অধ্যায় ৬৯

যখন আমার ইচ্ছা জারি হবে তখন যে তাতে বাধা দেওয়ার সাহস করবে এবং যে তাকে বিচার বা সন্দেহ করার সাহস করবে, আমি তাকে অবিলম্বে বহিষ্কার করব। আজ, যে আমার ইচ্ছার অনুরূপ কাজ করছে না বা যে আমার ইচ্ছার প্রতি অন্যায় করছে, তাকে অবশ্যই আমার রাজ্য থেকে অপসৃত এবং বিতাড়িত হতে হবে। আমার রাজ্যে অন্য কেউ নেই; সবাই আমার পুত্র—যাদেরকে আমি ভালোবাসি এবং যারা আমার প্রতি সহানুভূতিশীল। এছাড়া, একমাত্র তারাই আমার কথা অনুসারে কাজ করে আর আমার হয়ে সমগ্র জাতি ও মানুষের বিচার করার ক্ষমতা ধারণ করতে পারবে। অধিকন্তু, তারা হল প্রথমজাত পুত্রদের একটা দল যারা নির্দোষ এবং প্রাণবন্ত, সরল এবং উন্মুক্ত এবং সৎ এবং জ্ঞানী উভয়ই। আমার ইচ্ছা তোমাদের মধ্যে তৃপ্ত হয় আর আমি যা কাজে করতে চাই তা তোমাদের মধ্যে পূর্ণতা লাভ করে, ত্রুটিহীনভাবে, সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং প্রকাশিত। যাদের কোনও অসৎ অভিপ্রায় এবং উদ্দেশ্য আছে, আমি তাদেরকে পরিত্যাগ করা শুরু করে দিয়েছি এবং আমি তাদের একে একে পতন ঘটাব। এক এক করে আমি তাদের এমন ধ্বংস করব যে তাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে-আর এই সবই তাদের মর্ম, তাদের আত্মা এবং তাদের দেহের ক্ষেত্রে প্রযোজ্য।

উপলব্ধি করো যে আমার হাতের কাজ—গরীবদের সমর্থন করা, যারা আমাকে ভালোবাসে তাদের খেয়াল রাখা এবং রক্ষা করা, এমন অজ্ঞ কিন্তু উৎসাহী মানুষদের রক্ষা করা যারা আমার পরিচালন কার্যে বাধা দেয় না, যারা আমার বিরোধিতা করে এবং আমার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করে না তাদের শাস্তি দেওয়া—এই সমস্ত বিষয়গুলো এক এক করে নিশ্চিত করা হবে, আমার কথন অনুসারে। তুমিই কি সে, যে আমায় প্রকৃত অর্থে ভালোবাসো? তুমিই কি সে, যে চরম বিশ্বাসে আমার জন্য নিজেকে সমর্পণ করে দাও? তুমিই কি সে, যে আমার বাক্য শোনো আর সেই অনুরূপ কাজ করো? তুমিই কি সে, যে আমার বিরুদ্ধে নাকি তুমি সেইজন যে আমার উপযুক্ত? মনের গভীরে, তোমাদের কি এই সমস্ত বিষয়গুলোর একটা স্পষ্ট ধারণা আছে? তোমরা কি আমার বলা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিতে পারো? যদি না পারো তাহলে তোমরা হলে এমন মানুষ যাদের জানার উৎসাহ আছে তবে আমার ইচ্ছা বুঝতে পারে না। এই ধরনের মানুষেরা খুব সহজেই আমার পরিচালন কার্যে বাধা দেবে আর আমার ইচ্ছা বুঝতে ভুল করবে। যদি তাদের এক মুহুর্তের জন্যও অসৎ কোনও উদ্দেশ্য থাকে তাহলে তারা আমার কাছে বর্জন এবং বিনাশের পাত্র হবে।

আমার মধ্যে, অন্তহীন রহস্য আছে আর সেগুলো বোধের অতীত। আমি সেগুলোকে একে একে মানুষের সামনে আমার পরিকল্পনা অনুযায়ী প্রকাশ করবো। অর্থাৎ, আমি সেগুলোকে আমার প্রথমজাত পুত্রদের কাছে প্রকাশ করব। যারা ঈশ্বরে বিশ্বাস রাখে না এবং যারা আমার বিরোধিতা করে, তাদের আমি স্বাভাবিক ধারায় প্রবাহিত হতে দেব; তবে, অবশেষে আমাকে তাদের অবশ্যই বোঝাতে হবে যে আমিই হলাম মহিমা এবং বিচার। আজকালের অবিশ্বাসীদের তাদের চোখের সামনে যা ঘটে শুধুমাত্র তারই জ্ঞান আছে, তবুও তাদের এখনও আমার ইচ্ছা সম্বন্ধে জানা নেই। শুধুমাত্র আমার পুত্ররা—যাদেরকে আমি ভালোবাসি—আমার ইচ্ছা জানে আর বোঝে। আমার পুত্রদের কাছে আমি উন্মুক্ত, স্পষ্ট; আর শয়তানের কাছে আমি হলাম মহিমা এবং বিচার আর তা একদমই গুপ্ত নয়। বর্তমান সময়ে, শুধুমাত্র আমার পুত্ররাই আমার ইচ্ছা জানার যোগ্য; আর কারোর এই যোগ্যতা নেই—আর এই সমস্ত আমি সৃষ্টির আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম। আগেই, আমি যথাযথ ভাবে ব্যবস্থা করে রেখেছিলাম যে কারা আমার আশীর্বাদপুষ্ট হবে আর কারা চাবুক খাবে; আমি এ বিষয়ে স্পষ্ট ছিলাম, আর আজ তা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেছে: যারা আশীর্বাদপুষ্ট তারা ইতিমধ্যে তাদের আশীর্বাদ উপভোগ করা শুরু করে দিয়েছে, আর যারা শাস্তিপ্রাপ্ত তারা দুর্যোগ ভোগ করা শুরু করে দিয়েছে। যারা শাস্তি পেতে চায় না তারাও শাস্তি পাবে, কেননা আমি এই আদেশই দিয়েছি এবং আমার হাত এই প্রশাসনিক অনুশাসনেরই ব্যবস্থা করেছে। নির্দিষ্টভাবে, কোন ধরনের মানুষেরা আশীর্বাদপুষ্ট হয় আর কারা শাস্তি পায়? আমি ইতিমধ্যেই এই সমস্ত বিষয়গুলো জানিয়েছি; এ আর তোমাদের কাছে কোনও রহস্য নয়, বরং এটা প্রকাশ্যে উন্মুক্ত: যারা আমাকে স্বীকার করে কিন্তু অসৎ উদ্দেশ্য রাখে, যারা আমাকে স্বীকার করে কিন্তু আমাকে চায় না, যারা আমাকে জানে কিন্তু আমার কাছে নিজেকে সমর্পন করে না, যারা আমাকে প্রতারণা করার জন্য কুটিলতা ও বিশ্বাসঘাতকতার সাহায্য নেয়; যারা আমার বাক্য পড়ে কিন্তু নেতিবাচকতা ছড়ায়, এবং যারা নিজেকে জানে না, যারা জানে না তারা কী, যারা নিজেদেরকে মহান মনে করে এবং যারা মনে করে যে তারা পরিণত হয়ে গেছে (শয়তানের উদাহরণ)—এই ধরনের সমস্ত মানুষেরাই চাবুকের শাস্তি পাওয়ার যোগ্য। যারা আমাকে স্বীকার করে এবং যাদের অভিপ্রায় আমার স্বার্থের সঙ্গে সমঞ্জস (এবং, তারা বাধার সৃষ্টি করলেও আমি তাদের সীমালঙ্ঘনগুলো মনে রাখব না—তবে তাদের উদ্দেশ্য অবশ্যই সঠিক হতে হবে, এবং তাদের অবশ্যই সর্বদা সতর্ক, সাবধান থাকতে হবে এবং উচ্ছৃঙ্খল হলে চলবে না; এবং তাদের সর্বদা আমার কথা শোনার এবং আমার কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করতে হবে); যারা বিশুদ্ধ; যারা মুক্ত; যারা সৎ; যারা কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত নয়; এবং যারা জীবনে পরিণত হওয়া সত্ত্বেও চেহারায় শিশুসদৃশ—তারাই আমার প্রিয়, আমার আশীর্বাদের যোগ্য। এখন, তোমরা প্রত্যেকে তোমাদের অবস্থা অনুযায়ী যথাযোগ্য স্থান গ্রহণ করবে। উপরন্তু, তোমরা নিজেরাই জানতে পারবে যে তোমরা আশীর্বাদপ্রাপ্ত নাকি শাস্তিপ্রাপ্ত; এটা আমার আর স্পষ্ট করে বলার কোনও প্রয়োজন নেই। যারা আশীর্বাদপ্রাপ্ত তাদের আনন্দ করা উচিত আর খুশি হওয়া উচিত, আর যাদের চাবুকই প্রাপ্য তাদের আর দুঃখ করা উচিত নয়। উভয়ই আমার হাতে সাজানো, যদিও আমি দোষী নই: এটা তোমাদের আমার সাথে সক্রিয় সহযোগিতার অভাব, আর সেইসাথে তোমাদের এটা উপলব্ধি করার ব্যর্থতা যে আমিই হলাম ঈশ্বর যিনি মানুষের হৃদয়ের অন্তরের অনুসন্ধান করেন। এটা আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি, আর তোমরা তোমাদের নিজেদের তুচ্ছ চাতুরীর মাধ্যমে নিজেদের ক্ষতি করেছ; তোমরা নিজেরাই নিজেদের ঘাড়ে নিয়েছ! তোমাদের যে মৃতস্থানে পতন হবে তা তোমাদের সাথে কোনও অবিচার অজাচার নয়! এটাই তোমাদের সমাপ্তি; এটাই তোমাদের পরিণতি!

আশীর্বাদপুষ্ট প্রথমজাত পুত্ররা! দ্রুত উঠে দাঁড়াও আর উল্লসিত হও। তাড়াতাড়ি উঠে দাঁড়াও আর প্রভুর গুণ গাও। এখন থেকে, আর কোনও তিক্ততা থাকবে না, আর কোনও ভোগান্তি থাকবে না; সব কিছু আমাদের হাতে। যে কোনও মানুষ, যারই চিন্তাধারা আমার সাথে পুরোপুরি মিশে যায় আমি তাকে ভালোবাসি, আর তাকে দুর্ভোগ ভোগ করতে হয় না। তোমাদের মনের যা ইচ্ছা আমি তা পূরণ করব (যদিও এটি বিচার বিবেচনাহীন হতে পারে না), এটা আমার কাজ।

পূর্ববর্তী: অধ্যায় ৬৮

পরবর্তী: অধ্যায় ৭০

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন