মানুষের সহজাত পরিচয় এবং তার মূল্য: সেগুলি প্রকৃতপক্ষে কীরকম?

তোমাদের কাদা থেকে পৃথক করা হয়েছিল, এবং, যা-ই বলা হোক না কেন, তোমরা সে-ই পদার্থে তৈরি যা নোংরা ও ঈশ্বরের দ্বারা ঘৃণিত পাঁক ঘেঁটে আহরণ করা হয়েছিল। তোমরা শয়তানের কুক্ষিগত ছিলে এবং একসময় তার দ্বারা পদদলিত ও কলঙ্কিত হয়েছিলে। এই কারণেই বলা হয় যে তোমাদের কর্দম থেকে পৃথক করা হয়েছিল, এবং পবিত্র তো তোমরা আদৌ নওই, বরং, পরিবর্তে, তোমরা এমন অমানবীয় বস্তু যা দীর্ঘ দিন আগেই শয়তানের প্রতারণার সমগ্রীতে পরিণত হয়েছে। এই-ই হল তোমাদের সবচেয়ে যথাযথ মূল্যায়ন। তোমাদের জানা দরকার যে আদতে তোমরা আবদ্ধ জল ও কাদা থেকে পাওয়া অপদ্রব্য ছিলে, মাছ বা বাগদা চিংড়ির মতো কোনো কাঙ্খিত শিকার ছিলে না, কারণ আনন্দদায়ক কোনোকিছুই তোমাদের থেকে আহরণ করা সম্ভব নয়। খোলাখুলি বললে বলতে হয়, তোমরা একটা ইতর সমাজের সবচেয়ে অধঃপতিত জন্তু, শূকর বা কুকুরেরও অধম। স্পষ্ট কথায়, তোমাদের এইসব নামে সম্ভাষণ করাটা কোনো অতিশয়োক্তিও নয় বা অতিরঞ্জনও নয়; বরং এতে বিষয়টা এতে সরলীকৃত হয়। তোমাদের এইভাবে সম্ভাষণ করাটা এমনকি তোমাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের একটা পদ্ধতিও বলা যেতে পারে। মানুষ হিসাবে তোমাদের অন্তর্দৃষ্টি, বাচন, আচরণ, এবং কাদামাটি-নির্মিত তোমাদের মর্যাদা-সহ তোমাদের জীবনের প্রতিটি দিক এটা প্রমাণ করার পক্ষে যথেষ্ট যে তোমাদের পরিচয় “অনন্যসাধারণ”।

পূর্ববর্তী: মানুষের সারসত্য ও পরিচয়

পরবর্তী: চিনদেশের মনোনীত মানুষরা ইসরায়েলের কোনো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

সম্পর্কিত তথ্য

প্রার্থনার অনুশীলন বিষয়ে

তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনার উপর জোর দাও না। মানুষ প্রার্থনার বিষয়টিকে অবহেলা করে। প্রার্থনা সাধারণত করা হয়ে থাকে দায়সারাভাবে...

শুধুমাত্র অন্তিম সময়ের খ্রীষ্ট মানুষকে অনন্ত জীবনের পথ দেখাতে পারেন

জীবনের গতিপথ কারও নিয়ন্ত্রণে থাকে না, বা এটি সহজে অর্জন করতে পারার মতো বিষয়ও নয়। কারণ জীবন কেবল ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ, শুধুমাত্র ঈশ্বর...

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন