালিয়ে যাবো; আমার কর্ম সম্পন্ন হবে, এবং আমার সম্পাদিত কার্য চিরস্থায়ী হবে। আমার প্রথমজাত পুত্র, আমার পুত্র, এবং আমার লোকেদের সকলের জন্য এর সমস্তটা প্রযোজ্য, এবং তোমাদের জন্যও: তোমাদের প্রতি আমার শাস্তি হবে চিরকালীন। যেসব মন্দজন আমায় প্রতিরোধ করে তারা যে নিশ্চিতভাবেই আমার দ্বারা শাস্তিপ্রাপ্ত হবে, এ কথা আমি আগেও অনেকবার তোমাদের বলেছি। আমাকে প্রতিরোধ করার পরেও যদি তুমি পবিত্র আত্মার দ্বারা তিরস্কৃত না হয়ে থাকো, তাহলে ইতিমধ্যেই তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে, এবং এরপর তুমি আমার হাতের আঘাতে ভূপতিত হবে। আমার সম্পর্কে কু-চিন্তা করার সময় যদি তুমি পবিত্র আত্মার দ্বারা অনুশাসিত হয়ে থাকো, তাহলে তুমি আমার আশীর্বাদ লাভ করেছো; যদিও, তোমাকে সবসময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কখনোই অবহেলাপূর্ণ ও অমনোযোগী থাকা চলবে না।

পূর্ববর্তী: অধ্যায় ৮৫

পরবর্তী: অধ্যায় ৮৭

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন