অধ্যায় ৮১

এই পুরোনো যুগ কী মন্দ এবং অসাধু! আমি তোমাকে গ্রাস করব! সিয়োন পর্বত! আমাকে বন্দনা করার জন্য উঠে দাঁড়াও! আমার পরিচালনামূলক পরিকল্পনা সম্পন্ন করার জন্য, আমার মহান কার্য সম্পাদনের জন্য, কে উঠে দাঁড়িয়ে হর্ষধ্বনি করার সাহস করবে না? কে উঠে দাঁড়িয়ে আনন্দে অবিরামলাফিয়ে উঠবে না? আমার হস্তে তাদের মৃত্যু হবে! আমি লেশমাত্র দয়া ও প্রেম-মাধুর্য ছাড়া প্রত্যেকের উপর আমার ন্যায়পরায়ণতা প্রয়োগ করি, এবং আমি তাসম্পূর্ণ অনাসক্তভাবে করি। সকল মনুষ্যগণ! উঠে দাঁড়াও ও স্তুতি করো, এবং আমাকে গৌরব দান করো! সকল অন্তহীন মহিমা, আদি থেকে অনন্ত পর্যন্ত, আমারই জন্য বিরাজ করে, এবং হয়েছিল আমারই দ্বারা প্রতিষ্ঠিত। কে সেই মহিমাকে আত্মস্থ করার স্পর্ধা দেখাবে? কে আমার মহিমাকে জাগতিক বস্তু হিসাবে বিবেচনার সাহস করবে? তারা আমার হস্ত দ্বারা নিহত হবে! আহা, নিষ্ঠুর মনুষ্যগণ! আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য রসদের ব্যবস্থা করেছি, এবং আজকের এই দিন পর্যন্ত তোমাদের নেতৃত্ব দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তোমরা আমার সম্বন্ধে সামান্যতমও জানো না, তোমরা আমাকে একেবারেই ভালোবাসো না। আমি কী করে তোমাদের জন্য আবার করুণা দেখাতে পারি? আমি কীকরে তোমাদের উদ্ধারকরতে পারি? আমি শুধু ক্রোধভরে তোমাদের সঙ্গে আচরণ করতে পারি! ধ্বংস ও চিরন্তন শাস্তি দিয়ে আমি তোমাদের মূল্য পরিশোধ করব। এ-ই হলন্যায়পরায়ণতা; তাএকমাত্র এইভাবেই হতে পারে।

আমার রাজ্য দৃঢ় ও সুস্থিত; তা কখনোই ভেঙে পড়বে না। তা চিরন্তনভাবে বিরাজ করবে! আমার পুত্রগণ, আমার প্রথমজাত পুত্রগণ এবং আমার লোকেরা আমার সঙ্গে চিরদিন ও চিরকালের জন্য আশীর্বাদ উপভোগ করবে! আধ্যাত্মিক বিষয়গুলি যারা উপলব্ধি করে না এবং যারা পবিত্র আত্মার দ্বারা উদ্ঘাটনের অনুমোদনপ্রাপ্ত হয়নি, তাদের আজ নয় তো কাল আমার রাজ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারা নিজের ইচ্ছায় ছেড়ে যাবে না, বরং আমার লৌহদণ্ডের শাসনও আমার মহিমা দ্বারা তাদের ছেড়ে যেতে বাধ্য করা হবে; অধিকন্তু, তারা আমার পদাঘাতদ্বারা বহিষ্কৃত হবে। যারা কিছু সময়ের জন্য (অর্থাৎ জন্মের সময় থেকে) দুষ্ট আত্মার দ্বারা অধিকৃত থেকেছে তারা সকলে এবার উম্নোচিত হবে। আমি তোমাকে বহিষ্কার করব! আমি যা বলেছি তা কি তুমি এখনও মনে রেখেছ? আমি — পবিত্র ও নিষ্কলঙ্ক ঈশ্বর — অশুদ্ধ ও কলুষিত মন্দিরে বাস করি না। যারা দুষ্ট আত্মা দ্বারা অধিকৃত থেকেছিল তারা নিজেরাই তা জানে, এবং আমার তাব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমি তোমাকে পূর্বনির্ধারণ করিনি! তুমি বৃদ্ধ শয়তান, তা সত্ত্বেও তুমি আমার রাজ্যে অনুপ্রবেশ করতে চাও! কক্ষনো নয়! আমি তোমাকে বলছি!আজ আমি তোমার জন্য এটা খুব স্পষ্ট করে দেব:মানবজাতির সৃষ্টির সময় আমি যাদের নির্বাচন করেছি, তাদের আমি নিজ গুণমান ও স্বভাব দিয়ে রঞ্জিত করেছি; সেই কারণেই তারা আজএকমাত্র আমার প্রতিই বিশ্বস্ত, তারা গির্জার জন্য ভার বহন করতে পারে, এবং তারা আমার জন্য নিজেদের ব্যয় করতে এবং আমার কাছে নিজেদের সমগ্র সত্তা উৎসর্গ করতে ইচ্ছুক।আমি যাদের নির্বাচন করিনি তারা অতঃপর একটি নির্দিষ্ট মাত্রায় শয়তানের দ্বারা ভ্রষ্ট হয়েছে, এবং আমার গুণমান বা আমার স্বভাব — কোনটিই তাদের মধ্যে নেই। তোমরা মনে করো যে আমার বাক্যগুলি পরস্পরবিরোধী, কিন্তু “তোমরা আমার দ্বারা পূর্ব বির্ধারিত ও নির্বাচিত, তা সত্ত্বেও তোমরা নিজেদের কর্মের পরিণাম বহন করো”: এই বাক্যগুলি সব শয়তানকেই নির্দেশ করে। এবার আমি একটা বিষয় ব্যাখ্যা করব: আজ যারা উঠে দাঁড়াতে পারবে এবং গির্জাগুলির কর্তৃত্ব গ্রহণ করতে পারবে, গির্জাগুলিকে পরিচালনা করতে পারবে, আমার ভারের প্রতি বিবেচনাশীল হবে, এবং বিশেষ দায়িত্বগুলি পালন করবে — এই সকল মানুষের মধ্যে একজনও খ্রীষ্টের সেবায় নিয়োজিত নেই; তারা হল সেই সকল ব্যক্তি যাদের আমি পূর্বনির্ধারণ ও নির্বাচন করেছি। আমি একথা তোমাদের বলছি যাতে তোমরা খুব বেশি উদ্বেগ না করো এবং জীবনের অগ্রগতিতে বিলম্ব না ঘটাও। কতজন প্রথমজাত পুত্রের মর্যাদা অর্জন করতে পারে? এই কাজটা কি একটা ডিপ্লোমা পাওয়ার মতোই সহজ হতে পারে! অসম্ভব! আমি তোমাদের নিখুঁত না করে তুললেতোমরা অনেক আগেই শয়তানের দ্বারা একটি নির্দিষ্ট মাত্রায় ভ্রষ্ট হতে। এই কারণে আমি বারবার জোর দিয়েছি যে, যারা আমার প্রতি বিশ্বস্ত তাদের আমি সর্বদাই দেখভাল ও রক্ষা করব এবং তাদের ক্ষয়ক্ষতি ও যন্ত্রণাভোগ থেকে আড়াল করব। আমি যাদের পূর্বনির্ধারণ করিনি তারা হল সেই সকল মানুষ যাদের দুষ্ট আত্মারা দখল করে রেখেছে; তারা হল সেই সকল ব্যক্তি যারা অসাড়, স্থুলবুদ্ধি এবং আধ্যাত্মিকভাবে অচেতন, এবং যারা গির্জাগুলিকে পরিচালনা করতে পারে না (অর্থাৎ, যাদের উদ্দীপনা রয়েছে কিন্তু যাদের দর্শন সম্বন্ধে স্পষ্ট জ্ঞান নেই)। তোমাকে দ্রুত আমার দৃষ্টি থেকে অপসারণ করা হবে, এবং সেটা যত দ্রুত হয় ততই ভালো, যাতে তোমাকে দেখে আমি বিরক্ত ও ক্রুদ্ধ না হয়ে পড়ি। তুমি যদি দ্রুত সরে যাও, তাহলে তুমি কম শাস্তি পাবে — কিন্তু তুমি যত বেশি সময় নেবে, শাস্তি তত কঠোর হবে। তুমি কি উপলব্ধি করেছ? নির্লজ্জের মতো আচরণ বন্ধ করো! তুমি ব্যভিচারী ও অসংযমী, চিন্তাশক্তিহীন এবং অমনোযোগী, এবং তুমি কী ধরনের জঞ্জাল সে সম্বন্ধে আদৌ তোমার কোনো ধারণা নেই! তুমি অন্ধ!

আমার রাজ্যে যারা ক্ষমতা ধারণ করে তারা আমার দ্বারা খুব যত্নসহকারে নির্বাচিত এবং তারা বারংবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছে; কেউই তাদের পরাস্ত করতে পারে না। আমি তাদের শক্তি দিয়েছি, যাতে তাদের কোনোদিন পতন না ঘটে বা তারা বিপথগামী না হয়। তারা আমার অনুমোদন লাভ করেছে। এই দিনের পর থেকে, ভণ্ডরা তাদের প্রকৃত স্বরূপ দেখাবে। তারা সমস্ত ধরনের লজ্জাজনক কাজে সক্ষম, কিন্তু শেষপর্যন্ত, তারা আমার হাত, যা শয়তানকে শাস্তি দেয় ও দগ্ধ করে, তা থেকে রেহাই পাবে না।আমার মন্দির হবে পবিত্র ও নিষ্কলঙ্ক। এ সকল কিছুই আমার হয়ে সাক্ষ্য, আমার একটি প্রকাশ, এবং আমার নামের মহিমা। আমার মন্দির হলআমার চিরন্তন গৃহ এবং আমার শাশ্বত ভালোবাসার লক্ষ্যবস্তু; আমি প্রায়ই একে আমার ভালোবাসার হাতের পরশ বুলিয়ে দিই, আবার প্রেমের বাণী দিয়ে একে আরাম দিই, প্রেমময় চক্ষু দিয়ে এর পরিচর্যা করি, এবং ভালোবাসার বক্ষে একে আলিঙ্গন করি যাতে তাদুষ্টজনের ফাঁদে না পড়ে বা শয়তানের দ্বারা প্রতারিত না হয়। আজ, যারা আমাকে সেবা প্রদান করে কিন্তু উদ্ধার পায়নি তারা শেষবারের মতো আমার দ্বারা ব্যবহৃত হবে। তাই আমি কেন আমার রাজ্য থেকে এই বস্তুগুলি বহিষ্কার করার জন্য এত ত্বরা করি? কেন আমাকে তাদের দৃষ্টি থেকে থেকে বিতাড়ন করতেই হবে? আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি! আমি কেন তাদের উদ্ধার করি না? কেন আমি তাদের এত ঘৃণা করি? কেন আমাকে তাদের হত্যা করতেই হবে? কেন আমাকে তাদের ধ্বংস করতে হবে? (তাদের এক কণাও আমার দৃষ্টির সামনে থাকতে পারে না, এমনকি তাদের ভস্মও)। কেন? এমনকি অতিকায় লাল ড্রাগন, আদিম সর্প, এবং বৃদ্ধ শয়তান আমার রাজ্যে অনর্জিত রসদেরসন্ধান করে! আর কল্পনা কোরো না! তারা সকলে শূন্যে পর্যবসিত হবে এবং ভস্মে পরিণত হবে!

আমি এই যুগকে ধ্বংস করব, এবং একে আমার রাজ্যে রূপান্তরিত করব,এবং যে মানুষদের আমি ভালোবাসি তাদের সঙ্গে চিরকাল বাস করব ও আনন্দ উপভোগ করব। অবিশুদ্ধ বস্তুগুলোর এমনটা ভেবে নেওয়া উচিত নয় যে তারা আমার রাজ্যে থাকতে পারবে। তোমরা কি ভেবেছ যে তোমরা ঘোলা জলে মাছ ধরতে পারবে? এই ধরনের উদ্ভট কল্পনা ভুলে যাও! তোমরা জানো না যে আমার চোখ সর্বদর্শী! তোমরা জানো না যে সকল কিছুই আমার হস্ত দ্বারা আয়োজিত! একথা ভেবো না যে তোমরা খুব শ্রদ্ধেয়! তোমাদের প্রত্যেককে নিজেদের যথাযথ স্থান গ্রহণ করতে হবে। বিনয়ী হওয়ার ভান কোরো না (আমি তাদের কথা বলছি যারা আশীর্বাদধন্য) বা কম্পমান এবং ভীত হয়ো না (আমি তাদের কথা বলছি যারা দুর্ভাগ্যের শিকার)। এই সময়ে,সকল মানুষের নিজেদের হৃদয়ের মধ্যেই জানা উচিত। এমনকি, আমি যদি তোমাদের নাম ধরে উল্লেখ নাও করি, তোমাদের নিশ্চিন্ত বোধ করা উচিত, কারণ আমি আমার বাক্যগুলি প্রত্যেক ব্যক্তির উদ্দেশেই বলেছি। তোমরা নির্বাচিত কি নির্বাচিত নও তা নির্বিশেষে, আমার বাক্যগুলি তোমাদের বর্তমান অবস্থার প্রতি নির্দেশিত। অর্থাৎ, তোমরা যদি আমার নির্বাচিত ব্যক্তিদের মধ্যে থাকো, তাহলে তোমরা নিজেদের কীভাবে উপস্থাপিত করেছ তার ভিত্তিতে আমি যাদের নির্বাচন করেছি তাদের অবস্থা সম্পর্কে আমি কথা বলি; আর যারা আমার নির্বাচিত নয়, তাদের অবস্থা অনুযায়ী আমি কথা বলি। তাই,আমার বাক্যগুলি একটা নির্দিষ্ট বিন্দু অবধিইউচ্চারিত হয়েছে; তোমাদের প্রত্যেকের সে বিষয়েএকটা যথাযথ বোধ থাকা উচিত। নিজেদের প্রবঞ্চনা কোরো না! ভয় পেয়ো না! কারণ মানুষের সংখ্যা অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ, ছলনায় কাজ হবে না! যাদের আমি নির্বাচিত বলেছি তারা নির্বাচিতই, ভান করার বিষয়ে তুমি যতই পটু হও না কেন, আমার গুণ ছাড়া তুমি ব্যর্থ হবে। যেহেতু আমি আমার কথা রাখি, সেহেতু আমি অসতর্ক ভাবে আমার নিজের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাই না; আমি যা করতে চাই তা-ই করি, কারণ আমি যা করি তা সবই সঠিক। আমিই সর্বোচ্চ, এবং আমি অনন্য। বিষয়টা কি তোমাদের কাছে পরিষ্কার? তোমরা কি উপলব্ধি করেছ?

এবার আমার বাক্যগুলি পাঠ করার পর, যারা মন্দ কাজ কর, এবং যারা কুটিলও শঠ, তারা অগ্রগতির লক্ষ্যে এবং নিজেদের ব্যক্তিগতপ্রয়াস সাধনের উদ্দেশ্যেকঠোর পরিশ্রম করছে। আমার রাজ্যে কোনো মতেঢুকে পড়ার জন্য তারা খুবই অল্প মূল্য দিতে চায়। এই ধরনের চিন্তাধারা তাদের পরিত্যাগ করা উচিত! (এই ধরনের ব্যক্তিদের কোনো আশা নেই কারণ আমি তাদের অনুতাপ করার কোনো সুযোগ দিইনি)। আমি আমার রাজ্যের দ্বার প্রহরা দিই।তুমি কি বিশ্বাস করো যে মানুষ তাদের ইচ্ছামতো আমার রাজ্যে প্রবেশ করে পারে?তুমি কি বিশ্বাস করো যে আমার রাজ্য যে কোনো ধরনের জঞ্জালকে গ্রহণ করবে? আমার রাজ্য যে কোনো প্রকার মূল্যহীন আবর্জনাকে স্থান দেবে?তুমি ভুল বুঝেছ! আজ আমার রাজ্যে তারাই রয়েছে যারা আমার সঙ্গে রাজকীয় ক্ষমতা ধারণ করে; আমি তাদের সযত্নে পালন করেছি। এটা এমন কোনো বিষয় নয় যা চাইলেই অর্জন করা যাবে; তোমাকে অবশ্যই আমার অনুমোদন লাভ করতে হবে। সর্বোপরি, এটা এমন কোনো বিষয় নয় যা কোনো ব্যক্তির সঙ্গে আলোচিত হয়েছে; এটা এমন একটা বিষয় যার আয়োজন আমি স্বয়ং করি। আমি যাবলি তা-ই ঘটে। আমি যাদের ভালোবাসি তাদের কাছে আমার রহস্যগুলি প্রকাশিত। যারা অন্যায় করে — অর্থাৎ, আমি যাদের নির্বাচন করিনি — তারা সেগুলি গ্রহণ করার অধিকারী নয়। এমনকি, তারা যদি এই রহস্যগুলির কথা শুনেও থাকে, তারা তা উপলব্ধি করবে না, কারণ শয়তান তাদের চক্ষুকে আবৃত করেছে ওতাদের হৃদয়ের দখল নিয়েছে, এবং তাদের সামগ্রিক সত্তাকে বিনষ্ট করছে। কেন একথা বলা হয় যে আমার কার্যগুলি চমকপ্রদ এবং বিবেচনাপূর্ণ, এবং আমার সেবায় আমি সব কিছু সঞ্চালিত করি? আমার দ্বারা যারা পূর্বনির্ধারিত ও নির্বাচিত নয় তাদের তাদের শাস্তি পাওয়া ও কলুষিত হওয়ার জন্য তাদেরআমি শয়তানের হাতে তুলে দিই, এবং তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি নিজেদের জড়িত করব না; আমি এমনই প্রাজ্ঞ! একথা কে আগে ভেবেছে? একেবারে কোনো প্রচেষ্টা ছাড়াই, আমার মহান কার্য সম্পাদিত হয়েছে, তাই নয় কি?

পূর্ববর্তী: অধ্যায় ৮০

পরবর্তী: অধ্যায় ৮২

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন