অধ্যায় ২৫

সর্বশক্তিমান ঈশ্বর, সনাতন পিতা, শান্তির রাজকুমার, আমাদের ঈশ্বর হলেন রাজাধিরাজ! সর্বশক্তিমান ঈশ্বর অলিভ পর্বতে তাঁর পা রেখেছেন। কী অপূর্ব তা! শোনো! আমরা নগররক্ষীরা কণ্ঠ উচ্চকিত করছি, মুখর হয়ে আমরা সুরে সুর মিলিয়ে গান গাইছি, কারণ ঈশ্বর সিয়োনে প্রত্যাবর্তন করেছেন। আমরা নিজের চোখে জেরুশালেমের ধ্বংস দেখেছি, আনন্দধ্বনিতে উচ্চকিত হও এবং মিলিত কণ্ঠে গান গাও, কারণ ঈশ্বর আমাদের সান্ত্বনা এনে দিয়েছেন এবং জেরুশালেমকে উদ্ধার করেছেন। সমস্ত জাতির চোখের সামনে ঈশ্বর তাঁর পবিত্র বাহু উন্মুক্ত করেছেন, ঈশ্বরের প্রকৃত সত্তা আবির্ভূত হয়েছেন! সমগ্র বিশ্বচরাচর আমাদের ঈশ্বরের পরিত্রাণ চাক্ষুষ করেছে।

হে সর্বশক্তিমান ঈশ্বর! আপনার সকল রহস্য প্রকাশের জন্য সপ্ত আত্মাকে আপনার সিংহাসন থেকে প্রতিটি গির্জায় প্রেরণ করা হয়েছে। আপনার মহিমাময় সিংহাসনে বসে আপনি আপনার রাজ্যকে পরিচালনা করেছেন, এবং ন্যায় ও ধর্মনিষ্ঠা দিয়ে একে আপনি দৃঢ় ও স্থিতিশীল করেছেন এবং আপনি আপনার সম্মুখস্থ সমস্ত রাজন্যবর্গের ক্ষমতা কেড়ে নিয়েছেন। হে সর্বশক্তিমান ঈশ্বর! আপনি রাজাদের কটিবন্ধ আলগা করে দিয়েছেন, আপনি আপনার সম্মুখে নগরের রুদ্ধ দুয়ারগুলি খুলে দিয়েছেন, যা আর কোনোদিন বন্ধ হওয়ার নয়। কারণ আপনার আলো উদ্ভাসিত হয়েছে এবং আপনার মহিমা উদিত হয়েছে এবং তার ছটা বিচ্ছুরণ করছে। ঘোর অন্ধকার এসে পৃথিবীকে ঢেকে ফেলেছে এবং অন্ধ তমসা জাতিবৃন্দকে আচ্ছন্ন করেছে। হে পরমেশ্বর! তবুও আপনি আবির্ভূত হয়েছেন এবং আমাদের উপর আপনার আলোক বিকিরণ করেছেন, এবং আপনার মহিমায় আমরা ভাস্বর হবো; সকল জাতি আপনার দীপ্তিতে আকৃষ্ট হয়ে আসবে এবং রাজন্যকুল আপনার উজ্জ্বল আলোর নিকটে সমাগত হবে। আপনি আপনার চোখ তুলে চতুর্দিকে চেয়ে দেখুন: আপনার পুত্ররা আপনার সম্মুখে একত্র হচ্ছে, এবং তারা বহু দূর থেকে আসছে; আপনার কন্যাদেরও কোলে করে আনা হচ্ছে। হে সর্বশক্তিমান ঈশ্বর! আপনার মহান ভালোবাসা আমাদের অধিকার করে নিয়েছে; আপনিই আপনার রাজ্যের পথে সম্মুখবর্তী হতে আমাদের পথপ্রদর্শন করেছেন, এবং আপনার পবিত্র বাক্যগুলিই আমাদের পরিব্যাপ্ত করেছে।

হে সর্বশক্তিমান ঈশ্বর! আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা আপনার স্তুতি করি! আমাদের আপনার দিকে তাকিয়ে থাকতে দিন, আপনার হয়ে সাক্ষ্য দিতে অনুমতি করুন, আপনার মহিমাকীর্তন করার এবং এক আন্তরিক, প্রশান্ত ও অখণ্ড হৃদয় নিয়ে আপনার বন্দনাগীতি গাইবার অনুমোদন করুন। আমাদের সকলের মন এক হোক এবং সকলে একত্রে নির্মিত হই, আপনি যেন আমাদের শীঘ্রই আপনার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ মানুষ করে তোলেন যাতে আপনি আমাদের ব্যবহার করতে পারেন। পৃথিবীতে আপনার ইচ্ছা যেন অপ্রতিহত ভাবে সাধিত হয়!

পূর্ববর্তী: অধ্যায় ২৪

পরবর্তী: অধ্যায় ২৬

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন