অধ্যায় ১১০

যখন সকলকিছু প্রকাশিত হবে, তা-ই হবে আমার বিশ্রামকাল, উপরন্তু তখনই সমস্তকিছু সঠিকভাবে বিন্যস্ত হবে। নিজের কাজ আমি নিজেই করি, নিজেই সমস্তকিছু সুসমন্বিত ও আয়োজিত করি। যখন আমি সিয়োন থেকে অভিগমন ও সেখানে প্রত্যাবর্তন করবো, এবং যখন আমার প্রথমজাত পুত্ররা আমার দ্বারা সম্পূর্ণ হয়ে উঠবে, তখন আমার মহান কর্ম সমাপ্ত হবে। মানুষের ধারণা অনুসারে, যা কিছু করা হয়েছে তা সকলই অবশ্যই দৃশ্যমান ও প্রতীয়মান হতে হবে; কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দেখলে, আমি পরিকল্পনা করা মাত্র তৎক্ষণাৎ সবকিছু সম্পন্ন হয়। সিয়োন হল আমার আলয়, আবার তা আমার গন্তব্যও বটে; এ হল সেই স্থান যেখানে আমি আমার সর্বশক্তিমানতা প্রকাশ করি, এবং এ হল সেই স্থান যেখানে আমি ও আমার প্রথমজাত পুত্রেরা এক পরিবাররূপে নিজেদের আনন্দ ভাগ করে নিই। এ-ই হল সেই স্থান যেখানে আমি তাদের সাথে অনন্তকাল ধরে বসবাস করবো। সিয়োন, সেই সুন্দর স্থান যার তরে মনুষ্যগণ আকাঙ্ক্ষায় আকুল। যুগযুগান্ত ধরে অসংখ্য মানুষ সিয়োনে পৌঁছাতে উদ্যোগী হয়েছে, কিন্তু সূচনালগ্ন থেকে অদ্যবধি একজনও সেখানে প্রবেশ করতে পারেনি। (এমনকি পুরাকালের সন্ত ও নবীরাও কেউ সিয়োনে প্রবেশ করতে পারেনি; কারণ অন্তিম সময়েই আমার প্রথমজাত পুত্রদের আমি নির্বাচন করেছি, এবং এই সময়েই তারা জন্ম নিয়েছে; এরই মাধ্যমে, আমার করুণা, আমার অনুগ্রহ—যেগুলোর কথা আমি বলেছি—সেগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে।) এখন যারা প্রথমজাত পুত্র, তারা প্রত্যেকেই আমার সাথে সিয়োনে প্রবেশ করবে, এবং সেই আশীর্বাদ উপভোগ করবে। আমি আমার প্রথমজাত পুত্রদের এই সুনির্দিষ্ট মাত্রায় উন্নীত করছি কারণ তারাই আমার ক্ষমতা ও গৌরবময় প্রতিমূর্তির অধিকারী, কারণ তারা আমার প্রতি সাক্ষ্য দিতে সক্ষম, আমাকে গৌরবান্বিত করতে সক্ষম, এবং আমায় যাপন করতে সক্ষম। উপরন্তু, তারাই সক্ষম শয়তানকে পরাজিত করতে এবং অতিকায় লাল ড্রাগনকে অপমানিত করতে। এর কারণ, আমার প্রথমজাত পুত্রেরা বিশুদ্ধ কৌমার্যসম্পন্ন; তাদেরই আমি ভালোবাসি; তাদেরকেই আমি বেছে নিয়েছি, অনুগ্রহ করেছি। আমি তাদের উন্নীত করেছি, কারণ তারাই সক্ষম নিজেদের অবস্থানে দণ্ডায়মান থাকতে, বিনয় সহকারে, প্রচ্ছন্নভাবে আমায় সেবা প্রদানে, এবং আমার প্রতি শক্তিশালী সাক্ষ্য বহনেও। আমি সর্বশক্তি ব্যয় করেছি আমার প্রথমজাত পুত্রগণের নিমিত্ত, এবং তাদের সেবায় যত্নসহকারে সকল প্রকার মানুষ, ঘটনাবলী ও বস্তুসমূহের আয়োজন করেছি। পরিশেষে, আমার প্রথমজাত পুত্রদের মাধ্যমে সকলকে আমি নিজের সম্পূর্ণ মহিমা প্রত্যক্ষ করাবো, এবং তাদের মাধ্যমেই সকলকে আমার বিষয়ে প্রতীত করাবো। আমি কোনো অপদেবতাকে জোর করবো না, তাদের অবাধ ধাবমানতায় অথবা অদূরদর্শিতা আমি ভীত নই, কারণ আমার কাছে সাক্ষীগণ রয়েছে, হাতে কর্তৃত্ব রয়েছে। ওহে শয়তানের অনুসারী লোকজন, এখন আমার কথা শোনো! আমার উচ্চারিত প্রতিটি বাক্য এবং কৃত সকল কর্মের অন্তর্নিহিত উদ্দেশ্য হল আমার প্রথমজাত পুত্রদের নিখুঁতকরণ সম্পন্ন করা। অতএব তোমাকে অবশ্যই আমার আদেশের প্রতি মনযোগী হতে হবে এবং আমার প্রথমজাত পুত্রদের মান্য করতে হবে; নচেৎ আমি অবিলম্বে নরকবাস ভোগ করানোর মাধ্যমে তোমাদের সাথে মোকাবিলা করবো! আমার প্রথমজাত পুত্রেরা ইতিমধ্যেই আমার প্রশাসনিক ফরমানের সম্পাদন শুরু করে দিয়েছে, কারণ একমাত্র তারাই আমার সিংহাসনকে তুলে ধরার উপযুক্ত; আমি ইতিমধ্যেই তাদের অভিষিক্ত করেছি। যারা আমার প্রথমজাত পুত্রদের প্রতি সমর্পণ করবে না, তারা অবশ্যই মন্দজন, এবং সন্দেহাতীতভাবেই অতিকায় লাল ড্রাগন আমার পরিচালনামূলক পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টির উদ্দেশ্যে তাদের পাঠিয়েছে। এই ধরনের দুর্বৃত্তদের অবিলম্বেই আমার গৃহ থেকে বিতাড়িত করা উচিত। এমন লোকেদের সেবা আমি চাই না; তারা অনন্ত ধ্বংসের সম্মুখীন হবে—এবং অবিলম্বে, অচিরেই, তারা এর সম্মুখীন হবে! যারা আমার সেবায় নিযুক্ত, তারা অবশ্যই আমার অনুমোদন পেয়েছে; প্রদেয় মূল্যের বিষয়ে কোনোপ্রকার উদ্বিগ্নতা ছাড়াই তাদের আজ্ঞাকারী হতে হবে। বিদ্রোহী হলে আমায় সেবাদানের যোগ্য হবে না তারা; এমনতর জীবে আমার প্রয়োজন নেই। তাদের তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে; আমি তাদের একেবারেই চাই না! তোমায় এখনই এই বিষয়ে স্পষ্ট বুঝতে হবে! যারা আমার সেবা করে, তাদের অবশ্যই ভালোভাবে তা করতে হবে, কোনো সমস্যা সৃষ্টি করলে চলবে না। যদি তুমি মনে করো যে তোমার কোনো আশা নেই, এবং যদি সমস্যা-সৃষ্টি আরম্ভ করো, তাহলে আমি নির্দ্বিধায় তোমার অন্ত ঘটাব! আমার সেবায় নিয়োজিতদের কাছে কি এই বিষয়টা পরিষ্কার? এ-ই হল আমার প্রশাসনিক ফরমান।

আমার জন্য সাক্ষ্য বহন করাটা আমার প্রথমজাত পুত্রদেরই কর্তব্য, তাই আমার জন্য তোমাদের কিছু করতে হবে না; যতক্ষণ তোমরা তোমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছ এবং আমার দেওয়া আশীর্বাদ উপভোগ করছ, তাতেই আমি সন্তুষ্ট। সমগ্র বিশ্ব জুড়ে এবং পৃথিবীর সমস্ত প্রান্ত অবধি ভ্রমণকালে আমি আমার প্রথমজাত পুত্রদের নির্বাচিত করেছি এবং তাদের সম্পূর্ণ করেছি। মহাবিশ্বকে সৃষ্টি করার আগেই আমি এই কাজ সমাধা করেছিলাম; মানবজাতির কেউই একথা জানে না, বরং আমার কর্ম নিঃশব্দেই সম্পাদিত হয়েছিল। এই সত্যতা মানুষের ধারণার সাথে সঙ্গত নয়! যদিও যা সত্য তা সত্যই, কেউই তা বদলাতে পারে না। ছোট বড় সকল অপদেবতাই নিজেদের ভণ্ডামির মাধ্যমে নিজেদের প্রকৃত রূপ অনাবৃত করেছে এবং ভিন্ন মাত্রার আমার শাস্তির সম্মুখীন হয়েছে। এগুলো আমার কাজের পদক্ষেপ, এবং আমার বাক্যে রয়েছে প্রজ্ঞা। আমার কার্যকলাপ ও বাক্য থেকে তোমরা কি কিছু প্রত্যক্ষ করতে পেরেছ? আমি কি নিছকই কাজ করছি, কথা বলছি? আমার বাক্য কি শুধুই কঠোর, বিচারমূলক বা সান্ত্বনাদায়ক? এটা খুবই সরল, কিন্তু মানবজাতির কাছে তা দেখতে পাওয়া একেবারেই সহজ নয়। আমার বাক্যের মধ্যে যে নিছক প্রজ্ঞা, বিচার, ন্যায়পরায়ণতা, মহিমা ও সান্ত্বনাই রয়েছে, তা নয়, বরং আমার যা আছে ও আমি যা, সেগুলোও এর অন্তর্ভুক্ত। আমার প্রত্যেকটা বাক্যই হল একটা রহস্য যা মানবজাতির কাছে অপ্রকাশ্য; আমার বাক্যগুলো নিতান্তই দুর্বোধ্য, এবং যদিও কিছু রহস্য প্রকাশিত হয়েছে, মানবজাতির ক্ষমতার নিরিখে সেগুলো এখনো তাদের কল্পনা ও উপলব্ধির পরিসরের বাইরে। আমার উপলব্ধ সরলতম বাক্যটিও মানুষের কাছে সর্বাপেক্ষা দুর্বোধ্য, তাই আমার এবং তাদের মধ্যে রয়েছে স্বর্গ ও মর্ত্যের মতোই ফারাক। এই কারণেই আমি আমার প্রথমজাত পুত্রদের রূপ সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাই এবং তাদের সম্পূর্ণরূপে দেহে প্রবেশ করাতে চাই। ভবিষ্যতে, তারা শুধুমাত্র দেহ থেকেই শরীরে প্রবেশ করবে না, বরং তার মধ্যে থাকাকালীন তারা তাদের আকৃতিও বিভিন্ন মাত্রায় পরিবর্তন করবে। এ-ই হল আমার পরিকল্পনা। এটা মানুষ করতে পারে না; তাদের তা করার কোনো উপায় নেই। এইভাবে, তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেও, তোমরা এখনো বুঝতে পারবে না; শুধুমাত্র অতিপ্রাকৃতিক এক বোধেই প্রবেশ করতে পারবে তারা। কারণ আমিই স্বয়ং প্রাজ্ঞ ঈশ্বর।

তোমরা যখন রহস্য দেখো, সকলে একইভাবে প্রতিক্রিয়া দাও। অন্তরের অন্তঃস্থলে তোমরা এইসব রহস্য গ্রহণ বা স্বীকার না করলেও, মুখে বলো যে স্বীকার করেছ। এই ধরনের লোকেরাই সর্বাপেক্ষা শঠ, এবং যখন রহস্যের উন্মোচন করবো, তখন তাদের এক এক করে নির্মূল ও পরিহার করবো। তবে, আমি সমস্ত কিছু ধাপে ধাপে করি। তাড়াহুড়ো করে করি না, আবার অন্ধের মতো সিদ্ধান্তে উপনীতও হই না; কারণ আমি দৈবিক স্বভাবের অধিকারী। আমি বর্তমানে যা করছি, বা আমার পরবর্তী ধাপে আমি কী করব, তা নিয়ে লোকেদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি একেবারেই থাকে না। শুধুমাত্র যখন আমি কোনো ধাপের সাথে সম্বন্ধিত বাক্যগুলো বলি, তখনই আমার সাথে সাথে আমার কাজের পদ্ধতিও এক ধাপ এগিয়ে যায়। আমার বাক্যের মধ্যেই সবকিছু ঘটে, এবং আমার বাক্যের মধ্যেই সমস্তকিছু প্রকাশিত হয়, তাই কারোরই অধৈর্য হওয়া উচিত নয়; আমাকে যথাযথভাবে সেবা প্রদানই যথেষ্ট। বহুযুগ আগে, আমি একটা ডুমুর গাছ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলাম, কিন্তু যুগের পর যুগ ধরে কেউ কোনো ডুমুর গাছ দেখেনি আর কেউই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারেনি, এবং পূর্বকালের গুণকীর্তনে এই বাক্যগুলো উল্লেখ করা হলেও, কেউ সেগুলোর প্রকৃত অর্থ জানতে পারেনি। এই বাক্যগুলো মানুষকে বিভ্রান্ত করে, ঠিক যেমন করে এই শব্দবন্ধ “বিশাল বিপর্যয়”, এবং এর মধ্যে এক রহস্য রয়েছে যা আমি কখনোই মানবজাতির কাছে প্রকাশ করিনি। লোকেরা ভেবেছিল যে ডুমুর গাছ সম্ভবত এক ধরনের ভালো ফলের গাছ, অথবা সম্ভবত আরও এক ধাপ এগিয়ে গিয়ে তারা ভেবেছিল যে, এর মাধ্যমে সন্তদের উল্লেখ করা হয়েছে—তবে, সেগুলো এখনও এই বাক্যের প্রকৃত অর্থের থেকে অনেক দূরে। অন্তিম সময়ে যখন আমি আমার গ্রন্থ খুলব, তখন তোমাদের বলব। (এখানে “গ্রন্থ” বলতে বোঝায় আমার বলা সমস্ত বাক্যকে—অন্তিম সময় সম্পর্কিত আমার বাক্যকে; এর মধ্যে সেগুলোর সবই রয়েছে।) “ডুমুর গাছ” বলতে আমার প্রশাসনিক ফরমানকে বোঝানো হচ্ছে—সেগুলোর প্রত্যেকটাকেই। কিন্তু এটা শুধু অর্থের একটা অংশ মাত্র। ডুমুর গাছের অঙ্কুরোদগম বলতে দেহরূপে আমার কর্ম এবং কথনের সূচনাকে বোঝানো হয়েছে, কিন্তু আমার প্রশাসনিক ফরমান তখনও জারি হয় নি (এবং এর কারণ হল যে, সেই সময়ে, আমার নামের কোনো সাক্ষ্য দেওয়ার মতো হয় নি, এবং আমার প্রশাসনিক ফরমান সকলের অজ্ঞাত ছিল)। যখন আমার নামের সাক্ষ্য দেওয়া হবে এবং তা ছড়িয়ে পড়বে, যখন তা সকলের দ্বারা প্রশংসিত হবে এবং যখন আমার প্রশাসনিক ফরমানে ফলাফল দেখা যাবে, তখন ডুমুর গাছে ফল দেখা দেবে। এ-ই হল সম্পূর্ণ ব্যাখ্যা, এতে কিছুই বাদ দেওয়া হয়নি; সবই এখানে প্রকাশিত হয়েছে। (আমি এমনটা বলছি কারণ, আমার আগের বাক্যগুলোতে, এমন একটা অংশ ছিল যা আমি তখনও পুরোপুরি প্রকাশ করিনি; তাই তোমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে অন্বেষণ করতে হবে।)

যখন আমি আমার প্রথমজাত পুত্রদের সম্পূর্ণ করবো, তখনই আমার পূর্ণ মহিমা ও সামগ্রিক উপস্থিতি বিশ্বজগতে প্রকাশ করবো। তা দেহরূপেই সম্পন্ন হবে এবং তা হবে সকলের ঊর্ধ্বস্থিত, আমার নিজের ছবি দিয়েই তা সম্পাদিত হবে; তা সুসম্পন্ন হবে আমার সিয়োন পর্বতে এবং আমার গৌরবে, আরো বিশেষভাবে বললে, তা করা হবে প্রশংসামুখর কলতান মাঝে। উপরন্তু, আমার শত্রুরা আমার চারপাশ থেকে পশ্চাদপসরণ করবে, অতল গহ্বরে এবং জ্বলন্ত গন্ধকের হ্রদে পতিত হবে। বর্তমানের মানুষ যা কল্পনা করতে সক্ষম, তা সীমিত এবং তা আমার প্রকৃত ইচ্ছার সাথে সুসঙ্গত নয়; এই কারণেই প্রতিদিন কথনের সময় আমি মানুষের ধারণা ও চিন্তাভাবনাকেই লক্ষ্যবস্তু হিসাবে স্থির করি। এমন একটা দিন আসবে (দেহরূপে প্রবেশের দিন), যখন আমার বক্তব্য তোমাদের কাছে সম্পূর্ণ যথাযথ মনে হবে, এবং কোনোরকমের কোনো প্রতিরোধ তোমরা করবে না। সেই সময়, তোমাদের মনে আর ভাবনা থাকবে না, এবং তখনই আমি উচ্চারণ করা বন্ধ করবো। যেহেতু তোমাদের আর নিজস্ব চিন্তাভাবনা থাকবে না, আমি নিছক সরাসরিই তোমাদের আলোকিত করবো—প্রথমজাত পুত্রেরা এই আশীর্বাদই উপভোগ করবে, এবং তারা আমার সাথে রাজা হিসাবে রাজত্ব করার সময়েই তা সম্পাদিত হবে। মানুষেরা যা কল্পনা করতে পারেনা, তা বিশ্বাস করে না, এমনকি যদি কেউ কেউ তা করতেও পারে, তাহলে আমার দ্বারা বিশেষভাবে আলোকিত হওয়ার ফলেই তারা তা পারে। নয়ত, কেউই বিশ্বাস করত না, এবং এ হল এমন এক বিষয়, যেটার অভিজ্ঞতা অবশ্যই লাভ করতে হবে। (এই ধাপের মধ্যে দিয়ে না গেলে, আমার মহান ক্ষমতা প্রকাশিত হবে না, এবং এর অর্থ হল যে, আমার বাক্যের নিছক উচ্চারণের মাধ্যমেই আমি লোকজনের ধারণামুক্তি ঘটাই। অন্য কেউ এই কাজ করতে পারেনা, কেউই আমার জায়গা নিতে পারে না। আমিই হলাম সেই একমেবদ্বিতীয়ম, যিনি তা সম্পূর্ণ করতে পারেন; তবে, এমনটা নির্বিকল্প নয়। আমাকে অবশ্যই মানবজাতির মধ্যে এই কাজ করতে হবে।) মানুষ আমার বাক্য শোনার পর উদ্দীপিত বোধ করে, কিন্তু পরিশেষে সকলেই পিছপা হয়। তারা তা না হয়ে পারে না। ইতিমধ্যে, অনেক রহস্য রয়েছে যেগুলো মানুষ উপলব্ধি করতে পারে না। কী হবে, সেটা কেউই কল্পনা করতে পারে না এবং আমি যা প্রকাশ করবো তা-র মধ্যেই তোমাদের এই বিষয়টা প্রত্যক্ষ করাবো। এর মাধ্যমে, আমার এই বাক্যগুলোর প্রকৃত অর্থ প্রতীয়মান হয়ে উঠবে: “যারা আমার ব্যবহারের জন্য উপযুক্ত নয় আমি তাদের সকলকে উপড়ে ফেলব।” আমার শত্রুদের মতোই, আমার প্রথমজাত পুত্রদেরও বিভিন্ন বহিঃপ্রকাশ রয়েছে। সেগুলো এক এক করে তোমাদের কাছে প্রকাশিত হবে। মনে রেখো! প্রথমজাত পুত্র বাদে, বাকি সকলের মধ্যেই মন্দ আত্মা কাজ করে; তারা সবাই শয়তানের দালাল। (তাদেরকেও শীঘ্রই এক এক করে অনাবৃত করা হবে, কিন্তু এমনও কেউ কেউ আছে, যাদের একেবারে শেষ পর্যন্ত সেবা করতে হবে, এবং অন্য এমন লোকও রয়েছে যাদের শুধুমাত্র কোনো নির্দিষ্ট সময়কালের জন্যই সেবা করতে হবে।) আমার বাক্যের কর্মের অধীনে, সকলেই তাদের আসল রূপ দেখাবে।

প্রতিটি দেশ, স্থান ও জাতি আমার নামের ঐশ্বর্য উপভোগ করে। যেহেতু বর্তমানে বিপর্যয় ঘনীভূত হচ্ছে, এবং তা রয়েছে আমারই নিয়ন্ত্রণে, এবং আমি তা ধীরে ধীরে তা বর্ষণ করার প্রস্তুতি নিচ্ছি, সেহেতু সকলেই তড়িঘড়ি প্রকৃত পথের সন্ধান করছে, যা অবশ্যই করতে হবে, এমনকি মূল্য হিসাবে সর্বস্ব ত্যাগ করতে হলে, তবুও। সব কিছুতেই আমার নিজস্ব নির্ধারিত সময় আছে। যখনই আমি বলি এটা সম্পূর্ণ হবে, ঠিক তখনই, সেই নির্দিষ্ট মিনিটে এবং এমনকি একেবারে সেই নির্দিষ্ট সেকেন্ডেই তা সম্পূর্ণ হবে। কেউ এতে বাধা দিতে পারবে না, এটাকে বন্ধ করতে পারবে না। সর্বোপরি, অতিকায় লাল ড্রাগন আমার পরাজিত শত্রু; সে আমার এক সেবা-প্রদানকারী, এবং সামান্যতম প্রতিরোধ ছাড়াই তাকে আমি যা বলি, সে তা-ই করে। সে সত্যিই আমার মোট বওয়া পশু। যখন আমার কাজ শেষ হবে, আমি তাকে অতল গহ্বরে এবং জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করব (আমি তাদের ব্যাপারেই উল্লেখ করছি যারা ধ্বংসপ্রাপ্ত)। ধ্বংসপ্রাপ্তরা যে শুধু মৃত্যুমুখে পতিত হবে, তা-ই নয়, বরং আমায় নির্যাতনের অপরাধে তারা গুরুতরভাবে দণ্ডও ভোগ করবে। এই কাজটা আমি আমার সেবা-প্রদানকারীদের মাধ্যমে চালিয়ে যাবো। আমি শয়তানকে বধ করব এবং ধ্বংস করে ফেলব, অতিকায় লাল ড্রাগনের বংশধরদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করব। এ হল আমার কাজের এক অংশ; এর পর, আমি অইহুদি দেশগুলির অভিমুখে মুখ ফেরাব। এগুলোই হল আমার কাজের ধাপ।

পূর্ববর্তী: অধ্যায় ১০৯

পরবর্তী: অধ্যায় ১১১

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন