অধ্যায় ৪১

গির্জায় যে সমস্যাগুলি উদ্ভূত হয়, সেগুলির বিষয়ে এত গুরুতর আশঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠনা। গির্জার নির্মাণকালে ভুলত্রুটি অনিবার্য, কিন্তু যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন আতঙ্কিত হয়ো না; বরং, শান্ত ও সংযত হয়ে থেকো। আমি কি ইতিমধ্যেই তোমাদের বলিনি? বারবার আমার সম্মুখে এসো এবং প্রার্থনা করো, এবং আমি তোমাকে স্পষ্টভাবে আমার অভিপ্রায়গুলি দেখাব। গির্জাই আমার হৃদয় এবং আমার চূড়ান্ত লক্ষ্য, আমি একে কী করে ভালো না বেসে থাকতে পারি? ভয় পেয়ো না—এই ধরনের বিষয় যখন গির্জায় ঘটে তখন আমার অনুমতিক্রমেই ঘটে। আমার পক্ষে দাঁড়াও এবং কথা বলো। আমার সিংহাসনের দ্বারা যে সমস্ত বস্তু ও বিষয় অনুমোদন পায় এবং অভ্যন্তরে আমার অভিপ্রায়কে ধারণ করে সেগুলির উপর বিশ্বাস রাখো। তুমি যদি উচ্ছৃঙ্খল ভাবে সহকারিতা করে যাও, তাহলে সমস্যা হবে। তুমি কি পরিণতির কথা ভেবেছ? এই ধরনের বিষয়ের সুবিধাই শয়তান নেয়। বারবার আমার সম্মুখে এসো। আমি সহজভাবে বলব: আমার সম্মুখে আসার আগে যদি অন্য কোনো কাজ করতে যাও তবে সেই কাজ তুমি সম্পূর্ণ করতে পারবে—এমন কল্পনাও কোরো না। তোমরাই আমাকে এই অবস্থান নিতে বাধ্য করেছ।

নিরুৎসাহিত হয়ো না, দুর্বল হয়ো না, আমি তোমার কাছে সবকিছু স্পষ্ট করে তুলব। রাজ্যের পথ অতটাও মসৃণ নয়, কোন কিছুই এত সহজ নয়! তোমরা চাও খুব সহজেই তোমাদের কাছে আশীর্বাদ আসুক, তাই নয় কি? আজ, সবাইকে তিক্ত পরীক্ষাসমূহের সম্মুখীন হতে হবে। এই পরীক্ষাসমূহ ব্যতীত, আমার জন্য তোমাদের প্রেমময় হৃদয় আরো শক্তিশালী হয়ে বিকশিত হবে না এবং আমার জন্য তোমাদের প্রকৃত ভালোবাসা থাকবে না। এমনকি, যদিও এই পরীক্ষাগুলি খুব সাধারণ ঘটনা সংক্রান্তও হয়ে থাকে তাহলেও, এগুলির মধ্যে দিয়েই সকলকে উত্তীর্ণ হতে হবে; তবে পরীক্ষাগুলি কতটা কঠিন হবে তা ব্যক্তিবিশেষের উপর নির্ভর করছে। পরীক্ষাগুলি আমাকৃত আশীর্বাদ, এবং তোমাদের মধ্যে কতজন আমার সম্মুক্ষে এসে নতজানু হয়ে আমার আশীর্বাদ ভিক্ষা করেছ? বোকা সন্তানের দল! তোমরা সবসময় মনে করো কয়েকটি শুভ বাক্যই আমার আশীর্বাদ। কিন্তু এটা স্বীকার করো না যে তিক্ততাও আমারই এক আশীর্বাদ। যারা আমার তিক্ততার ভাগীদার হবে, তারা অবশ্যই আমার মাধুর্যও লাভ করবে। তোমাদের কাছে এটাই আমার অঙ্গীকার এবং আশীর্বাদ। আমার বাক্য ভোজন, পান ও উপভোগে দ্বিধা কোরো না। অন্ধকার দূরীভূত হলে, আলোকের আগমন ঘটে। ভোরের আগেই অন্ধকার প্রগাঢ়তম হয়, তারপর আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে, এবং, অতঃপর সূর্যোদয় হয়। ভয় পেয়োনা বা সংকুচিত হয়ে থেকো না। আজ, আমি আমার পুত্রদের সমর্থন করব এবং তাদের উদ্দেশ্যে আমার ক্ষমতা প্রয়োগ করব।

গির্জার কাজকর্মের প্রসঙ্গ যখন এলেই, সর্বদা স্বীয় দায়িত্ব এড়িয়ে চলো না। তুমি যদি বিবেকসম্মত ভাবে বিষয়টা আমার আমার সম্মুখে পেশ করো, তবে তুমি একটা পথ খুঁজে পাবে। এই ধরনের সামান্য সমস্যা এলেই কি তুমি আতঙ্কিত, ভীত ও কিংকর্তব্যবিমূঢ়হয়ে পড়? আমি তোমাদের অসংখ্যবার বলেছি, “বারংবার আমার কাছে এসো!” আমি তোমাদের যা বলেছি সেগুলি কি তোমরা বিবেকসম্মতভাবে অনুশীলন করেছ? আমার বাক্যগুলি কতবার তোমরা বিবেচনা করে দেখেছ? তা যদি তোমরা না করে থাকো, তাহলে তোমাদের কোনো স্বচ্ছ অন্তর্দৃষ্টি নেই। এর জন্য কি তোমরা নিজেরা দায়ী নও? তোমরা অপরকে দোষারোপ করো, কিন্তু তদপরিবর্তে নিজের প্রতি কেন তোমরা ঘৃণা অনুভব করো না? তোমরা বিষয়সকল পণ্ড করে দাও এবং তারপর তোমরা নির্লিপ্ত থাকো ও দায়সারা ভাব দেখাও; আমার বাক্যের প্রতি তোমাদের মনোযোগ দিতেই হবে।

অনুগত ও সমর্পিত ব্যক্তিগণ প্রভূত আশীর্বাদ লাভ করবে। গির্জায়, আমার সাক্ষ্যে দৃঢ় হয়ে থেকো, সত্যকে তুলে ধরো; যা ঠিক তা ঠিকই, এবং যা ভুল তা ভুলই। সাদা আর কালোকে গুলিয়ে ফেলো না। শয়তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে তোমাকে তাকে পরাস্ত করতেই হবে যাতে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। আমার সাক্ষ্যকে সুরক্ষিত করার জন্য তোমাকে সর্বস্ব দিতেই হবে। এই-ই হবে তোমাদের কর্মের লক্ষ্য—তা ভুলে যেয়ো না। কিন্তু বর্তমানে, তোমাদের মধ্যে বিশ্বাসের এবং বিভিন্ন বিষয়ের পৃথগীকরণে দক্ষতার অভাব রয়েছে এবং তোমরা চিরদিনই আমার বাক্য ও অভিপ্রায়কে বুঝতে অক্ষম। তথাপি, উদ্বিগ্ন হয়ো না, সকলই আমার পদক্ষেপ অনুযায়ী অগ্রসর হয় এবং উদ্বেগ কেবল সমস্যারই জন্ম দেয়। আমার সম্মুখে অধিকতর সময় অতিবাহিত করো এবং খাদ্য এবং পোশাক-পরিচ্ছদের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করো না—যেগুলি কেবলই পার্থিব শরীরের জন্য। বারংবার আমার অভিপ্রায়ের সন্ধান করো, এবং আমি তোমাকে স্পষ্টভাবে দেখিয়ে দেব সেগুলি আসলে কী। ধীরে ধীরে তুমি সমস্ত কিছুর মধ্যে আমার অভিপ্রায় খুঁজে পাবে, আমি সকল মানুষের অন্তরে প্রবেশের এক বাধাহীন পথ খুঁজে পাবো। তা আমার হৃদয়কে তৃপ্ত করবে, এবং তোমরা আমার সঙ্গে চিরতরে এবং অনন্তকাল ধরে আশীর্বাদ লাভ করবে।

পূর্ববর্তী: অধ্যায় ৪০

পরবর্তী: অধ্যায় ৪২

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন