অধ্যায় ৩২

আলো কী? অতীতে তোমরা পবিত্র আত্মার কর্মের রূপান্তরকে আলো বলে গণ্য করতে। সর্বসময়েই প্রকৃত আলো রয়েছে: অর্থাৎ, আমার নিকটে আসা ও আমার সঙ্গে সহকারিতার মাধ্যমে ঈশ্বর যা, তা অর্জন করা। ঈশ্বরের বাক্যের ভিতর অন্তর্দৃষ্টি লাভ ও তাঁর বাক্যের মধ্যে ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করা—অর্থাৎ, সেগুলি পান ও ভোজনের সময় ঈশ্বরের বাক্যগুলিতে আত্মাকে উপলব্ধি করা, এবং তোমাদের অন্তরে ঈশ্বরের বাক্যগুলিকে গ্রহণ করা; তিনি যা, তা তুমি অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করো, এবং তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপনের সময়ে ঈশ্বরের প্রদীপ্তি গ্রহণ করো; সকল কিছুই আলো। তোমার আলোকপ্রাপ্তি ঘটতে পারবে এবং অনুধ্যান ও বিবেচনা করার সময় যে কোনো মুহূর্তে তুমি ঈশ্বরের বাক্যের ভিতর নতুন অন্তর্দৃষ্টি লাভ করবে। তুমি যদি ঈশ্বরের নতুন বাক্যকে উপলব্ধি করো, এবং তুমি নতুন আলোকে উপলব্ধি করো, তাহলে তোমার সেবায় কি ক্ষমতা থাকবে না? সেবাদানের সময়ে তোমরা কতোই না দুশ্চিন্তা করো! এর কারণ তোমরা বাস্তবের স্পর্শ পাওনি, এবং তোমাদের প্রকৃত অভিজ্ঞতা বা অন্তর্দৃষ্টি নেই। যদি তোমার প্রকৃত অন্তর্দৃষ্টি থাকত, তাহলে তুমি কি জানতে না কীভাবে সেবা করতে হয়? যখন কিছু নির্দিষ্ট বিষয় তোমার সঙ্গে ঘটে, তখন তোমায় অধ্যবসায়ের সঙ্গে সেগুলির অভিজ্ঞতা অর্জন করতে হবে। একটি সহজ ও আরামদায়ক পরিবেশেও যদি তুমি ঈশ্বরের মুখাবয়বের আলোর মধ্যে বাস করতে পারো, তাহলে তুমি প্রতিদিন ঈশ্বরের মুখ দেখবে। তুমি ঈশ্বরের মুখ দেখে থাকো, এবং ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে থাকো, তাহলে কি তুমি আলোক লাভ করবে না? তোমরা বাস্তবের মধ্যে প্রবেশ করো না, এবং তোমরা সর্বদা বহির্জগতে, অনুসন্ধান করছ; ফলস্বরূপ, তোমরা কিছুই খুঁজে পাওনা, এবং তোমাদের জীবনের অগ্রগতি বিলম্বিত হয়।

বহির্জগতের উপর মনোযোগ দিয়ো না; তার পরিবর্তে, অভ্যন্তরেই ঈশ্বরের নিকটবর্তী হও, যথেষ্ট গভীরভাবে যোগাযোগ স্থাপন করো এবং ঈশ্বরের ইচ্ছাকে উপলব্ধি করো; তারপরে কি তোমাদের সেবায় তোমরা একটা পথ পাবে না? তোমাদের পরিশ্রমসহকারে মনোযোগ দেওয়া ও মান্য করা প্রয়োজন। তোমরা যদি শুধু আমার বাক্যগুলি অনুসারে সমস্ত বিষয় সম্পন্ন করো এবং আমার নির্দেশিত পথগুলিতে প্রবেশ করো, তাহলে তুমি কি একটা পথ পাবে না? তোমার যদি বাস্তবে প্রবেশ করার মতো একটা পথ থাকে, তাহলে তোমার ঈশ্বরকে সেবা করার একটা পথও রয়েছে। এমনটা সহজ! ঈশ্বরের উপস্থিতিতে আরো বেশি করে এসো, ঈশ্বরের বাক্যগুলি নিয়ে আরো বেশি করে চিন্তাভাবনা করো, এবং তোমার মধ্যে যে বিষয়ে ঘাটতি রয়েছে তা তুমি অর্জন করবে। তুমি নতুন অন্তর্দৃষ্টি, নতুন আলোকপ্রাপ্তিও অর্জন করবে, এবং তুমি আলোক লাভ করবে।

পূর্ববর্তী: অধ্যায় ৩১

পরবর্তী: অধ্যায় ৩৩

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন