অধ্যায় ৩৩
আমার রাজ্যে তাদেরই প্রয়োজন যারা সৎ, যারা কপট বা শঠ নয়। খাঁটি ও সৎ মানুষ কি পৃথিবীতে অপ্রিয় নয়? আমি ঠিক তার বিপরীত। সৎ মানুষের আমার কাছে আসাটা গ্রহণযোগ্য; আমি এই ধরনের ব্যক্তির দ্বারা আনন্দিত বোধ করি, এবং আমার এই ধরনের ব্যক্তির প্রয়োজনও। ঠিক এটিই হল আমার ন্যায়পরায়ণতা। কিছু কিছু মানুষ অজ্ঞ; তারা পবিত্র আত্মার কাজ অনুভব করতে পারে না এবং তারা আমার ইচ্ছাকে উপলব্ধি করতে পারে না। তারা তাদের পরিবার এবং তাদের আশেপাশের পরিবেশটি স্পষ্টভাবে দেখতে পায় না, এবং তারা অন্ধভাবে কাজ করে এবং অনুগ্রহ অর্জনের বহুবিধ সুযোগ হারায়। বারে বারে, তারা তাদের কর্মের জন্য অনুশোচনা বোধ করে এবং যখন তারা কোনো বিষয়ের সম্মুখীন হয়, তারা আবারও তা স্পষ্টভাবে দেখতে পায় না। কখনও কখনও তারা জয় লাভের জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে সক্ষম হয়, কিন্তু পরে যখন তারা একই ধরনের বিষয়ের সম্মুখীন হয়, তখন পুরাতন ব্যাধির পুনরাবৃত্তি ঘটে এবং তারা আমার ইচ্ছাকে উপলব্ধি করতে পারে না। কিন্তু আমি এসবের দিকে তাকাই না, এবং তোমাদের অধর্মের বিষয়গুলি আমার স্মরণে নেই। বরং, আমি তোমাদের এই বিশৃঙ্খল ভূমি থেকে বাঁচাতে চাই এবং তোমাদের নিজেদের জীবন পুনর্নবীকরণ করার অনুমতি দিই। আমি তোমাদের বারংবার ক্ষমা করে দিয়েছি। তবে, এখন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তোমরা আর বিভ্রান্ত হতে পারবে না এবং সেই আর এইভাবে অনিয়মিত উপায়ে এগিয়ে যেতে পারবে না। কখন তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে? থেমে না গিয়ে সমাপ্তি রেখার দিকে দৌড়ানোর জন্য তোমাদের নিরতিশয় চেষ্টা করতে হবে। সবচেয়ে কঠিন সময়ে শিথিল হয়ো না, সাহসের সঙ্গে এগিয়ে যাও, এবং দেখবে যে তোমাদের সম্মুখে রয়েছে একটি মহাভোজ। দ্রুত তোমার বিবাহের এবং ন্যায়পরায়ণতার পোশাক পরিধান কর, এবং খ্রীষ্টের বিবাহের নৈশভোজে যোগ দাও; সমস্ত অনন্তকালের জন্য পারিবারিক আনন্দ উপভোগ কর! তুমি আর আগের মতো বিষণ্ণ, দুঃখিত হবে না আর দীর্ঘশ্বাস ফেলবে না। সেই সময়ের সবকিছুই ধোঁয়ার মত অদৃশ্য হয়ে যাবে এবং শুধুমাত্র খ্রীষ্টের পুনরুত্থিত জীবনই তোমার মধ্যে শক্তি সঞ্চালন করবে। তোমার মধ্যে থাকবে, ধৌত ও পরিশোধনের দ্বারা শুদ্ধ একটি মন্দির, এবং তুমি যে পুনরুত্থানের জীবন লাভ করেছ তা চিরকাল তোমার মধ্যে থেকে যাবে!