অধ্যায় ৮২
আমার বাক্যগুলি শুনে সকলেই ভীতসন্ত্রস্ত;প্রত্যেক ব্যক্তি ভয়ে কম্পমান। তোমরা কীসের জন্য ভীত? আমি তোমাদের হত্যা করতে যাচ্ছি না! তোমরাই অপরাধবোধে ভুগছ; তোমরা আমরা পেছনে যা করো তা অতি তুচ্ছ ও মূল্যহীন। এটা তোমাদের প্রতি আমার মনে এত ঘৃণা জাগিয়েছে যে যাদের আমি পূর্বনির্ধারণ ও নির্বাচন করিনি তাদের প্রত্যেককে আমার অতল গহ্বরে নিক্ষেপ করার প্রবল ইচ্ছা হয়, যাতে তারা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে, আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে; আমার নিজস্ব লক্ষ্যসমূহ রয়েছে। এই সময়ের জন্য তোমার তুচ্ছ জীবনকে আমি অব্যাহতি দেব, এবং যতক্ষণ না পর্যন্ত আমার প্রতি তোমার সেবা শেষ হয় ততক্ষণ তোমাকে বহিষ্কার করা থেকে বিরত থাকব। আমি এই ধরনের জীবদের দেখতে চাই না; তারা আমার নামের উপর কলঙ্ক! তুমি কি একথা জানো? তুমি এটা উপলব্ধি করো? অপদার্থ হতভাগ্যের দল! এই কথাটা তোমার মাথায় ঢুকিয়ে নাও! যখন তোমাকে কাজে লাগানো হয়, আমিই তা করি, এবং যখন তোমাকে কাজে লাগানো হয় না, তা-ও আমারই কারণে। সকলকিছুর সমন্বয়সাধন আমার দ্বারাই হয়, এবং আমার করতলে, সকলকিছুই সুশীল এবং সুশৃঙ্খল। যারা এই নিয়মের বাইরে বেরোনোর চেষ্টা করবে আমার হস্ত অবিলম্বে তাদের সংহার করবে। আমি প্রায়শই বলি “সংহার”; তুমি কি মনে করো যে সেটা সত্যিই আমি নিজের হাতে করি? আমার তা করার প্রয়োজন নেই! মানুষ যা কল্পনা করে তা কর্ম ততটা অবিচক্ষণ নয়। যখন এমনবলা হয় যে, আমার বাক্য সবকিছু প্রতিষ্ঠিত ও সম্পাদিত, তখন তার অর্থ কী দাঁড়ায়? আমার অঙ্গুলিহেলন ব্যতীতই সবকিছু সম্পন্ন হয়। তুমি কি আমার বাক্যগুলির প্রকৃত অর্থ উপলব্ধি করো?
যারা আমার জন্য সেবা প্রদান করবে না, তাদের জন্য আমি কখনোই পরিত্রাণবয়ে আনব না, আমার রাজত্বে তাদের কোনো অংশ থাকবে না। কারণ, এই ধরনের মানুষ, আমার ইচ্ছা পালন করার পরিবর্তে কেবল বাহ্যিক বিষয়গুলি নিয়ে নিজেদের ব্যস্ত রাখে। যদিও বর্তমানে আমি তাদের ব্যবহার করছি, প্রকৃতপক্ষে তারাই সেই মানুষ যাদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সেই মানুষ যাদের আমি সবচেয়ে অপছন্দ করি। আজ, যারা আমার ইচ্ছা পালনকরতে পারে, যারা আমার ভারগুলির প্রতি বিবেচনা দেখাতে পারে, এবং যারা সত্যনিষ্ঠ হৃদয় ও আন্তরিকতা নিয়ে আমার জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করতে পারে তাদের আমি ভালোবাসি। আমি নিরন্তরভাবে তাদের আলোকিত করব, এবং আমার আমার কাছ থেকে তাদের সরে যেতে দেব না। আমি প্রায়শই বলি, “আমার জন্য যারা নিজেদের আন্তরিক ভাবে ব্যয় করে, আমি তোমাকে অবশ্যই প্রচুর আশীর্বাদ করব”। “আশীর্বাদ” বলতে কী বোঝায়? তুমি কি জানো? পবিত্র আত্মার বর্তমান কাজের পরিপ্রেক্ষিতে তা বোঝায়সেই দায়ভারগুলিকে, যা আমি তোমাকে অর্পণ করেছি। যারা গির্জার জন্য ভার বহনে সক্ষম, এবং আমার জন্য আন্তরিকভাবে নিজেদের উৎসর্গ করে,তাদের দায়ভার ও তাদের আন্তরিকতা উভয়েই আমার কাছ থেকে আগত আশীর্বাদ। সেইসঙ্গে, তাদের কাছে আমার উদ্ঘাটনগুলিও আমার আশীর্বাদ। এর কারণ হল যাদের বর্তমানে কোনো দায়ভার নেই তারা আমার দ্বারা পূর্ব নির্ধারিত ও নির্বাচিত নয়; আমার অভিশাপ ইতিমধ্যেই তাদের উপর নেমে এসেছে। অন্যভাবে বলতে গেলে, আমি যাদের পূর্বনির্ধারণ ও নির্বাচন করেছি,আমি যা বলেছি তার ইতিবাচক দিকেতাদেরএকটা অংশীদারীরয়েছে, অন্যদিকে যাদের পূর্বনির্ধারণ ও নির্বাচন করিনি,তারাশুধুমাত্র আমার কথনের নেতিবাচক দিকের অংশই নিতে পারে।আমার বাক্য যত বেশি উচ্চারিত হয়, তাদের অর্থ স্পষ্টতর হয়, সেগুলি আমি যত উচ্চারণ করি, সেগুলি স্বচ্ছতর হয়ে ওঠে। যারা কুটিল এবং শঠ তাদের প্রত্যেককে, এবং আমি যাদের পূর্বনির্ধারণ করি নি, তারা এই বিশ্বসৃষ্টির পূর্বলগ্ন থেকেই আমার দ্বারা অভিশপ্ত। একথা কেন বলা হয় যে তোমাদের জন্মের বছর, মাস, এবং এমনকি ঘণ্টা, মিনিট, এবং সেকেন্ড সবই আমার দ্বারা যথাযথভাবে পরিকল্পিত? আমি অনেক আগেই পূর্বনির্ধারণ করে রেখেছি কারা প্রথমজাত পুত্রের মর্যাদা অর্জন করবে। তারা আমার চোখের মধ্যে রয়েছে; তারা অনেক আগেই আমার দ্বারা মূল্যবান বলে বিবেচিত; অনেক আগেই আমার হৃদয়ে তাদের স্থান রয়েছে। যে প্রতিটি বাক্য আমি উচ্চারণ করি তার মূল্য রয়েছে এবং তা আমার ভাবনাগুলিকে বহন করে। মানুষ কী? আমি যাদের ভালোবাসি সেই কয়েকজন, যারা আমার প্রথমজাত পুত্রের মর্যাদা ধারণ করে তারা ব্যতীত কতজন আমার ইচ্ছার প্রতি বিবেচনা দেখায়? আমার পুত্রদের মূল্য কী?আমার লোকেদের মূল্য কী?অতীতে,“আমার পুত্র”কথাটি ছিল আমার প্রথমজাত পুত্রদের খেতাব, কিন্তু আমার পুত্রদের ও আমার লোকদের মধ্যে যারাসম্পূর্ণ নির্লজ্জ তারা ভেবেছিল যে এটা তাদেরই জন্য সাম্মানিক উপাধি। নির্লজ্জের মতো আমার প্রথমজাত পুত্রদের ভূমিকা পালন কোরো না। তুমি কি এই উপাধির যোগ্য? আজ, একমাত্র তাদেরই যাচাই করা হয়েছে যারা আমার সম্মুখে গুরুত্বপূর্ণ পদে আসীন; এই ব্যক্তিরা প্রথমজাত পুত্রের মর্যাদা অর্জন করেছে। আমার সিংহাসনে, আমার রাজমুকুটে, আমার মহিমায়, এবং আমার রাজ্যে তাদের ইতিমধ্যেই অংশ রয়েছে। সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আমার দ্বারা আয়োজিত হয়েছে। যারা আজ আমার প্রথমজাত পুত্রের মর্যাদা অর্জন করেছে তারা সকলেই প্রবল যন্ত্রণা, নিপীড়ন, এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, যারমধ্যে রয়েছে জন্ম থেকে নিজেদের পরিবারে, নিজেদের ব্যক্তিগত সম্ভাবনার ক্ষেত্রে, কাজকর্ম বা বিবাহের ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা হয়েছে, তা-ও। এই প্রথমজাত পুত্ররা কোনো মূল্য না দিয়ে এই মর্যাদা অর্জন করেনি, বরং, তারা ইতিমধ্যে তারা জীবনের সমস্ত দিকের অভিজ্ঞতা অর্জন করেছে: ভালো ও মন্দ, চড়াই ও উৎরাই। বিশ্বের মানুষ যাদের পরম শ্রদ্ধার চোখে দেখত, যারা গৃহের স্বাচ্ছন্দ্যে মধ্যে বাস করত, প্রথমজাত পুত্রদের মধ্যে তাদের কোনো অংশ নেই। তারা প্রথমজাত পুত্র হওয়ার যোগ্য নয়; তারা আমার নামের উপর কলঙ্ক লেপন করেছে, এবং আমি একেবারেই তাদের চাই না। আমার যে পুত্রগণ ও লোকদের আমি নির্বাচন করেছি, তাদেরও বিশ্বে একটা সুনাম রয়েছে, তবে তারা আমার প্রথমজাত পুত্রদের ধারেকাছেও আসে না। বর্তমানে আমি বিশেষ লোকদের ব্যবহার করছি, কিন্তু তাদের মধ্যে অনেকেরই এমনকি আমার লোক হওয়ারও যোগ্যতা নেই। তারা শুধু অনন্ত নরকবাসের লক্ষ্যবস্তু; একটা নির্দিষ্ট সময়ে আমাকে সেবা প্রদানের জন্য তাদের ব্যবহার করা হচ্ছে, তবে তারা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নির্দিষ্ট নয়।কাদের দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে, তা আমি হৃদয়ের গভীরে ইতিমধ্যেই স্থির করে ফেলেছি। অর্থাৎ, যাদের গুরুত্বপূর্ণ পদগুলিতে স্থাপন করেছি তারাই হল সেইব্যক্তি যাদের আমি ভালোবাসি, এবং দীর্ঘদিন আগেই তাদের ব্যবহার আমি শুরু করেছি। অন্যভাবে বলতে গেলে, তাদের কার্যাবলী ইতিমধ্যেই নির্ধারিত। যে লোকদের আমি ঘৃণা করি, বর্তমান পর্যায়ে তারা কেবলমাত্র সাময়িভাবে ব্যবহৃত হচ্ছে। বিদেশিরা যখন আসবে, তখন তোমাদের কাছে প্রথমজাত পুত্রদের স্পষ্টভাবে প্রকাশ করা হবে।
বর্তমানে আমি চাই যে তোমরা দ্রুত বিকশিত হও এবং আমার ভারের প্রতি বিবেচনা দেখাও। এই ভার খুব বড় নয়, তোমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু রয়েছে তোমাদের দিয়ে আমি শুধু তাই করাব। আমি তোমাদের আত্মিক উচ্চতা জানি; আমি জানি কোন দায়িত্বগুলি তোমরা পালন করতে পারবে। আমি এ সবকিছুই জানি, এবং আমি এই বিষয়গুলি উপলব্ধি করি; আমি শুধু এটা চাই যে তোমরা, আমার পুত্ররা স্বেচ্ছায় নিজেদের অস্বীকার করো, এবং আমি যা ভালোবাসি তাকে প্রকৃতই ভালোবাসো, আমি যা ঘৃণা করি তা ঘৃণা করো, আমি যা করি তা-ই করো, এবং আমি যা বলি তা-ই বলো। স্থান, ভূগোল, কাল বাঅন্য কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ো না। আমি এটা চাই যে তোমাদের আত্মা সর্বত্র মুক্ত হোক, এবং তোমাদের প্রত্যেকে আমার প্রথমজাত পুত্রদের পদে যেন অধিষ্ঠিত হতে পারো। কে আজ তার সমগ্র সত্তা আমার কাছে উৎসর্গ করে? কে বিশ্বস্তভাবে আমার জন্য ব্যয় করে? কে আমার আমার জন্য দিবারাত্র জেগে থাকে? কে আমার আমার জন্য আমার গৃহস্থালীর বিষয়গুলি পরিচালনা করে? কে আমার জন্য আমার স্কন্ধের বোঝা লাঘব করে? তারা কি আমার পুত্র নয়? যা কিছু আমি করি তা আমার পুত্রদের নিখুঁত করার জন্য, এবং তা আমার পুত্রদের সেবায় কৃত। তুমি কি উপলব্ধি করো? সবই আমার প্রথমজাত পুত্রদের জন্য, এবং আমি কোনো ভুল করি না। এমন কোনো ভুল ধারণার মধ্যে কষ্ট পেয়ো না আমি আমি মানুষের ভুল বিচার করি, এবং একথা ভেবো না যে আমি তোমাকে খাটো করে দেখি। এমনধরে নিয়ো না যে, আমি তোমার মহৎ প্রতিভার যথাযথ সদ্ব্যবহার করি না, বা তোমাকে পূর্বনির্বাচন না করে আমি কোনো ভুল করেছি। বিষয়টা তা নয়, এটা এই নয় যে তুমি এর যোগ্য নও! তুমি কি তাজানো? এবার তোমাদের জন্য আমি কিছু বিষয় নিশ্চিত ভাবে জানাবো: যে ঘন ঘন আমার ক্রোধ জাগিয়ে তোলে এবং প্রায়শই আমার সমালোচনা ও পরিচালনার লক্ষ্য, সে অবশ্যই ঘৃণার লক্ষ্যবস্তু। এই ধরনের ব্যক্তিদের অবশ্যই মৃত্যু হবে—একথা পাথরে খোদিত রয়েছে। আমি বলেছি আমার প্রথমজাত পুত্রদের সঙ্গে আমি আর মোকাবিলা করব না, কারণ এই ব্যক্তিরা ইতিমধ্যেই আমার কঠোর পরীক্ষাগুলির মধ্যে দিয়ে গেছে এবং আমার অনুমোদন লাভ করেছে। যাকেই আমি কড়া নজরে দেখি সে-ই বিপদের মধ্যে পড়ে। তুমি কি ভীত নও? আমার বাক্যগুলি আমার মুখ থেকে নির্গত হওয়া মাত্র অনেকের মৃত্য হবে। তবে, কয়েকজন এখনও তাদের দেহকে ধরে রাখবে, শুধু তাদের আত্মার মৃত্যু ঘটবে। তাদের সবচেয়ে স্পষ্ট নির্দেশক হল যে তারা পবিত্র আত্মার কর্মের অধিকারী নয় এবং তাদের কাছে এমন কিছু নেই যা তাদের ধরে রাখতে পারে (তারা ইতিমধ্যেই শয়তানের দ্বারা গভীর ভাবে কলুষিত হয়েছে)।যখনই তাদের দেহ নির্বাপিত হয়, সেটা আমার দ্বারা যথাযথ পরিকল্পনার পর ঘটে, এবং তা আমার নির্দিষ্ট করা সময়ে-ই ঘটে। তাদের আধ্যাত্মিক মৃত্যু আমার জন্য কোনো মহৎ সেবা প্রদান করতে পারে না;আমার কর্মগুলির চমৎকারিত্ব প্রদর্শনের জন্য আমি তাদের দেহগুলিকে ব্যবহার করব। এর থেকে মানুষের মধ্যে দৃঢ় প্রত্যয় জন্মাবে; তারা অনন্ত স্তুতি করবে, এবং এমন কেউ থাকবে না যে আমাকে শ্রদ্ধা বা ভয় না করে। আমি কোনো বিষয়কেই হালকাভাবে বিবেচনা করি না; সকলকেই আমার জন্য বাঁচতে অথবা মরতে হবে, আমার জন্য নিজেদের সেবা প্রদান না করে কেউই চলে যেতে পারবে না। এমনকি আমার জন্য নিজের সেবা প্রদান না করে এমনকি শয়তানও অতল গহ্বরে পশ্চাদপসরণ করতে পারবে না। আমার দ্বারা গৃহীত প্রতিটি পদক্ষেপ সুস্থিত ও নিরাপদ এবং তা শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত, আমার দ্বারা গৃহীত কোনো পদক্ষেপই অবাস্তব নয়—একেবারেই নয়।
কে আমার সঙ্গে তুলনা করার সাহস করবে? কে আমার বিরোধিতা করার সাহস করবে? আমি তোমাকে তৎক্ষণাৎ সংহার করব! আমি কোনো চিহ্ন রাখব না, এবং তোমার দেহ নিশ্চিহ্ন হয়ে যাবে; এটাই চরম সত্য। যখন আমি এগুলি বলি, তৎক্ষণাৎ সেগুলি করেও থাকি, এবং এখানে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। এই বিশ্ব দিনে দিনেভেঙে পড়ছে, এবং দিনেদিনেমানবজাতি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিন সঙ্গে আমার রাজ্য রূপ নিচ্ছে এবং আমার প্রথমজাত পুত্ররা বিকশিত হচ্ছে। দিনে দিনেআমার ক্রোধ তীব্রতর হচ্ছে, আমার শাস্তিগুলি আরো কঠোর হচ্ছে, এবং আমার বাক্যগুলি আরো কঠিন হচ্ছে।তোমরা এখনও অপেক্ষা করছ যে,আমি তোমাদের সঙ্গে আরো নরমভাবে কথা বলব, আমার কণ্ঠস্বর আরো মধুর হবে, কিন্তু আবার ভাবো! কোন মানুষদের আমি মোকাবিলা করছি তার উপরেই আমার কণ্ঠস্বর নির্ভর করে। আমি যাদের ভালোবাসি তাদের ক্ষেত্রে আমার কন্ঠস্বর মধুর ও সর্বদাই সান্ত্বনাদায়ক, কিন্তু তোমাদের আমি শুধু আমার কঠোরতা ও বিচারই দেখাতে পারি, যার উপরে আমি যোগ করি শাস্তি আর ক্রোধ। মানুষের অজ্ঞাতেই বিশ্বের প্রতিটি দেশের অবস্থা উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, দেশগুলির অবস্থা দিনেদিনেবিশৃঙ্খল হয়ে পড়ছে। প্রতিটি দেশের নেতারাই শেষ পর্যন্ত ক্ষমতা জয়ের আশায় রয়েছেন। এমনটা তাদের মনে উদয় হয়নি যে, আমি শাস্তি ইতিমধ্যেই তাদের উপর নেমে এসেছে। তারা আমার ক্ষমতা দখল করতে চায়—কিন্তু এমনটা তাদের অলীক দিবাস্বপ্ন! এমনকি রাষ্ট্রসঙ্ঘের নেতাকেও আমার কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। যে মন্দ কর্ম তিনি করেছেন তা অসংখ্য। এখন শাস্তির সময়, এবং আমি তাকে সহজে অব্যাহতি দেব না। যারা ক্ষমতায় আসীন তাদের প্রত্যেককে নিজেদের রাজমুকুট খুলে ফেলতে হবে; একমাত্র আমিই সমস্ত কিছুর উপর শাসন করার যোগ্য। সবকিছুই আমার উপর নির্ভর করে—সমস্ত কিছুই, যার মধ্যে অল্পসংখ্যক বিদেশিও রয়েছে। যারা আমাকে পরীক্ষা করে তাদের আমি অবিলম্বে সংহার করব, কারণ আমার কাজ এতদূর পর্যন্ত এসে পৌঁছেছে। প্রতিদিন একটি করে নতুন উদ্ঘাটন দেখা যায়; প্রতিদিন একটা নতুন আলো আসে। সবকিছুই আরো বেশি করে সম্পূর্ণ হচ্ছে। শয়তানের শেষ দিন নিকট থেকে নিকটতর এবং স্পষ্টতর হয়ে উঠছে।