অধ্যায় ২৬

আমার সন্তানরা, আমার বাক্যে মনোযোগ দাও, শান্ত হয়ে শোনো আমার কণ্ঠ, আমি তোমায় উদ্ঘাটনসমূহ প্রদান করবো। আমার মধ্যে শান্ত হয়ে থাকো, কারণ আমি তোমার ঈশ্বর, তোমাদের একমাত্র মুক্তিদাতা। তোমাদের হৃদয় সবসময় শান্ত রাখতে হবে আর আমার মধ্যে বাঁচতে হবে; আমিই তোমার শক্তি, তোমাদের সহায়ক। আর কোনও কিছু মাথায় না রেখে, নিজের মনপ্রাণ দিয়ে আমার উপর ভরসা করো, আমি নিশ্চিতভাবে তোমাদের কাছে উপস্থিত হবো—আমি তোমাদের ঈশ্বর! আহ, এই সন্দেহভাজনকারীর দল! এরা নিশ্চিতভাবে স্থির হয়ে থাকতে পারে না আর তাই তারা কিছু অর্জন করতে পারে না। তোমার জানা উচিত এখন সময়টা কী, এটা কতটা গুরুত্বপূর্ণ সময়! এটা কতটা জরুরি! এমন কিছু নিয়ে নিজেদের ব্যস্ত করে তুলো না যার কোনও উপযোগীতা নেই; দ্রুত আমার কাছে এসো, আমার সহকারিতা করো, এবং আমি তোমাদের কাছে সমস্ত রহস্য প্রকাশ করব।

পবিত্র আত্মার নির্দেশের প্রতিটি বাক্য তোমাকে অবশ্যই শুনতে হবে, এবং তার প্রত্যেকটি মনের মধ্যে গভীরভাবে অনুভব করতে হবে। অনেকবার তুমি আমার বাক্য শুনেছো আর তারপর সেগুলো ভুলে গেছো। ওহ, এই অবিবেচকদের দল! তোমরা যে কত আশীর্বাদ হারিয়েছো! তোমাদের এখন অবশ্যই আমার বাক্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা মানতে হবে, আমার আরও বেশি সহকারিতা করতে হবে এবং আমার আরও কাছে আসতে হবে। তুমি যা কিছু বুঝতে পারবে না সেই বিষয়ে, আমি তোমায় পথনির্দেশ দেবো আর আমিই তোমায় এগিয়ে যাওয়ার পথ দেখাবো। অন্যদের সাথে আরও বেশি করে আলাপ-আলোচনার বিষয়ে মনোযোগী হয়ো না। এখন অনেকেই আছে যারা আক্ষরিক অর্থ ও মতবাদের প্রচার করে এবং খুব কম কিছুজন আছে যারা প্রকৃতপক্ষে আমার বাস্তবিকতার অধিকারী। তাদের সহকারিতা মানুষকে বিহ্বল ও অসাড় করে তোলে, সে জানে না কিভাবে এগোবে। তাদের কথা শুনে, একজন আক্ষরিক অর্থ এবং মতবাদগুলো সম্বন্ধে আরেকটু বেশি বুঝতে পারবে মাত্র। তোমাকে তোমার পদক্ষেপের দিকে নজর রাখতে হবে এবং সবসময় আমার সমুখে তোমাদের হৃদয় সজাগ রাখতে হবে; তোমাকে অবশ্যই আমার সাথে কথা বলতে হবে আর আমার কাছে আসতে হবে, আর তুমি যা উপলব্ধি করতে পারছো না, তা আমি তোমাকে দেখার সুযোগ করে দেবো। নিজের কথাবার্তার প্রতি মনোযোগ দাও, সবসময় নিজের হৃদয়কে পর্যবেক্ষণ করো, এবং আমি যে পথে হাঁটি সেই পথে হাঁটো।

এখন আর বেশি দেরি নেই; এখনও অল্প একটু সময় বাকি আছে। আমায় ছাড়া আর সবকিছু পরিত্যাগ করার জন্য দ্রুত অগ্রসর হও, এবং এসো, আমায় অনুসরণ করো! আমি তোমাদের সাথে দুর্ব্যবহার করব না। অনেকবারই তোমরা আমার করা কাজকে ভুল বুঝেছো, তবুও কি জানো আমি তোমাদের কতটা ভালোবাসি? আহ, তোমরা আমার হৃদয়কে উপলব্ধি করতেই পারো না। তোমরা যতই আমায় সন্দেহ করো না কেন, যতই আমার কাছে ঋণী হও না কেন, আমি তা মনে রাখব না, আর তবুও আমি চাইবো যে তোমরা এগিয়ে যাও আর আমার ইচ্ছানুসারে কাজ করো।

আজ আর বিলম্ব করার সময় নয়। এখন থেকে, তোমরা গোপন কোনো উদ্দেশ্য পোষণ করলে আমার বিচারের সম্মুখীন হবে। তুমি এক মুহূর্তের জন্য আমায় ছেড়ে গেলে, তুমি হয়ে যাবে লোটের স্ত্রী। এখন পবিত্র আত্মার কাজ দ্রুততর হবে আর যারা এই নতুন আলোর সাথে তাল মেলাতে পারছে না তারা বিপদগ্রস্ত অবস্থায় থাকবে। যারা নজর রাখছে না, তাদের পরিত্যাগ করা হবে; তোমাদের অবশ্যই নিজেদের সুরক্ষিত করতে হবে। তুমি জানো যে পরিবেশের যে সবকিছু তোমায় ঘিরে রয়েছে, তা আসলে আমার অনুমতির কারণেই রয়েছে, সবকিছুই আমার পরিকল্পনামাফিক। স্পষ্টভাবে দেখো আর সেই পরিবেশে আমার হৃদয়কে সন্তুষ্ট করো যা আমি তোমায় দিয়েছি। ভয় পেয়ো না, স্বর্গদূতবাহিনীর সর্বশক্তিমান ঈশ্বর নিশ্চিতভাবে তোমার সাথে থাকবেন; তিনি তোমাদের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনিই তোমাদের রক্ষাকবচ। আজকাল, মানুষের অনেক ধারণা থাকে, যার ফলে আমি আমার ইচ্ছা এমন মানুষের মধ্য দিয়ে প্রকাশ করতে বাধ্য হই যাদের অন্যরা অবজ্ঞা করে, তাদের লজ্জা পাওয়া উচিত যারা অহংকারী ও আত্মগর্বে গর্বিত, দাম্ভিক, উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চ পদমর্যাদাবিশিষ্ট। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভারের প্রতি আন্তরিকভাবে বিবাচনাবান হবে, ততক্ষণ আমি তোমাদের জন্য সবকিছু প্রস্তুত করব। কেবলমাত্র আমায় অনুসরণ করো!

পূর্ববর্তী: অধ্যায় ২৫

পরবর্তী: অধ্যায় ২৭

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

সম্পর্কিত তথ্য

প্রার্থনার অনুশীলন বিষয়ে

তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনার উপর জোর দাও না। মানুষ প্রার্থনার বিষয়টিকে অবহেলা করে। প্রার্থনা সাধারণত করা হয়ে থাকে দায়সারাভাবে...

সর্বশক্তিমানের দীর্ঘশ্বাস

তোমার হৃদয়ে এক বিশাল গোপন বিষয় আছে যার ব্যাপারে তুমি কখনও সচেতন ছিলে না, কারণ তুমি বেঁচে আছ আলোকহীন এক জগতে। তোমার হৃদয় আর তোমার আত্মাকে...

একটি সাধারণ আধ্যাত্মিক জীবন মানুষকে সঠিক পথে নিয়ে যায়

তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসের পথে খুব সামান্য অংশই হেঁটেছো, এবং তোমরা এখনও সঠিক পথে প্রবেশ করতে পারোনি, তাই তোমরা এখনও ঈশ্বরের নির্ধারিত...

ঈশ্বরের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ

মানুষ যখন ঈশ্বরকে বিশ্বাস করে, ভালোবাসে, এবং তাঁকে পরিতুষ্ট করে, তখন তারা তাদের হৃদয় দিয়ে ঈশ্বরের আত্মাকে স্পর্শ করে ও তার ফলে তাঁর...

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন