অধ্যায় ৮৭

তোমাকে নিজের গতি ত্বরান্বিত করতে হবে এবং যা সম্পন্ন হোক বলে আমি চাই তা করতে হবে—এটাই গভীর আকুলতার সাথে তোমাদের জন্য আমার অভিপ্রায়। এমনটা কি হতে পারে যে এমনকি এখনও তোমরা আমার বাক্যসমূহের অর্থ উপলব্ধি করে উঠতে পারোনি? এমন কি হতে পারে যে তোমরা এখনও আমার অভিপ্রায় জানো না? আমি ক্রমবর্ধমান স্পষ্টতার সাথে কথা বলেছি, এবং আরও অধিক পরিমাণে বলেছি, কিন্তু তবুও কি তোমরা আমার বাক্যের অর্থের তল পাওয়ার জন্য কোনো চেষ্টাই করোনি? শয়তান, কল্পনাও কোরো না যে তুমি আমার পরিকল্পনা ধ্বংস করতে পারবে! যারা শয়তানের জন্য সেবাপ্রদান করে—অর্থাৎ শয়তানের সন্তানসন্ততি (এটা তাদের নির্দেশ করছে যারা শয়তানের দ্বারা অধিকৃত, এর ফলে যারা নিশ্চিতভাবেই শয়তানের জীবন যাপন করে, এবং সেহেতু তাদের শয়তানের সন্তানসন্ততি বলা হয়)—তারা আমার পদতলে করুণা ভিক্ষা করে, ক্রন্দন করে, আর দাঁতে দাঁত ঘষে। তবে, আমি এরকম নির্বোধের মতো কাজ করবো না! আমি কি শয়তানকে ক্ষমা করতে পারি? আমি কি শয়তানের জন্য পরিত্রাণ এনে দিতে পারি? তা অসম্ভব হবে! আমি যা বলি তা করি, এবং আমি কখনোই তা নিয়ে অনুতাপ করবো না!

আমি যা উচ্চারণ করি তা-ই সত্তায় পরিণত হয়। তাই নয় কি? তবুও, আমার প্রতি তোমাদের অনাস্থা অব্যাহত, তোমরা আমার বাক্যসমূহকে সন্দেহ করো, আর মনে করো যে আমি তোমাদের সাথে রসিকতা করছি। এটা একেবারেই হাস্যকর। আমি স্বয়ং ঈশ্বর! বুঝতে পারছো তোমরা? আমি স্বয়ং ঈশ্বর! আমি যদি কোনো প্রজ্ঞা বা ক্ষমতার অধিকারী না হতাম, তাহলে কি আমি ইচ্ছামতন করতে বা বলতে পারতাম? অথচ এখনও আমার প্রতি তোমাদের আস্থা নেই। এই বিষয়গুলোয় আমি বারবার জোর দিয়েছি, এবং তোমাদের কাছে বারংবার এগুলো বলেছি। তবু কেন তোমাদের মধ্যে অধিকাংশই এখনও বিশ্বাস করো না? কেন এখনও তোমরা সন্দেহ পোষণ করো? কেন নিজের পূর্বধারণা তুমি আপ্রাণ প্রচেষ্টায় আঁকড়ে থাকো? সেগুলো কি তোমাকে উদ্ধার করতে পারে? আমি যা বলি তা-ই করি। আমি তোমাদের অনেকবার বলেছি: আমার বাক্যসমূহকে সত্য হিসাবে বিবেচনা করো, সন্দেহ কোরো না। তোমরা কি সেকথা গুরুত্ব সহকারে গ্রহণ করেছো? নিজে থেকে তুমি কিছুই করতে পারো না, তবুও আমি যা করি তাতে বিশ্বাস করতে তুমি অপারগ। এমন একজন মানুষের ব্যাপারে কী-ই বা বলা যেতে পারে? স্পষ্টভাবে বললে, বিষয়টা এমন যেন আমি তোমাদের কখনো সৃষ্টিই করিনি। অন্য কথায়, আমার সেবা-প্রদানকারী হওয়ার জন্য সমস্ত দিক থেকেই তুমি অযোগ্য। প্রত্যেককে আমার বাক্যসমূহে অবশ্যই বিশ্বাস করতে হবে! সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে; আমি কাউকেই অব্যাহতি পেতে দেবো না। অবশ্যই, যারা বিশ্বাস করে তারা ব্যতিক্রম। আমার বাক্যে যারা আস্থা রাখে তারা নিশ্চিতভাবেই আমার আশীর্বাদ লাভ করবে, যে আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে এবং তুমি যা বিশ্বাস করো সেই অনুযায়ী তা তোমার মধ্যে নিষ্পন্ন হবে। আমার প্রথমজাত পুত্রেরা! আমি এখন তোমাদের সকলের উদ্দেশ্যে আমার আশীর্বাদ প্রদান আরম্ভ করছি। একটু একটু করে, তোমরা পরিহার করতে শুরু করবে দেহের সেই সব ঘৃণিত বন্ধনগুলো: বিবাহ, পরিবার, খাদ্যগ্রহণ, বস্ত্রপরিধান, নিদ্রা, এবং সকল প্রাকৃতিক দুর্যোগ (বাতাস, সূর্য, বৃষ্টি, প্রবল ঝঞ্ঝা, তুষারপাতজনিত দুর্গতি, এবং অন্য সেই সমস্ত জিনিস যা তোমরা ঘৃণা করো)। স্থান, সময়, বা ভূগোলের সীমাবদ্ধতার দ্বারা প্রভাবিত না হয়ে তোমরা মহাসমুদ্রের এপার-ওপারে, ভূমির উপরে, এবং বায়ুর মধ্যে দিয়ে ভ্রমণ করবে, আমার স্নেহশীল আলিঙ্গনে এবং আমার ভালোবাসাপূর্ণ যত্নের অধীনে সমস্তকিছুর দায়িত্বে থেকে আন্তরিকভাবে আনন্দ উপভোগ করবে।

যে প্রথমজাত পুত্রদের আমি সম্পূর্ণ করে তুলেছি তাদের জন্য কে গর্বিত নয়? কে-ই বা তাদের স্বার্থে আমার নামের প্রশংসা করবে না? কেন আমি এখন তোমাদের কাছে এতো রহস্য প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করছি? কেন এখন, অতীতে কেন নয়? এটা নিজেও একটা রহস্য; তুমি কি তা জানো? আমি অতীতে কেন উল্লেখ করিনি যে চীন এমন এক দেশ যাকে আমি অভিশাপ দিয়েছি? এবং যারা আমার জন্য সেবাপ্রদান করে তাদের পরিচিতি কেন আমি জানাইনি? আজ, আমি তোমাদের এটাও বলবো: আজ, আমার মতে, সমস্তকিছুই সম্পন্ন হয়েছে, এবং একথা আমি বলছি আমার প্রথমজাত পুত্রদের বিষয়ে। (কারণ আজকে, আমার প্রথমজাত পুত্ররা আমার পাশে থেকে রাজত্ব করতে এসেছে—এবং শুধু যে আকার ধারণ করেছে তাই নয়, বরং সত্যিই আমার সাথে একত্রে রাজত্ব করছে। বর্তমানে, যাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করেন তারা নিশ্চিতভাবেই আমার পাশাপাশি রাজত্ব করছে—এবং একথা ঠিক এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে; গতকালও নয়, আগামীকালও নয়।) আমার স্বাভাবিক মানবতার সমস্ত রহস্যকে আজ আমি আলোয় নিয়ে আসছি, কারণ যে মানুষদের আমি প্রকাশিত করতে চেয়েছি তারা প্রকাশিত হয়েছে, এবং এটাই আমার প্রজ্ঞা। আমার কাজ এই ধাপ পর্যন্ত অগ্রসর হয়েছে: অর্থাৎ, সময়ের এই পর্যায়ে এসে আমাকে অবশ্যই প্রশাসনিক ফরমানসমূহের সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে যা আমি নির্দিষ্টভাবে এই সময়ের জন্যেই ধার্য করেছিলাম। সুতরাং, আমি প্রথমজাত পুত্রদের, পুত্রদের, লোকজনকে, এবং সেবা-প্রদানকারীদের যথাযথ শীলমোহর প্রদান করছি, কারণ আমার কর্তৃত্ব আছে ও আমি রায় দান করবো, এবং আমি লৌহদণ্ডের দ্বারা শাসন করবো। অনুগতভাবে আমার জন্য সেবাপ্রদান না করার দুঃসাহস কার আছে? আমার কাছে অভিযোগ করার দুঃসাহস কার রয়েছে? একথা বলার দুঃসাহস কে করবে যে আমি ন্যায়পরায়ণতার ঈশ্বর নই? তোমাদের দানবিক প্রকৃতি অনেক আগেই আমার সামনে অনাবৃত হয়েছে, আমি জানি: যাদের কাছে আমি ভালো, তাদের যেকারোর প্রতি তোমরা ঈর্ষা ও ঘৃণা অনুভব করো। এটা একেবারেই শয়তানের স্বভাব! আমি আমার পুত্রদের জন্য মঙ্গলময়; তোমার কি এই দাবি করার দুঃসাহস হবে যে আমি ন্যায়পরায়ণতাহীন? আমি তোমাকে পদাঘাত করে সম্পূর্ণভাবে বহিষ্কার করতে পারতাম, কিন্তু তুমি ভাগ্যবান যে তুমি আমার জন্য সেবাপ্রদান করছো, এবং এখন সঠিক সময় নয়; নাহলে, আমি পদাঘাতে তোমায় বহিষ্কার করতাম!

শয়তানের স্বজাতি! বর্বর হয়ে থাকা বন্ধ করো! আর কথা বোলো না! আর কোনো কাজ কোরো না! আমার নির্বাচিত পুত্রদের এবং লোকজনের মধ্যে আমার কাজ ইতিমধ্যেই নির্বাহ হওয়া আরম্ভ হয়ে গেছে, এবং তা ছড়িয়ে পড়ছে চীনের বাইরের সকল দেশ, সকল সম্প্রদায়, সকল ধর্ম, এবং জীবনের সকল ক্ষেত্রের মধ্যে। এমনটা কেন যে যারা আমার জন্য সেবা প্রদান করে, তারা সবসময় আধ্যাত্মিকভাবে রুদ্ধ? কেন তারা কখনোই আধ্যাত্মিক বিষয় উপলব্ধি করে না? এমনটাই বা কেন যে আমার আত্মা কখনোই এই মানুষদের মধ্যে কাজ করে না? সাধারণভাবে বললে, আমি যাদের পূর্বনির্ধারিত করিনি বা নির্বাচন করিনি, তাদের জন্য আমি মোটেই খুব বেশি প্রচেষ্টা ব্যয় করতে পারি না। আমার পূর্বের সমস্ত কষ্টভোগ, এবং সমস্ত শ্রমসাধ্য যত্ন ও প্রচেষ্টাই ছিল আমার প্রথমজাত পুত্রদের এবং পুত্র ও লোকজনের একটা সামান্য অংশের স্বার্থে; উপরন্তু, আমি এই কষ্ট এবং শ্রমসাধ্য যত্ন ও প্রচেষ্টা করেছি যাতে আমার ভবিষ্যৎ কার্য নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় এবং যাতে আমার ইচ্ছা বাধাহীন হয়। যেহেতু আমি প্রাজ্ঞ ঈশ্বর স্বয়ং, তাই আমি প্রতিটা ধাপের জন্য যথাযথ আয়োজন করে রেখেছি। যে কোনো ব্যক্তিকে ধরে রাখার কোনো চেষ্টা আমি করি না (এটা তাদের দিকে নির্দেশিত যাদের নির্বাচিত বা পূর্বনির্ধারিত করা হয়নি), আবার কোনো ব্যক্তিকে আকস্মিক আঘাতে ভূপতিতও করি না (এটা নির্বাচিত ও পূর্বনির্ধারিতদের উদ্দেশ্যে নির্দেশিত): এটাই আমার প্রশাসনিক ফরমান, যা কেউই পরিবর্তিত করতে পারে না। আমি যাদের ঘৃণা করি তাদের জন্য আমি নির্মম; যাদের ভালোবাসি তাদের জন্য আমি সতর্ক ও সুরক্ষাপ্রদানকারী। অর্থাৎ, আমি যা বলি তা-ই করি (আমি যাদের নির্বাচন করি তারা নির্বাচিত, যাদের পূর্বনির্ধারণ করি তারা পূর্বনির্ধারিত; এগুলো হল আমার সেইসব বিষয় যা সৃষ্টির আগে থেকে আমি আয়োজন করেছি)।

আমার হৃদয় কে পরিবর্তন করতে পারে? নিজের ইচ্ছামতো যে পরিকল্পনা আমি করি সেই অনুযায়ী আমার কাজ করা ছাড়া, অন্য কে দুঃসাহস করবে হঠকারী কাজ করতে এবং আমার আদেশ মান্য না করতে? এগুলো সবই আমার প্রশাসনিক ফরমান; আমার কাছ থেকে সেগুলোর মধ্যে থেকে কোনো একটাকেও সরিয়ে নেওয়ার দুঃসাহস কে করবে? সব আমার আদেশ অনুযায়ী হতেই হবে। কেউ কেউ বলে, কোনো একজন ব্যক্তি প্রচুর কষ্টভোগ করেছে, এবং সে সৎ আর আমার হৃদয়ের প্রতি বিশুদ্ধরূপে বিবেচনাশীল। তাহলে আমি কেন তাকে নির্বাচন করিনি? এটাও আমারই এক প্রশাসনিক ফরমান। আমি যদি বলি কোনো একজন আমার অভিপ্রায়ের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে সেই ব্যক্তি আমার অভিপ্রায়ের সাথে সঙ্গতিপূর্ণ এবং সে এমন একজন যাকে আমি ভালোবাসি; আমি যদি কাউকে শয়তানের সন্তান বলি, তাহলে সে হল এমন একজন যাকে আমি ঘৃণা করি। কারো সাথে চাটুকারিতা কোরো না! তুমি কি সত্যিই সেই ব্যক্তিকে স্পষ্টভাবে দেখতে পাও? এগুলো সবই আমার দ্বারা নির্ধারিত। একজন পুত্র সর্বদা পুত্রই থাকবে, এবং শয়তান সবসময় শয়তানই থাকবে; অন্য কথায়, মানুষের প্রকৃতি পরিবর্তিত হয় না। যতক্ষণ না আমি তাদের পরিবর্তিত করছি, সকলেই নিজের নিজের ধরণকে অনুসরণ করবে, এবং তারা অপরিবর্তনীয়!

আমার কাজের অগ্রগতির সাথে সাথে আমি তোমাদের কাছে আমার রহস্য উন্মোচন করতে থাকি। তোমরা কি আসলে জানো যে আমার কাজের অগ্রগতি কোন ধাপ পর্যন্ত হয়েছে? আমি যা করি তা করার জন্য এবং আমি যা বলি তা বলার জন্য তোমরা কি বাস্তবিকই আমার আত্মার পথনির্দেশ অনুসরণ করবে? আমি একথা কেন উল্লেখ করলাম যে চীন হল সেই দেশ যাকে আমি অভিশাপ দিয়েছি? প্রথমত, আজকের চৈনিক জনগণকে আমি আমার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছি। তাদের কোনো আত্মা ছিল না, এবং প্রথমদিকে, তারা শয়তানের দ্বারা কলুষিত হয়েছিল এবং তাদের উদ্ধার করা যেত না। এই কারণে, আমি এই মানুদের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠেছিলাম এবং তাদের অভিশাপ দিয়েছিলাম। এই মানুষদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, এবং তাদের উল্লেখমাত্র করা হলেও আমি ক্রুদ্ধ হই, কারণ তারা অতিকায় লাল ড্রাগনের সন্তান। এ থেকে কারো মনে পড়বে সেই যুগের কথা যখন বিশ্বের দেশগুলো চীনকে অন্তর্ভুক্ত করেছিল। আজকের দিন পর্যন্ত চীন একই রকম থেকে গেছে, এবং তা সবই শুধু আমার অভিশাপ—অতিকায় লাল ড্রাগনের বিরুদ্ধে আমার সবচেয়ে শক্তিশালী রায়দান। পরিশেষে, আমি আর এক ধরণের মানুষ তৈরী করেছি, যাদের মধ্যে আমি পূর্বনির্ধারিত করেছি আমার প্রথমজাত পুত্রদের, আমার পুত্রদের, আমার লোকেদের, এবং যারা আমার জন্য সেবা প্রদান করে তাদের। অর্থাৎ, আজ আমি যা করি তা সবই বহু আগে আমার দ্বারা আয়োজিত হয়েছিল। চীনে যারা ক্ষমতাসীন তারা কেন বারংবার তোমাদের নির্যাতন ও নিপীড়ন করে? কারণ অতিকায় লাল ড্রাগন আমার অভিশাপে অখুশি, এবং আমাকে প্রতিরোধ করে। তবে, ঠিক এই ধরণের নির্যাতন ও হুমকির মধ্যে দিয়েই আমি সম্পূর্ণ করে তুলি আমার প্রথমজাত পুত্রদের, যাতে তা অতিকায় লাল ড্রাগন ও তার সন্তানদের এক জোরালো প্রতিআক্রমণ করতে পারে। তাদের মীমাংসা আমি পরে করে নেবো। এখন, আমার বাক্যগুলো শোনার পরে, আমি যে আমার সঙ্গে রাজত্ব করতে তোমাদের অনুমতি দিয়েছি সেটার গুরুত্ব তোমরা কি সত্যিই বুঝতে পারছো? যে সময় আমি বলবো যে অতিকায় লাল ড্রাগন সম্পূর্ণভাবে মৃত্যুতে নিক্ষিপ্ত হয়েছে, সেটাই একইসাথে সেই সময় যখন আমার প্রথমজাত পুত্রেরা আমার সাথে রাজত্ব করবে। অতিকায় লাল ড্রাগনের দ্বারা প্রথমজাত পুত্রদের উপর নির্যাতন আমার প্রভূত উপকার করে, এবং একবার যখন আমার পুত্ররা বড় হয়ে যাবে ও আমার গৃহের কাজকর্ম পরিচালনা করতে পারবে, ওই দুষ্ট সেবকদের (সেবা-প্রদানকারীদের) পদাঘাতে একপাশে সরিয়ে দেওয়া হবে। যেহেতু আমার প্রথমজাত পুত্ররা আমার সাথে রাজত্ব করবে এবং আমার অভিপ্রায় পূর্ণ করে ফেলবে, তাই আমি এক এক করে সেবা-প্রদানকারীদের জ্বলন্ত গন্ধকের হ্রদে ঠেলে দেবো: তাদের যেতেই হবে, যে কোনো মূল্যে! আমি সম্পূর্ণভাবে অবগত যে শয়তানের স্বজাতিরাও আমার আশীর্বাদ উপভোগ করতে চায়, এবং শয়তানের আধিপত্যের অধীনে ফিরে যেতে চায় না; তবে, আমার কাছে আমার প্রশাসনিক ফরমান রয়েছে, যা প্রত্যেককে অবশ্যই মেনে চলতে হবে, এবং যা বাস্তবায়িত করতেই হবে—কাউকেই অব্যাহতি দেওয়া হবে না। পরে, আমি একটার পর একটা আমার প্রশাসনিক ফরমানগুলো তোমাদের বলবো, যাতে সেগুলো লঙ্ঘন করা থেকে তোমাদের দূরে রাখা যায়।

পূর্ববর্তী: অধ্যায় ৮৬

পরবর্তী: অধ্যায় ৮৮

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন