অধ্যায় ৭০

আমার রহস্য যে উন্মোচিত হয় এবং অকপটে প্রকাশিত হয়, এবং আর গোপন থাকে না, তা সম্পূর্ণরূপে আমার অনুগ্রহ ও করুণার কারণে। তদুপরি, আমার বাক্য যে মানুষের মধ্যে প্রতীয়মান হয় এবং আর প্রচ্ছন্ন থাকে না, তাও আমার অনুগ্রহ ও করুণার কারণে। আমি তাদের ভালবাসি যারা আন্তরিকভাবে আমার জন্য নিজেকে ব্যয় করে এবং উত্সর্গ করে। আমি তাদের ঘৃণা করি যারা আমার থেকে জন্মানো সত্ত্বেও আমাকে জানে না, এমনকি আমাকে প্রতিরোধ পর্যন্ত করে। যে আমার জন্য আন্তরিক তাকে আমি পরিত্যাগ করব না; বরং আমি সেই ব্যক্তির আশীর্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেব। যারা অকৃতজ্ঞ এবং আমার দয়াশীলতা লঙ্ঘন করে তাদের আমি দ্বিগুণ শাস্তি দেব, এবং আমি তাদের সহজে ছেড়ে দেব না। আমার রাজ্যে কোন কুটিলতা বা প্রতারণা নেই, এবং কোন জাগতিকতা নেই; অর্থাৎ এখানে কোন মৃতের গন্ধ নেই। বরং, সবই হ’ল যথার্থ ও ন্যায়পরায়ণ; সবকিছুই বিশুদ্ধ এবং উন্মুক্ত, সেখানে গুহ্য বা গুপ্ত কিছুই নেই। সবকিছুই সতেজ, সকলই উপভোগ, এবং সকলই নৈতিক উন্নতিসাধন। এখনও যে মৃতের পূতিগন্ধময়, সে কোনভাবেই আমার রাজ্যে বাস করতে পারবে না, বরং সে আমার লৌহদণ্ড দ্বারা শাসিত হবে। অনাদিকাল থেকে আজ পর্যন্ত অন্তহীন সকল রহস্য, সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে তোমাদের কাছে – সমাপ্তির দিনে আমার দ্বারা অর্জিত মানুষের গোষ্ঠীর কাছে। তুমি কি ধন্য বলে মনে কর না? যে দিনগুলিতে সবকিছু সর্বসমক্ষে প্রকাশিত হয়, সেই দিনগুলিতেই, অধিকন্তু তোমরা আমার রাজত্বের অংশীদার হও।

যেসকল মানবগোষ্ঠী প্রকৃতই রাজা হিসাবে রাজত্ব করে, তারা আমার পূর্বনির্ধারণ এবং নির্বাচনের উপর নির্ভরশীল এবং এর মধ্যে মানুষের কোনও ইচ্ছা বিন্দুমাত্র নেই। যে ব্যক্তিই এতে অংশ নেওয়ার সাহস করুক না কেন, তাকে অবশ্যই আমার হাত থেকে আঘাত পেতে হবে, এবং এই ধরনের মানুষদের আমার জ্বলন্ত আগুনে পতিত হতে হবে; এ হ’ল আমার ন্যয়পরায়ণতা এবং মহিমার আরেকটি দিক। আমি বলেছি যে আমি সমস্ত কিছুর উপরে শাসন করি, আমিই প্রাজ্ঞ ঈশ্বর যিনি পূর্ণ শাসন করেন, এবং আমি কারো প্রতি ক্ষমাশীল নই; আমি নিতান্তই নির্মম, সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুভূতি বর্জিত। আমি যেকারোর প্রতি আমার ন্যায়পরায়ণতা, যথার্থতা এবং মহিমা সহকারে আচরণ করি (সে যতই ভাল কথা বলুক না কেন, আমি তাকে ছেড়ে দেব না), এরই মধ্যে আমি প্রত্যেককে আমার কর্মের বিস্ময়করতা এবং সেইসাথে আমার কাজের অর্থ কী তা দেখতে সক্ষম করি। এক এক করে, আমি অশুভ আত্মাদের শাস্তি দিয়েছি তাদের সমস্ত ধরনের কাজের জন্য, তাদের প্রত্যেককে অতল গহ্বরে নিক্ষেপ করেছি। এই কাজটি আমি সময় শুরু হওয়ার পূর্বেই শেষ করেছি, তাদের জন্য কোন জায়গা রাখিনি, তাদের কাজ করার জন্য কোন জায়গা রাখিনি। আমার মনোনীত মানুষদের – যারা আমার দ্বারা পূর্বনির্ধারিত এবং নির্বাচিত – তাদের মধ্যে কেউই কখনও অশুভ আত্মা দ্বারা আচ্ছন্ন হতে পারে না, বরং তারা সর্বদাই পবিত্র থাকবে। আমি যাদের পূর্বনির্ধারিত এবং নির্বাচিত করিনি, তাদের আমি শয়তানের হাতে ফিরিয়ে দেব, এবং তাদের আর থাকতে দেব না। আমার প্রশাসনিক ফরমানসমূহ সমস্ত দিক থেকে আমার ন্যয়পরায়ণতা এবং আমার মহিমার সঙ্গে জড়িত। শয়তান যাদের উপর কাজ করে তাদের একজনকেও আমি ছাড়ব না, তাদের দেহগুলি মৃতস্থানে নিক্ষেপ করব, কারণ আমি শয়তানকে ঘৃণা করি। আমি কোনভাবেই তাকে সহজে ছাড়ব না, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, যাতে সে তার কাজ করার ন্যূনতম সুযোগও না পায়। শয়তান যাদেরকে একটা নির্দিষ্ট মাত্রায় কলুষিত করেছে (অর্থাৎ যারা বিপর্যয়ের বস্তু) তারা আমার নিজের হাতে তৈরি প্রাজ্ঞ ব্যবস্থাপনার আওতায় রয়েছে। শয়তানের হিংস্রতার ফলে এমনটি ঘটেছে বলে মনে কোরো না; জেনো যে আমি হলাম সর্বশক্তিমান ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ড এবং সমস্ত কিছুকে শাসন করেন! আমার জন্য, এমন কোনও সমস্যা নেই যার সমাধান হয় না, এবং, অধিকন্তু, এমন কিছুই নেই সম্পন্ন করা যায় না বা এমন কোনও বাক্য নেই যা উচ্চারণ করা যায় না। মানুষ যেন আমার উপদেষ্টা হিসাবে কাজ না-করে। আমার হাতে আঘাত প্রাপ্ত হওয়া এবং মৃতস্থানে নিক্ষেপিত হওয়া থেকে সাবধান। আমি তোমাকে বলে রাখছি! যারা আজ আমার সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করছে তারাই সবচেয়ে বুদ্ধিমান, এবং তারা ক্ষতি এড়িয়ে যাবে এবং বিচারের যন্ত্রণা থেকে রক্ষা পাবে। এই সব হ’ল আমার আয়োজন, আমার দ্বারা পূর্বনির্ধারিত। তুমি যে কতটা মহান তা ভেবে কোন অযৌক্তিক মন্তব্য কোরো না এবং বাগাড়ম্বরতা কোরো না। এই সবই কি আমার পূর্বনির্ধারণের মাধ্যমে নয়? তুমি, যে আমার উপদেষ্টা হবে, তোমার কোন লজ্জাবোধ নেই! তুমি জানো না যে তোমার উচ্চতা কতটা; তা যে কি করুণভাবে ক্ষুদ্র! তবুও, তুমি মনে কর যে এটি কোনও বড় বিষয় নয়, এবং তোমরা নিজেরাই জান না। বারংবার, তোমরা আমার বাক্যগুলিতে কর্ণপাতমাত্র কর না, যার ফলে আমার শ্রমসাধ্য প্রচেষ্টাগুলি বৃথা যায়, এবং তোমরা বুঝতে পার না যে সেগুলি আমার অনুগ্রহ ও করুণার প্রকাশ। বরং বারবার নিজের চালাকি দেখানোর চেষ্টা কর। তোমার কি মনে আছে? যারা নিজেদের অত্যন্ত চালাক বলে মনে করে, তাদের কী শাস্তি পেতে হবে? আমার বাক্যসমূহের প্রতি উদাসীন এবং অবিশ্বস্ত থেকে, সেগুলিকে নিজ-হৃদয়ে খোদিত না করে, তুমি এটা-সেটা করার অছিলা হিসাবে আমাকে ব্যবহার করছ। অনিষ্টকারীরা! কবে আমার হৃদয়কে সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারবে? এর জন্য তোমাদের কোন বিবেচনাই নেই, তাই তোমাদের “অনিষ্টকারী” বলাটা তোমাদের প্রতি দুর্ব্যবহার নয়। এটা তোমাদের জন্য সম্পূর্ণরূপে মানানসই!

আজ আমি তোমাদের এক এক করে সেই সব দেখাচ্ছি, যা একদা লুক্কায়িত ছিল। অতিকায় লাল ড্রাগনকে অতল গহ্বরে নিক্ষেপ করা হবে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে, কারণ তাকে বহাল রাখা হলে সে কোন কাজে আসবে না; এর অর্থ হ’ল সে খ্রীষ্টের সেবা করতে পারে না। এরপরে, লাল জিনিসগুলির আর অস্তিত্ব থাকবে না; ধীরে ধীরে, সেগুলি একেবারে বিলীন হয়ে যাবে। আমি যা বলি তাই করি; এই হ’ল আমার কর্মের সমাপ্তি। মানবীয় ধারণা অপসারণ কর; আমি যা বলেছি তা সকলই করেছি। যে চালাক হওয়ার চেষ্টা করে সে কেবল নিজের ধ্বংস এবং অবমাননা ডেকে আনে, এবং জীবিত থাকতে চায় না। তাই, আমি তোমাকে সন্তুষ্ট করব, এবং অবশ্যই এমন মানুষদের রাখব না। অতঃপর, জনসংখ্যায় উৎকর্ষতা বৃদ্ধি পাবে, যেখানে যারা সক্রিয়ভাবে আমার সাথে সহযোগিতা করবে না তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি যাদের অনুমোদন করেছি তাদের আমি নিখুঁত করে তুলব, এবং আমি তাদের একজনকেও পরিত্যাগ করব না। আমি যা বলি তার মধ্যে কোনো স্ববিরোধিতা থাকে না। যারা সক্রিয়ভাবে আমার সাথে সহযোগিতা করে না তারা আরও শাস্তি ভোগ করবে, যদিও শেষ পর্যন্ত, আমি অবশ্যই তাদের উদ্ধার করব। তবে, ততদিনে অবশ্য তাদের জীবনের পরিধি একেবারেই আলাদা হয়ে যাবে। তুমি কি এমন একজন ব্যক্তি হয়ে উঠতে চাও? উঠে দাঁড়াও এবং আমার সঙ্গে সহযোগিতা কর! যারা আন্তরিকভাবে আমার জন্য নিজেকে ব্যয় করে, আমি অবশ্যই তাদের সাথে খারাপ আচরণ করব না। আমার জন্য আন্তরিকভাবে আত্মনিবেদন করলে, আমি তোমায় আমার সমস্ত আশীর্বাদ দেব। নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে নিবেদন কর! তুমি কী খাবে, কী পরবে এবং তোমার ভবিষ্যৎ সকলই আমার হাতে; আমি সবকিছু যথাযথভাবে আয়োজন করব, যাতে তুমি অবিরাম উপভোগ করে যেতে পার, যা তোমার জন্য কখনই নিঃশেষিত হবে না। এর কারণ হ’ল, যেমন আমি বলেছি, “যারা আমার জন্য আন্তরিকভাবে ব্যয় করে তাদের জন্য বলছি, আমি তোমাকে অবশ্যই অজস্র আশীর্বাদ করব।” সকল আশীর্বাদই সেই প্রত্যেক ব্যক্তির কাছে আসবে যে আন্তরিকভাবে আমার জন্য নিজেকে ব্যয় করে।

পূর্ববর্তী: অধ্যায় ৬৯

পরবর্তী: অধ্যায় ৭১

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন