অধ্যায় ১০৮

আমার মধ্যে সবাই বিশ্রাম পেতে পারে এবং সকলেই মুক্তি পেতে পারে। যারা আমার বাইরে থাকে তারা স্বাধীনতা বা সুখ পেতে পারে না, কারণ আমার আত্মা তাদের সাথে নেই। এই ধরনের লোকদের বলা হয় আত্মাহীন মৃত, যেখানে আমি আমার মধ্যে যারা আছে তাদের বলি “আত্মাপ্রাপ্ত জীবিত প্রাণী”। তারা আমারই মধ্যে রয়েছে, এবং তারা আমার সিংহাসনে ফিরে আসতে বাধ্য। যারা সেবা প্রদান করে ও যারা শয়তানের অন্তর্গত তারা আত্মাহীন মৃত, এবং তাদের সকলকে বিলুপ্ত করতেই হবে ও তাদের শূন্যে পরিণত করতেই হবে। এটি আমার পরিচালনামূলক পরিকল্পনার একটি রহস্য, এবং এটি আমার পরিচালনামূলক পরিকল্পনার একটি অংশ মানবজাতি যার তল পেতে পারে না; যাইহোক একই সঙ্গে আমি এটি সবার কাছে প্রকাশ করেছি। যারা আমার নয় তারা আমার বিরুদ্ধে; যারা আমার অন্তর্গত তারাই আমার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি সম্পূর্ণরূপে অবিসংবাদিত এবং এটি শয়তানের প্রতি আমার বিচারের নিহিত নীতি। এই নীতিটি সকলের জানা উচিত যাতে তারা আমার ন্যায়পরায়ণতা এবং পক্ষপাতবিহীনতা দেখতে পায়। শয়তানের কাছ থেকে আসা প্রত্যেকের বিচার হবে, দগ্ধ করা হবে এবং ভস্মীভূত হয়ে যাবে। এটিও আমার ক্রোধ, এবং এর থেকে আমার স্বভাব আরও স্পষ্টরূপে প্রতীয়মান হয়। এখন থেকে, আমার স্বভাব প্রকাশ্যে ঘোষণা করা হবে; এটি ধীরে ধীরে সমস্ত মানুষ ও সমস্ত রাষ্ট্রের কাছে, সকল ধর্ম ও সম্প্রদাযয়ের কাছে, এবং জীবনের সর্বস্তরের মানুষের কাছে প্রকাশিত হবে। কিছুই গোপন থাকবে না; সব প্রকাশ করা হবে। যেহেতু আমার স্বভাব এবং আমার কর্মে নিহিত নীতি মানবজাতির জন্য সবচেয়ে গোপন রহস্য, সেহেতুআমাকে এমনটি করতেই হবে (যাতে প্রথমজাত পুত্ররা আমার পরিচালনামূলক ফরমানসমূহ লঙ্ঘন করতে না পারে এবং সেই সাথে সমস্ত মানুষের ও সকল রাষ্ট্রের বিচার করার জন্য আমার প্রকাশিত স্বভাবকে ব্যবহার করা হয়)। এটি হল আমার পরিচালনামূলক পরিকল্পনা এবং এগুলি হল আমার কাজের ধাপ। কেউ এটিকে লঘুভাবে পরিবর্তন করবে না। আমি ইতিমধ্যেই আমার মানবতার মধ্যে আমার দেবত্বের সম্পূর্ণ স্বভাবকে যাপন করেছি, তাই আমি কাউকে আমার মানবতাকে ক্ষুব্ধ করার অনুমতি দেব না। (আমি যা কিছু যাপন করি, তা সকলই ঐশ্বরিক স্বভাব; এই কারণেই আমি আগে বলেছি যে আমি হলাম স্বয়ং ঈশ্বর, যিনি স্বাভাবিক মানবতাকে অতিক্রম করেছেন।) আমাকে ক্ষুব্ধ করে এমন কাউকে আমি অবশ্যই ক্ষমা করব না এবং আমি তাকে অনন্তকালের জন্য ধ্বংস হতে দেব! মনে রাখবে! আমি এই সিদ্ধান্ত নিয়েছি; অন্য কথায় এটি আমার পরিচালনামূলক ফরমানসমূহের এক অপরিহার্য অংশ। প্রত্যেকেরই দেখা উচিত, যে, আমিই সেই ব্যক্তি যিনি ঈশ্বর, এবং অধিকন্তু, স্বয়ং ঈশ্বর। এতক্ষণে এটা পরিষ্কার হওয়া উচিত! আমি অসতর্ক ভাবে কিছু বলি না। যতক্ষণ না পর্যন্ত তুমি সম্পূর্ণ উপলব্ধি অর্জন করছ, ততক্ষণ আমি সবকিছু স্পষ্টভাবে উচ্চারণ করি এবং নির্দিষ্ট করে দিই৷

পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ; শুধু আমার গৃহেই নয়, আমার বাড়ির বাইরেও, আমি চাই যে তোমরা আমার নামের সাক্ষী থাকবে, আমাকে যাপন করবে, এবং সব বিষয়ে আমার সাক্ষ্য দেবে। কারণ এ হল অন্তিমের সময়, সবকিছু এখন প্রস্তুত এবং সবকিছু তার আসল চেহারা বজায় রাখছে, এবং এর কোনোটিই কখনোই পরিবর্তিত হবে না। যাদের বহিষ্কার করা উচিত, তারা হবে বহিষ্কৃত, এবং যাদের রাখা উচিত তারা থেকে যাবে। জোর করে ধরে রাখার বা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা কোরো না; আমার পরিচালনাকে ব্যাহত করার বা আমার পরিকল্পনাকে ধ্বংস করার চেষ্টা কোরো না। মানুষের দৃষ্টিকোণ থেকে, আমি মানবজাতির প্রতি সর্বদা প্রেমময় এবং সহানুভূতিশীল, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে, আমার স্বভাব আমার কাজের পর্যায় অনুসারে ভিন্নতর হয়, কারণ আমি স্বয়ং বাস্তববাদী ঈশ্বর; স্বয়ং আমিই অদ্বিতীয় ঈশ্বর! আমি অপরিবর্তনীয় এবং সতত পরিবর্তনশীল উভয়ই। এ হল এমন কিছু যা কেউ অনুধাবন করতে পারে না। শুধুমাত্র যখন আমি তোমাদের এর সম্পর্কে বলব এবং তোমাদের তা ব্যাখ্যা করব তখনই তোমরা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে এবং হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। আমার পুত্রদের কাছে আমি প্রেমময়, করুণাময়, ধার্মিক এবং অনুশাসনকারী, কিন্তু বিচারপ্রবণ নই (এবং, এর মাধ্যমে, আমি বলতে চাই যে আমি প্রথমজাত পুত্রদের ধ্বংস করি না)। আমার পুত্রদের ব্যতীত অন্য লোকেদের কাছে, আমি যুগের পরিবর্তনের অনুসারে যে কোনও সময়ে পরিবর্তিত হই: করি আমি প্রেমময়, করুণাঘন, ধার্মিক, মহিমান্বিত, বিচারপ্রবণ, ক্রোধী, অভিশাপ-দানকারী, জ্বলন্ত, এবং, সবশেষে, তাদের দেহের বিনাশকর্তা হয়ে উঠতে পারি। যারা ধ্বংস হবে তারা তাদের আত্মা এব অন্তরাত্মা সহ ধ্বংস হবে। তবে, যারা সেবা প্রদান করবে, শুধুমাত্র তাদের আত্মা এবং অন্তরাত্মাসমূহ ধরে রাখা হবে (এবং আমি কীভাবে এমনটি বাস্তবায়িত করেছি সে সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে আমি তোমাদের পরে বলব, যাতে তোমরা উপলব্ধি করতে পারো)। তবে, তারা কখনই স্বাধীনতা পাবে না এবং কখনই মুক্তি পাবে না, কারণ তারা আমার লোকেদের নিম্নতন, এবং তারা আমার লোকদের নিয়ন্ত্রণে রয়েছে। সেবা-প্রদানকারীদের যে আমি এত ঘৃণা করি, তার কারণ হল তারা সকলেই অতিকায় লাল ড্রাগনের বংশধর, এবং যারা সেবা-প্রদানকারী নয় তারাও অতিকায় লাল ড্রাগনেরই বংশধর। অন্য ভাবে বললে, যে সকল ব্যক্তি প্রথমজাত পুত্র নয়, তারা অতিকায় লাল ড্রাগনের বংশধর। যখন আমি বলি যে যারা ধ্বংসের মধ্যে রয়েছে তারা আমার চিরন্তন প্রশংসা করে, আমি এটা বলতে চাইছি যে তারা চিরকাল আমার সেবা করবে। এই বিধি আমোঘ। সেই লোকেরা সর্বদা ক্রীতদাস, গবাদি পশু এবং ঘোড়া হয়ে থাকবে। আমি যে কোন সময় তাদের বধ করতে পারি এবং আমি তাদের উপর ইচ্ছামতো আধিপত্য বিস্তার করতে পারি, কারণ তারা মহান লাল ড্রাগনের বংশধর এবং তাদের মধ্যে আমার স্বভাব নেই। এছাড়াও তারা মহান লাল ড্রাগনের বংশধর হওয়ায় তাদের মধ্যে তার স্বভাব রয়েছে; অর্থাৎ তারা জানোয়ারদের স্বভাবের অধিকারী। এটি একেবারে সত্য এবং চিরন্তন অপরিবর্তনীয়! কারণ এটা আমার দ্বারা পূর্বনির্ধারিত ছিল। কেউ এটি পরিবর্তন করতে পারবে না (আমি এটা বলতে চাইছি যে, আমি কাউকে এই নিয়মের বিরুদ্ধে কাজ করতে দেব না); যদি তুমি চেষ্টা করো, আমি তোমাকে আঘাত করব!

আমার পরিচালনামূলক পরিকল্পনা এবং আমার কাজ কোন ধাপে পৌঁছেছে তা দেখার জন্য আমি যে রহস্যগুলি প্রকাশ করেছি তা তোমাদের দেখতে হবে। দেখো আমি আমার হাত দিয়ে কি করি, এবং দেখো কোন ধরনের লোকেদের উপর আমার বিচার ও আমার ক্রোধ এসে পড়ে। এ-ই হল আমার ন্যায়পরায়ণতা। আমি যে রহস্যগুলি প্রকাশ করেছি সেই অনুসারে আমি আমার কাজের আয়োজন করি এবং আমার পরিকল্পনা পরিচালনা করি৷ কেউ এর পরিবর্তন করতে পারে না; এটা আমার ইচ্ছা অনুযায়ী ধাপে ধাপেই হবে। রহস্যগুলি হল সেই পথ যে পথ দিয়ে আমার কাজ চলে, এবং সেগুলি হল চিহ্নস্বরূপ, যা আমার পরিচালনামূলক পরিকল্পনার পদক্ষেপগুলির প্রতি নির্দেশ করে। কেউই আমার রহস্য থেকে কিছু যোগ বা বিয়োগ করতে পারবে না, কারণ রহস্য যদি ভুল হয়, তবে পথটিও ভুল। আমি কেন আমার রহস্য তোমাদের কাছে প্রকাশ করছি? এর কারণ কী? তোমাদের মধ্যে কে তা স্পষ্ট করে বলতে পারবে? উপরন্তু, আমি বলেছি যে রহস্যগুলি হল পথ, তাহলে এই পথটি কী বোঝায়? এটাই হল সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে তোমরা মাংস থেকে দেহে প্রবেশ করো, এবং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়। আমি আমার রহস্যগুলি প্রকাশ করার পরে, মানুষের পূর্বধারণাগুলি ধীরে ধীরে মুছে যায় এবং তাদের চিন্তাভাবনা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এটি আধ্যাত্মিক জগতে প্রবেশের প্রক্রিয়া। এইজন্য আমি বলি যে আমার কাজ ধাপে ধাপে হয়, এবং তা অস্পষ্ট নয়; এটাই বাস্তবতা, এবং এটাই হল আমার কাজ করার উপায়। কেউ তা পরিবর্তন করতে পারে না, বা অন্য কেউই তা অর্জন করতে পারে না, কারণ আমি স্বয়ং অনন্য ঈশ্বর! আমার কাজ ব্যক্তিগতভাবে আমার দ্বারাই সম্পন্ন হয়। সমগ্র মহাবিশ্ব জগত আমার একার দ্বারা নিয়ন্ত্রিত এবং আমার একার দ্বারা সাজানো। কে আমার বাক্য না শোনার সাহস করে? (“আমি একা” বলতে আমি স্বয়ং ঈশ্বরকে বুঝিয়েছি, কারণ আমিই হলাম সেই ব্যক্তি যিনি স্বয়ং ঈশ্বর—তাই নিজের পূর্বধারণাগুলিকে এত দৃঢ়ভাবে আঁকড়ে রেখো না।) কে আমার বিরুদ্ধে যেতে সাহস করে? তাদের কঠিন শাস্তি হবে! তোমরা অতিকায় লাল ড্রাগনের পরিণতি দেখেছো! এটাই তার শেষ, তবে এটি একটি অনিবার্যতাও বটে। কাজটি অবশ্যই আমার নিজের দ্বারা করা উচিত যাতে অতিকায় লাল ড্রাগন লজ্জিত হয়। সে আর কখনও উঠতে পারবে না, এবং সে চিরতরে ধ্বংস হয়ে যাবে! এখন আমি রহস্য প্রকাশ করতে শুরু করেছি। (মনে রাখবে! বেশিরভাগ প্রকাশিত রহস্যগুলি এমনই যা তোমরা যার প্রায়শই উচ্চারণ করো কিন্তু কেউ বুঝতে পারো না।) আমি আগেই বলেছি যে লোকেরা যে সকল বস্তুকে অসমাপ্ত দেখে তা আমার চোখে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, এবং আমি যেগুলিকে শুধুই শুরু হিসাবে দেখি, লোকেদের কাছে তা ইতিমধ্যেই সম্পূর্ণ বলে মনে হয়। এমনটা কি স্ববিরোধী? তা নয়। লোকেরা এইভাবে চিন্তা করে কারণ তাদের নিজস্ব ধারণা এবং চিন্তাভাবনা রয়েছে। আমি যে বিষয়গুলি পরিকল্পনা করি তা আমার বাক্যের মাধ্যমে সম্পূর্ণ হয় (আমি যখন বলি তখনই সেগুলি প্রতিষ্ঠিত হয়, এবং যখন আমি বলি তখনই সেগুলি সম্পূর্ণ হয়)। তবু, আমি যা বলেছি তা সম্পূর্ণ হয়েছে বলে মনে হয় না। কারণ আমি যে কাজগুলো করি তার একটা সময়সীমা আছে। এইভাবে, আমি যেই বিষয়গুলিকে অসম্পূর্ণ হিসাবে দেখি, যদিও মানুষের চর্মচক্ষুতে (তাদের সময়ের ধারণা পৃথক হওয়ার কারণে), সেই বিষয়গুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে বলে প্রতিভাত হয়। আমি যে রহস্যগুলি প্রকাশ করি তার কারণে আজকাল বেশিরভাগ লোকই আমাকে সন্দেহ করে। বাস্তবের অভিঘাতে, এবং আমার অভিপ্রায় মানুষের ধারণার সাথে না মেলার কারণে, তারা আমার বিরোধী হয় এবং আমাকে অস্বীকার করে। এ হল শয়তানের নিজের ষড়যন্ত্রে নিজেই বিপাকে পড়া। (তারা আশীর্বাদ পেতে চায়, কিন্তু তারা প্রত্যাশা করেনি যে ঈশ্বর এতটা পর্যন্ত তাদের নিজস্ব ধারণার সাথে সঙ্গতিবিহীন হবেন, তাই তারা পিছু হটে।) এও আমার কাজের একটি প্রভাব। সমস্ত মানুষের উচিত আমার প্রশংসা করা, আমাকে অভিনন্দন জানানো, এবং আমাকে গৌরবান্বিত করা। সম্পূর্ণরূপে সমস্তকিছুই আমার করতলে, এবং সম্পূর্ণরূপে সমস্তকিছুই আমার বিচারের অধীন। যখন সমস্ত জাতিগোষ্ঠী আমার পর্বতের দিকে প্রবাহিত হয়, এবং যখন প্রথমজাত পুত্ররা বিজয়ী হয়ে প্রত্যাবর্তন করে, তখনই আমার পরিচালনামূলক পরিকল্পনার অন্তিম ক্ষণ আগত হবে। তা হবে আমার ছয় হাজার বছরের পরিচালনামূলক পরিকল্পনার সমাপ্তির মুহূর্ত। সবকিছু আমার দ্বারা ব্যক্তিগতভাবে আয়োজিত হয়েছে; আমি এমন ইতিমধ্যে অনেকবারই বলেছি। যেহেতু তোমরা এখনও তোমাদের পূর্বধারণার মধ্যেই বসবাস করছ, তাই আমাকে অবশ্যই এ বিষয়ে বারংবার জোর দিতে হয়, যাতে তোমরা এখানে এমন কোনো ভুল না করো যা আমার ব্যবস্থাপনাকে ব্যাহত করে। লোকেরা আমাকে সাহায্য করতে পারে না বা তারা আমার ব্যবস্থাপনায় অংশ নিতে পারে না, কারণ তোমরা বর্তমানে এখনও রক্ত-মাংসের দেহধারী (যদিও তোমরা আমারই অন্তর্ভুক্ত, তোমরা এখনও দৈহিকতার মধ্যেই বসবাস করো)। সেই হিসাবে আমি বলি যে, যারা দৈহিকতাময়, তারা আমার উত্তরাধিকার পেতে পারে না। তোমাদের আধ্যাত্মিক জগতে প্রবেশ করানোর পিছনে এটিই প্রধান কারণও বৈকি।

বিশ্বে ভূমিকম্পই বিপর্যয়ের সূচনা করে। প্রথমত, আমি বিশ্বকে—অর্থাৎ, পৃথিবীকে—পরিবর্তিত করি, এবং তারপরে মহামারী ও দুর্ভিক্ষ আসে। এ হল আমার পরিকল্পনা, এবং এইগুলি হল আমার পদক্ষেপ, এবং আমার সেবা করার জন্য আমি সবকিছু সচল করব যাতে আমার পরিচালনামূলক পরিকল্পনা সম্পূর্ণ হয়। এইভাবে, আমার প্রত্যক্ষ হস্তক্ষেপ ব্যতিরেকেই, সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আমি যখন প্রথম দেহধারণ করেছিলাম এবং ক্রুশে পেরেকবিদ্ধ হয়েছিলাম, তখন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল, এবং যখন অন্তিম সময় আসবে তখনও একই রকম হবে। আমি দেহ থেকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার সাথে সাথেই ভূমিকম্প শুরু হবে। এইভাবে, প্রথমজাত পুত্ররা একেবারেই বিপর্যয়ের শিকার হবে না, আর যারা প্রথমজাত পুত্র নয় তারা দুর্যোগের মধ্যে কষ্টভোগ করতে থাকবে। অতএব, মানুষের দৃষ্টিকোণ থেকে, প্রত্যেকেই প্রথমজাত পুত্র হতে ইচ্ছুক। মানুষের আশঙ্কা হল যে, তা আশীর্বাদ উপভোগের জন্য নয়, বরং দুর্যোগের যন্ত্রণা থেকে বাঁচার জন্য। এ হল অতিকায় লাল ড্রাগনের পরিকল্পনা। তবে, আমি সেটিকে কখনোই নিস্তার দেব না; আমি সেটিকে আমার কঠিন শাস্তি ভোগ করাব, এবং তারপর সেটি উঠে দাঁড়াবে এবং আমাকে সেবা করবে (তা আমার পুত্রদের এবং আমার লোকদেরকে সম্পূর্ণ করাকে নির্দেশ করে), ফলে সেটি চিরকালের জন্য নিজস্ব চক্রান্ত দ্বারাই প্রতারিত হবে, চিরতরে আমার বিচার মেনে নেবে এবং চিরকাল আমার দ্বারা দগ্ধ্ হবে। সেবা-প্রদানকারীদের দিয়ে আমার প্রশংসা করানোর এটাই হল প্রকৃত অর্থ (অর্থাৎ, আমার মহান শক্তি প্রকাশ করার জন্য তাদের ব্যবহার করা)। আমি অতিকায় লাল ড্রাগনকে গোপনে আমার রাজ্যে প্রবেশ করতে দেব না, আমার প্রশংসা করার অধিকারও দেব না! (কারণ সেটি যোগ্য নয়; সেটি কখনই যোগ্য হবে না!) আমি কেবলমাত্র অতিকায় লাল ড্রাগনকে দিয়ে অনন্তকালের জন্য আমাকে সেবা করিয়ে যাবো! আমি তাকে কেবল আমার সামনে অবনত হতে দেব। (যারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা যারা নরকবাস করছে তাদের চেয়ে ভালো অবস্থায় আছে; ধ্বংস হচ্ছে কঠিন শাস্তির একটি সাময়িক রূপ, আর যারা নরকবাস করছে তারা চিরকাল কঠোর শাস্তি ভোগ করবে। এই কারণে, আমি “অবনত” শব্দটি ব্যবহার করি। যেহেতু এই লোকেরা আমার বাড়িতে লুকিয়ে প্রবেশ করে ও আমার অনুগ্রহের অনেক কিছু উপভোগ করে, এবং আমার সম্পর্কে কিছু জ্ঞানের অধিকারী হয়, তাদের জন্য আমি কঠোর শাস্তি ব্যবহার করি। আমার গৃহের বাইরে রয়েছে যারা, তাদের প্রসঙ্গে তোমরা বলতেই পারো যে, যারা অজ্ঞ তাদের কষ্ট হবে না।) মানুষের পূর্বধারণা অনুসারে, তারা মনে করে যে, যেসব লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অবস্থা যারা নরকবাস করছে তাদের চেয়ে খারাপ, কিন্তু, বস্তুত এর বিপরীতেই, যারা নরকবাস করছে তাদের চিরতরে কঠোর শাস্তি ভোগ করতে হবে, এবং যারা ধ্বংস হয়ে গিয়েছে তারা চিরতরে শূন্যতায় ফিরে আসবে।

পূর্ববর্তী: অধ্যায় ১০৭

পরবর্তী: অধ্যায় ১০৯

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন