অধ্যায় ১১
আমি কি তোমার ঈশ্বর? আমি কি তোমার রাজা? তুমি কি প্রকৃতই আমাকে তোমার মধ্যে রাজা হয়ে রাজত্ব করার অনুমতি দিয়েছ? নিজের সম্বন্ধে তোমাকে অনুপুঙ্খভাবে ভাবনা-চিন্তা করে দেখতে হবে: নতুন আলো যখন এসেছিল তখন কি তুমি গবেষণা করে তা খারিজ করোনি, সেই আলোকে অনুসরণ করার পরিবর্তে এমনকি একে বাধা দিতে অগ্রসর হওনি? এরজন্য তুমি বিচারের মধ্যে দিয়ে যাবে এবং নিজের বিনাশ ডেকে আনবে, তোমার বিচার হবে এবং লৌহদণ্ড দিয়ে তুমি প্রহৃত হবে, এবং পবিত্র আত্মার কার্যকে তুমি উপলব্ধি করবে না। শীঘ্রই তুমি ক্রন্দন করবে এবং নতজানু হয়ে উপাসনা করবে, উচ্চৈঃস্বরে বিলাপ করবে। আমি তোমাদের সর্বদা বলেছি এবং আমি তোমাদের সঙ্গে সর্বদা কথা বলেছি; আমি কখনো তোমাদের কাছ থেকে আমার বাক্য গোপন রাখিনি। পূর্বের কথা চিন্তা করে দেখো: আমি কখন কোন কথা তোমাদের বলিনি? তা সত্ত্বেও, কিছু মানুষ আছে যারা ভুল ভাবে কাজ করার সিদ্ধান্তে অনড় থাকে। তারা এমন সন্দেহের কুয়াশার মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছে যে তা সূর্যকেও ঢেকে দেয়, এবং তারা কখনোই আলো দেখে না। তার কারণ এই নয় কি যে তাদের “অহম”-বোধ অতি প্রবল এবং তাদের নিজস্ব পূর্বধারণাগুলি খুবই ব্যাপক? কবে থেকে আমার প্রতি তুমি কোনো শ্রদ্ধাবোধ অনুভব করেছ? কবে থেকে তোমার হৃদয়ে আমার জন্য তুমি আসন পেতেছ? যখন তুমি ব্যর্থ হয়েছ, যখন তুমি নিজেকে অক্ষম বলে মনে করেছ এবং যখন তুমি সব বিকল্প হারিয়ে ফেলেছ, একমাত্র তখনই তুমি আমার কাছে প্রার্থনা করেছ। তাই হোক: এখন তাহলে তুমি নিজের উদ্যোগে কেন কাজ করছ না? তোমরা মনুষ্যগণ! তোমার পুরোনো সত্তাই তোমাকে ধ্বংস করেছে!
কিছু মানুষ পথ খুঁজতে পারে না, এবং তারা নতুন আলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। যে বিষয়গুলো তারা আগে দেখেছে একমাত্র সেই বিষয়গুলির উপরেই তারা সহকারিতা করে; তাদের কাছে নতুন বলতে কিছুই নেই। এরকম কেন? তোমরা নিজেদের মধ্যেই বাস করো এবং আমার জন্য দ্বার বন্ধ করে দিয়েছ। পবিত্র আত্মার কার্যের পদ্ধতির পরিবর্তন হতে দেখে, নিজের হৃদয়ে সবসময় সতর্ক থাকো যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। ঈশ্বরের জন্য তোমার শ্রদ্ধা কোথায়? ঈশ্বরের উপস্থিতির প্রশান্তির মধ্যে তুমি কি তা অন্বেষণ করেছ? তুমি শুধু অবাক হয়ে ভাবো, “পবিত্র আত্মা কি সত্যিই এভাবে কাজ করেন”। কিছু মানুষ যা দেখেছে তা হল পবিত্র আত্মার কর্ম, কিন্তু তা সত্ত্বেও এখনো তাদের এই বিষয়ে বলার মতো কথা আছে; সেখানে অন্যরা স্বীকার করে যে এটা ঈশ্বরের বাক্য, কিন্তু তাও তারা এটা গ্রহণ করে না। তাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা ফুলে ফেঁপে ওঠে, এবং তারা পবিত্র আত্মার কার্যকে উপলব্ধি করে না। তারা অমনোযোগী এবং অসাবধান, এবং মূল্য পরিশোধে এবং আমার উপস্থিতিতে আন্তরিকতাপূর্ণ হতে অনিচ্ছুক। পবিত্র আত্মা তাদের আলোকিত করেছেন, কিন্তু আলাপচারিতা বা অন্বেষণের জন্য তারা আমার সম্মুখে আসবে না। পরিবর্তে তারা নিজেদের আকাঙ্ক্ষা অনুযায়ী চলে, নিজেদের খুশিমতো কাজ করে। এ কী ধরনের অভিপ্রায়?