অধ্যায় ৬৮

আমার বাক্য প্রতিটি দেশ, স্থান, জাতি, এবং সম্প্রদায়ের মধ্যে রূপায়িত হচ্ছে, এবং কোনো একটি নির্দিষ্ট সময়ের বিচারে তা প্রতিটি প্রান্তে পূর্ণ হচ্ছে। সর্বত্র যে বিপর্যয়গুলি ঘটে তা মানুষের পারস্পরিক যুদ্ধ নয়, অস্ত্রের লড়াইও সেগুলি নয়। পরবর্তীতে আর কোনো যুদ্ধ থাকবে না। সব কিছু আমার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সকলেই আমার বিচারের সম্মুখীন হবে এবং বিপর্যয়ের মাঝে শক্তিহীন হয়ে পড়বে। যারা আমাকে প্রতিরোধ করে, এবং যারা আমার সঙ্গে সহযোগিতা করার কোনো উদ্যোগ নেয় না, তারা তারা বিভিন্ন বিপর্যয়ের যন্ত্রণা ভোগ করুক; তারা চিরদিন ক্রন্দন করুক এবং দাঁতে দাঁত ঘসে যাক, তারা চিরকাল অন্ধকারে নিমজ্জিত থাক। তারা টিকে থাকবে না। আমি অকপটভাবে এবং তৎপরতার সঙ্গে কাজ করি, অতীতে তুমি আমার প্রতি কতটা বিশ্বস্ত ছিলে তা নিয়ে আমি মাথা ঘামাই না; যতক্ষণ তুমি আমায় প্রতিরোধ করবে, আমার বিচারের হস্ত কোনো বিলম্ব – এমনকি এক মুহূর্তেরও বিলম্ব না করে – এবং করুণার লেশমাত্র না দেখিয়ে তোমার উপর আমার ত্বরিত ক্রোধ নিক্ষেপ করবে। আমি চিরদিন এটাই বলে আসছি যে আমিই সেই ঈশ্বর যিনি তাঁর কথা রাখেন। আমি যে বাক্যগুলি উচ্চারণ করি তার প্রতিটি পূর্ণ হবে, সেগুলির প্রত্যেকটি আমি তোমাদের দেখাব। প্রকৃত অর্থেই একেই বলা হয় সমস্ত কিছুর বাস্তবে প্রবেশ।

আমার পুত্র, আমার প্রিয়জনদের উপর কোনো বড় বিপর্যয়ের আঁচ পড়বে না; প্রতি মুহূর্তে প্রতি লহমায় আমি আমার দেখভাল করব। তোমাদের নিশ্চিতভাবেই এইরূপ যন্ত্রণা ও কষ্টভোগ করতে হবে না। বরং, আমার পুত্রদের নিখুঁত করে তোলা এবং তাদের মধ্যে আমার বাক্যকে পূর্ণ করাই এর লক্ষ্য। এর ফলস্বরূপ তোমরা আমার সর্বশক্তিমত্তাকে স্বীকার করতে পারবে, জীবনে আরো বিকশিত হবে, আরো শীঘ্র ভাবেই আমার জন্য কাঁধে ভার তুলে নেবে, এবং পরিচালনামূলক পরিকল্পনাকে সম্পন্ন করার লক্ষ্যে নিজেদের সম্পূর্ণ সত্তাকে উৎসর্গ করবে। এই কারণেই তোমাদের হর্ষ-উল্লাসে মেতে ওঠা উচিত। আমি সবকিছু তোমাদের কাছে হস্তান্তর করব, তোমাদের নিয়ন্ত্রণভার নেওয়ার অনুমতি দেব; এটা আমি তোমাদের হাতে তুলে দেব। একজন পুত্র যদি সত্যিই তার পিতার সম্পূর্ণ সম্পত্তির উত্তরাধিকারী হয়, তাহলে এটা তোমাদের, আমার প্রথমজাত পুত্রদের, ক্ষেত্রে এটা কত বেশি সত্যি হবে? তোমরা প্রকৃতই আশীর্বাদধন্য। বড় বড় বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পরিবর্তে তোমরা চিরন্তন আশীর্বাদ লাভ করবে। কী মহিমা! কী মহিমা!

তোমার গতিকে ত্বরান্বিত করো, সর্বত্র এবং সর্বসময়ে আমার পদাঙ্ক অনুসরণ করো, পিছনে পড়ে থেকো না। তোমার হৃদয়কে আমার হৃদয়ের অনুসরণ করতে দাও, এবং তোমাদের মনকে আমার মনের অনুসরণ করতে দাও। আমার সঙ্গে সহযোগিতা করো এবং আমার সঙ্গে সমভাব হও। আমার সঙ্গে ভোজন করো, আমার সঙ্গে জীবনযাপন করো, এবং আমার সঙ্গে উপভোগ করো। তোমাদের উপভোগ ও গ্রহণের জন্য আমার চমকপ্রদ আশীর্বাদ অপেক্ষা করছে। আমার হৃদয়ে এই অতুলনীয় প্রাচুর্য বিরাজমান। এর মধ্যে কণামাত্রও অন্য কারো জন্য তৈরি করা হয়নি; এর পুরোটাই আমি আমার পুত্রদের জন্য তৈরি করেছি।

কী পূরণ করা হবে, বর্তমানে শুধু সেটাই আমার মনের মধ্যে রয়েছে। তোমাদের সঙ্গে কথা বলা যখন আমার শেষ হবে, ততক্ষণে ঐ বিষয়গুলিও সম্পন্ন হয়ে যাবে। কাজ সত্যিই খুব দ্রুত অগ্রসর হয়, এবং তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তোমাদের মনোযোগ যদি এক মূহূর্তেও জন্যও সরে যায়, তাহলে একটা ‘কেন্দ্রাতিগ’ একটা ঘটনা ঘটবে, এবং তোমরা বহুদূরে ছিটকে যাবে, এইভাবেই এই স্রোতের বাইরে বেরিয়ে যাবে। তোমরা যদি ঐকান্তিক ভাবে অন্বেষণ না করো, তাহলে তোমরা আমার সযত্ন প্রয়াসকে ব্যর্থ করে দেবে। ভবিষ্যতে, সেকোনো সময়ে বিভিন্ন জাতির লোকজন এসে ভিড় জমাবে: তোমাদের এই বর্তমান অবস্থায় তোমরা কি তাদের নেতৃত্ব দিতে পারবে? আমার অর্পিত দায়িত্ব পালনের জন্য এই স্বল্প সময়ের মধ্যে ভালো সৈনিক হয়ে ওঠার উদ্দেশ্যে আমি তোমাদের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেব। আমি চাই তোমরা সব দিক থেকেই আমার নাম মহিমান্বিত করো, এবং আমার জন্য চমকপ্রদ সাক্ষ্য বহন করো। যাদের তারা ঘৃণা করেছে তারা আজ তাদের ঊর্ধ্বে উঠে তাদের নেতৃত্ব দিক, তাদের শাসন করুক। তোমরা কি আমার অভিপ্রায় বুঝতে পারছ? যে শ্রমসাধ্য প্রয়াস আমি করেছি তা কি তোমরা উপলব্ধি করেছ? আমি এ কাজ তোমাদের জন্য করেছি। তোমরা আমার আশীর্বাদ উপভোগ করতে সক্ষম কি না এটা শুধু তার উপর নির্ভর করছে।

আমিই, সেই ঈশ্বর যিনি মানবজাতির হৃদয় ও মনের সন্ধান করেন, পৃথিবীর শেষ প্রান্তে পরিভ্রমণ করেন। কে আমার জন্য সেবা না প্রদান করার সাহস করবে? সমস্ত জাতির মধ্যে প্রবল উত্তেজনা, এবং তাদের মধ্যে তিক্ত লড়াই চলছে; কিন্তু শেষপর্যন্ত তারা আমার মুঠো থেকে পলায়ন করতে পারবে না। আমি তাদের এত সহজে তাদের রেহাই দেব না। আমি তাদের কাজ, পার্থিব অবস্থান এবং পার্থিব ভোগসুখের নিরিখে, একে একে বিচারের মুখোমুখি দাঁড় করাব। আমি কাউকে রেহাই দেব না। আমার ক্রোধ প্রকাশ পেতে শুরু করেছে, এবং তার সবটুকুই তাদের উপর বর্ষিত হবে। এক এক করে তাদের মধ্যে সবকিছু পূরণ হবে, এবং তারা নিজেরাই নিজেদের উপর এই সবকিছু ডেকে আনবে। যে সকল মানুষ আমাকে জানতে ব্যর্থ হয়েছে বা অতীতে আমাকে ঘৃণা করেছে তারা এবার আমার বিচারের সম্মুখীন হবে। যারা আমার পুত্রদের নির্যাতন করেছে, তাদের পূর্বের কথা ও কাজ অনুসারে তাদের আমি বিশেষ ভাবে শাস্তি প্রদান করব। এমনকি আমি শিশুদেরও রেহাই দেব না; এই সকল মানুষই শয়তানের স্বজাতি। তারা যদি কিছুই না-বলে বা না-করে, যদি তারা মনের গভীরে আমার পুত্রদের প্রতি ঘৃণা পোষণ করে, তবে আমি তাদের একজনকেও রেয়াৎ করব না। আমি তাদের এটা দেখাব যে আমরাই – এই গোষ্ঠীর লোকেরাই – বর্তমানে শাসন করি ও ক্ষমতা ধারণ করি; তারা কিন্তু তা একেবারেই করে না। এই কারণে, আমার জন্য তোমাদের পূর্ণ শক্তি নিয়োগ করা ও আন্তরিক ভাবে নিজেদের ব্যয়িত করাটা তোমাদের পক্ষে আরো বেশি গুরুত্বপূর্ণ, যাতে তোমরা প্রতিটি স্থানে, প্রতিটি প্রান্তে, সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে, আমার নামকে মহিমান্বিত করো, এবং আমার নামের সাক্ষ্য বহন করো এবং তা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দাও!

পূর্ববর্তী: অধ্যায় ৬৭

পরবর্তী: অধ্যায় ৬৯

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন