অধ্যায় ৬৭
আমার পুত্রগণ প্রকাশ্যে সমস্ত মানুষের সম্মুখে আবির্ভূত হয়। যারা তাদের প্রকাশ্যে অমান্য করার সাহস দেখায় আমি তাদের কঠোর শাস্তি দেব; এটা নিশ্চিত। আজ যারা উঠে দাঁড়িয়ে গির্জাকে নেতৃত্বদানে সক্ষম তারা প্রথমজাত পুত্রের মর্যাদা অর্জন করেছে, এবং বর্তমানে তারা আমার সঙ্গে গৌরবান্বিত হয়েছে – যা কিছু আমার তা তোমাদেরও। যারা ঐকান্তিক ভাবে নিজেদের আমার কাছে সমর্পণ করে আমি তাদের উপর প্রচুর অনুগ্রহ বর্ষণ করি, যাতে তুমি শক্তিশালী হয়ে ওঠ, যাতে অন্যান্য মানুষের শক্তির চেয়ে অনেক বেশি শক্তি তোমার থাকে। আমার ইচ্ছা সামগ্রিকভাবে তোমাদের কাছে, প্রথমজাত পুত্রদের কাছে পৌঁছয় এবং শুধু এই আশা রাখি যে তোমরা যথা শীঘ্র সম্ভব পরিণত হয়ে ওঠ এবং যে দায়িত্ব তোমাদের অর্পণ করেছি তা সম্পন্ন করো। এটা জেনে রেখো! এটার মাধ্যমেই আমি তোমাদের উপর আমার পরিচালনামূলক পরিকল্পনার চূড়ান্ত কর্মসূচির দায়িত্ব অর্পণ করছি। আমি শুধু এই আশা রাখি যে তোমরা তোমাদের হৃদয়, মন, শক্তি সহ সম্পূর্ণ সত্তাকে আমার কাছে উৎসর্গ করতে পারবে এবং আমার জন্য সমস্ত কিছুই ব্যয়িত করতে পারবে। সময় প্রকৃতই কোনো মানুষের জন্য অপেক্ষা করে না, এবং কোনো ব্যক্তি, ঘটনা বা বস্তু আমার কাজে বিঘ্ন ঘটাতে পারে না। এটা জেনে রেখো! আমার কাজ প্রতিটি পদক্ষেপে নির্বিঘ্নে মসৃণ ভাবে অগ্রসর হয়।
বিশ্বব্রহ্মাণ্ডে এবং পৃথিবীর শেষপ্রান্তে আমার পদচিহ্ন পড়েছে, আমার চোখ প্রতিটি মানুষকে নিরন্তর পরীক্ষা করে চলে, এবং, উপরন্তু, আমি এই বিশ্বব্রহ্মাণ্ডকে সামগ্রিক ভাবে দেখি। আমার বাক্যগুলি বস্তুত এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি প্রান্তে সক্রিয় রয়েছে। যারাই আমার জন্য সেবা প্রদান না করার সাহস দেখাবে, যারাই আমার প্রতি অবাধ্য হওয়ার সাহস করবে, এবং যারাই আমার নামের উপর কোনো রায় দেওয়ার সাহস করবে, এবং যারাই আমার পুত্রগণের অপবাদ দেবে ও তাদের সমালোচনা করবে – যারা সত্যিই এইসব কাজ করতে পারে, তারা আমার কঠোর বিচারের সম্মুখীন হবে। আমার বিচার তার সামগ্রিকতা নিয়ে নেমে আসবে, অর্থাৎ, বর্তমান যুগ হল বিচারের যুগ, এবং ভালোভাবে লক্ষ্য করলে, তোমরা দেখবে যে আমার বিচার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডজুড়ে প্রসারিত। অবশ্যই, আমার গৃহও তা থেকে ছাড় পায় না; যাদের চিন্তাভাবনা, কথা, বা কাজ আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তাদের উপর বিচার নেমে আসবে। এ কথা উপলব্ধি কোরো! আমার বিচার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের উপর প্রযোজ্য, শুধুমাত্র কোনো একটি গোষ্ঠীর মানুষ এবং বস্তুর ক্ষেত্রে নয়। এ কথা কি তোমরা বুঝতে পেরেছ? মনের গভীরে আমাকে নিয়ে তোমার চিন্তার মধ্যে যদি কোনো বিরোধ থাকে তাহলে তক্ষুনি অভ্যন্তরেই তোমাদের বিচার হবে।
আমার বিচার সমস্ত আকার ও অবয়ব ধরে আসে। এটা জেনে রাখো! আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্য এবং প্রাজ্ঞ ঈশ্বর! কোনো কিছুই আমার ক্ষমতার অতীত নয়। আমার সমস্ত বিচার তোমাদের কাছে প্রকাশিত: আমাকে নিয়ে তোমাদের চিন্তায় যদি কোনো বিরোধ থাকে, তাহলে, সতর্কবার্তা হিসাবে, আমি তোমাকে আলোকিত করব। তুমি যদি না শোনো তাহলে আমি তোমাকে অবিলম্বে পরিত্যাগ করব (এর দ্বারা আমি আমার নাম নিয়ে সন্দেহপ্রকাশকে বোঝাচ্ছি না, সেই বাহ্যিক আচরণকে বোঝাচ্ছি যা দৈহিক সুখের সঙ্গে সম্পর্কিত)। আমার প্রতি তোমার চিন্তাভাবনা যদি বিরোধিতাপূর্ণ হয়, যদি তুমি আমার কাছে অভিযোগ কর, যদি তুমি বারবার শয়তানের চিন্তাগুলি গ্রহণ কর, এবং তুমি যদি জীবনের অনুভূতিগুলি না অনুসরণ কর, তাহলে তোমার আত্মা অন্ধকারে নিমজ্জিত হবে এবং তোমার দেহ যন্ত্রণাভোগ করবে। তোমাকে আমার সান্নিধ্যে থাকতেই হবে। মাত্র দু-এক দিনের মধ্যে হয়তো তুমি তোমার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না, এবং তোমার জীবন দৃশ্যতই অনেক পিছনে পড়ে থাকবে। আর যারা কথায় অসংযমী, আমি তোমাদের মুখ ও জিহ্বাকে অনুশাসন করব, এবং তোমাদের জিহ্বাগুলিকে পরিচালনার অধীন করব। কর্মে যারা বাড়াবাড়ি রকমের অসংযমী, তোমাদের আত্মাকে আমি তোমাদের সতর্ক করব, এবং যারা কথা শোনে না তাদের আমি কঠোর শাস্তি দেব। যারা প্রকাশ্যে আমার বিচার ও বিরুদ্ধতা করে, কথায় ও কাজে আমার প্রতি যারা অবাধ্যতা দেখায় আমি তাদের পুরোপুরি নির্মূল ও পরিত্যাগ করব, তাদের ধ্বংস ডেকে আনব এবং তারা যাতে পরম আশীর্বাদ হারায় তা নিশ্চিত করব; এরা হল সেই ব্যক্তি যারা একবার নির্বাচিত হওয়ার পরও বহিষ্কৃত হয়। যারা অজ্ঞ, তাদের দৃষ্টি স্বচ্ছ না হওয়ার কারণে, আমি তাদের আলোকিত করব এবং রক্ষা করব; তবে যারা সত্যটা বোঝে কিন্তু তা অনুশীলন করে না তারা উপরোক্ত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে, সে তারা অজ্ঞ হোক বা নাই হোক। আর যাদের অভিপ্রায় প্রথম থেকেই বিপথগামী, আমি তাদের চিরদিনের মতো বাস্তবকে উপলব্ধির অক্ষম করে তুলব, এবং ঘটনাচক্রে তারা ধীরে ধীরে একে একে সকলেই বহিষ্কৃত হবে। কেউই টিকে থাকবে না, যদিও আমার আয়োজন অনুসারে এখনকার মতো তারা টিকে থাকতে পারে (কারণ আমি হঠকারীভাবে কোনো কাজই করি না, বরং আমি সুশৃঙ্খল উপায়ে কার্য সমাধা করি)।
আমার বিচার সম্পূর্ণরূপে প্রকাশিত; এখানে বিভিন্ন ধরনের মানুষকে সম্বোধিত করা হয়েছে, যাদের সকলকে নিজেদের যথাযথ স্থান গ্রহণ করতে হবে। কোন নিয়ম তারা ভঙ্গ করেছে সেই অনুসারে আমি মানুষকে পরিচালনা ও তাদের বিচার করব। আর যারা এই নামের মধ্যে নেই এবং অন্তিম সময়ের খ্রীষ্টকে স্বীকার করে না তাদের ক্ষেত্রে একটি মাত্র নিয়মই প্রযোজ্য: যারা আমাকে অমান্য করে আমি অবিলম্বে তাদের দেহ, মন ও আত্মাকে দখল করে নিয়ে তাকে মৃতস্থানে নিক্ষেপ করব; যারা আমাকে অমান্য করে না, দ্বিতীয় বিচার শুরু করার আগে তোমাদের পরিণত হয়ে ওঠার জন্য আমি অপেক্ষা করব। আমার বাক্যগুলি অত্যন্ত স্পষ্টভাবে সবকিছু ব্যাখ্যা করে, এবং কোনোকিছুই প্রচ্ছন্ন নেই। আমি শুধু এই আশা রাখি যে তোমরা সেগুলো চিরদিন নিজেদের মনে ধরে রাখতে পারবে!