অধ্যায় ২৭

একমেবাদ্বিতীয়ম প্রকৃত ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ড এবং সকলকিছুর উপর রাজত্ব করেন—তিনিই সর্বশক্তিমান ঈশ্বর, অন্তিম সময়ের খ্রীষ্ট! এটাই পবিত্র আত্মার সাক্ষ্য, অবিসংবাদী প্রমাণ! পবিত্র আত্মা সর্বত্র সাক্ষ্য দেওয়ার জন্য কর্মে রত, যাতে কেউ সংশয়ের মধ্যে না থাকে। বিজয়ী রাজাধিরাজ, সর্বশক্তিমান ঈশ্বর! তিনি সমগ্র বিশ্ব জুড়ে বিরাজমান রয়েছেন, তিনি পাপের বিরুদ্ধে জয়লাভ করেছেন, তিনি তাঁর মুক্তির কার্য সম্পন্ন করেছেন! তিনি আমাদের, শয়তানের দ্বারা কলুষিত এই মানবগোষ্ঠীকে, উদ্ধার করেছেন, এবং তাঁর ইচ্ছা পালনের নিমিত্ত আমাদের সম্পূর্ণ করে তুলেছেন। তিনি সমগ্র পৃথিবীর উপর রাজকীয় ক্ষমতা প্রয়োগ করেন, এই ভূখণ্ডকে পুনরুদ্ধার করেন এবং শয়তানকে বিতাড়ন করে অতল গহ্বরে প্রেরণ করেন। তিনি এই বিশ্বের উপর বিচারকার্যে রত হন, এবং তাঁর হাত থেকে কেউই পলায়ন করতে পারে না। তিনি রাজাধিরাজ হিসাবে রাজত্ব করেন।

সমগ্র পৃথিবী হর্ষে মুখর! সমগ্র পৃথিবী, বিজয়ী রাজরাজেশ্বর—সর্বশক্তিমান ঈশ্বরের স্তুতি করছে! চিরদিন ও চিরকালের জন্য! আপনি এই সম্মান ও স্তুতির যোগ্য। এই বিশ্বব্রহ্মাণ্ডের মহান রাজাধিরাজই একমাত্র কর্তৃত্ব ও মহিমার অধিকারী।

সময় অল্প। সর্বশক্তিমান ঈশ্বরের পদাঙ্ক অনুসরণ করো এবং সম্মুখে অগ্রসর হতে থাকো। ত্রুটির বিষয়ে অতি সতর্ক হও, তাঁর দায়ভারের প্রতি বিবেচনাশীল হও, তাঁর সঙ্গে একাত্ম হও, এবং তাঁর পরিচালনামূলক পরিকল্পনার জন্য নিজেকে ব্যয় করো। নিজেদের ধনসম্পদ তুমি কখনোই ধরে রাখবে না। খুবই কম সময় অবশিষ্ট রয়েছে। তোমার বিত্তবৈভব উৎসর্গ করো! সেগুলি আঁকড়ে থেকো না! সেগুলি উৎসর্গ করো! সেগুলি আঁকড়ে থেকো না!

পূর্ববর্তী: অধ্যায় ২৬

পরবর্তী: অধ্যায় ২৮

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

সম্পর্কিত তথ্য

ঈশ্বর হলেন মানুষের জীবনের উৎস

ক্রন্দনরত অবস্থায় এই জগতে ভূমিষ্ঠ হবার সময় থেকেই তুমি তোমার কর্তব্য পালন করা শুরু করো। ঈশ্বরের পরিকল্পনা ও তাঁর নির্ধারিত নিয়তি অনুসারে...

পরিশিষ্ট ২ ঈশ্বর সমগ্র মানবজাতির ভাগ্য নির্ধারক

মানব প্রজাতির সদস্য এবং ধর্মপ্রাণ খ্রীষ্টান হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের দেহ ও মনকে ঈশ্বরের অর্পিত দায়িত্বে নিযুক্ত...

সর্বশক্তিমানের দীর্ঘশ্বাস

তোমার হৃদয়ে এক বিশাল গোপন বিষয় আছে যার ব্যাপারে তুমি কখনও সচেতন ছিলে না, কারণ তুমি বেঁচে আছ আলোকহীন এক জগতে। তোমার হৃদয় আর তোমার আত্মাকে...

ঈশ্বরের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ

মানুষ যখন ঈশ্বরকে বিশ্বাস করে, ভালোবাসে, এবং তাঁকে পরিতুষ্ট করে, তখন তারা তাদের হৃদয় দিয়ে ঈশ্বরের আত্মাকে স্পর্শ করে ও তার ফলে তাঁর...

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন