অধ্যায় ৮৯

আমার অভিপ্রায়ের সাথে সঙ্গতি রেখে সমস্তকিছু করা সহজ নয়। এটা একটা ভান করার জন্য নিজেকে বাধ্য করার বিষয় নয়; বরং, এটা নির্ভর করে আমি বিশ্বকে সৃষ্টি করার আগে তোমাকে আমার গুণাবলী প্রদান করেছি কি না তার উপর। এই সব বিষয় আমার উপর নির্ভর করে। এগুলো এমন বিষয় নয় যা মানুষ সম্পন্ন করতে পারে। যাকে ভালোবাসতে চাই তাকে আমি ভালোবাসি, আর আমি যাকেই প্রথমজাত পুত্র বলি, নিশ্চিতভাবে সে প্রথমজাত পুত্র। এটা একেবারেই সঠিক! তুমি হয়তো এর নকল অভিনয় করতে চাইতে পারো, কিন্তু তা বৃথা হবে! তুমি কি মনে করো তুমি আসলে কেমন তা আমি চিনতে পারি না? যখন আমার সামনে থাকো তখন শুধু কিছুটা ভালো আচরণ করাই কি তোমার জন্য যথেষ্ট? ব্যাপারটা কি এতটাই সহজ? একেবারেই নয়; তোমার কাছে অবশ্যই আমার প্রতিশ্রুতি থাকতে হবে, এবং অবশ্যই আমার পূর্বনির্ধারণ থাকতে হবে। তুমি কি মনে করো আমার পশ্চাতে তুমি কী করো আমি সে বিষয়ে অবগত নই? তুমি নৈতিকতাবিহীন! আমার প্রতি তোমার সেবাপ্রদান শেষ হয়ে গেলে শীঘ্র তুমি জ্বলন্ত গন্ধকের হ্রদে ফিরে যাও! তোমার দর্শনটুকুও আমাকে বিতৃষ্ণ করে, ঘৃণায় পূর্ণ করে তোলে। সকল মানুষ যারা আমার সেবায় রত আছো, যারা আমার জন্য অনুগতভাবে নিজেদের ব্যয় করো না, যারা অসংযমী ও যথেচ্ছাচারী, এবং যারা আমার অভিপ্রায় উপলব্ধি করতে পারো না—তোমাদের সেবাপ্রদান শেষ হয়ে যাওয়ার পর, তাড়াতাড়ি করো আর আমার দৃষ্টির বাইরে চলে যাও! নাহলে, আমি পদাঘাতে তোমায় বহিষ্কার করবো! এইসব লোকেরা একটা অতিরিক্ত মুহূর্তও আমার গৃহে (যেমন, গির্জায়) অবস্থান করতে পারে না। তাদের সকলকে অবশ্যই এখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে আমার নামকে লজ্জিত না করে এবং আমার সুনাম নষ্ট না করে। তারা সবাই অতিকায় লাল ড্রাগনের বংশধর; আমার ব্যবস্থাপনা ব্যাহত করার জন্য অতিকায় লাল ড্রাগন তাদের পাঠিয়েছে। তারা আমার কাজে বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে প্রতারণায় বিশেষজ্ঞ। আমার পুত্র! তোমাকে অবশ্যই এটা স্পষ্টভাবে বুঝতে হবে! এরকম লোকজনের সহযোগী হয়ো না। যখন এই ধরনের মানুষ দেখবে, দ্রুত তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাও যাতে তাদের ফাঁদে পড়া থেকে অব্যাহতি পেতে পারো; তা তোমার জীবনের ক্ষতিসাধন করবে! আমি সবচেয়ে বেশি অপছন্দ করি সেই মানুষদের যারা অসতর্কভাবে কথা বলে, যারা চিন্তা না করেই কাজ করে, শুধু রসিকতা করে বেড়ায় আর হাসে, এবং লঘু খোশগল্পে লিপ্ত হয়। এরকম মানুষদের কাউকেই আমি চাই না; এরা সবাই শয়তানের স্বজাতীয়। তারা সম্পূর্ণ অকারণেই উত্যক্ত করে। কেমন প্রাণী এরা? তারা নির্বোধ কথা বলে আর উন্মত্তভাবে ছুটে বেড়ায়। তাদের কি তবুও কোনো লজ্জাবোধ নেই? আসলে, এই ধরনের মানুষের মূল্য সর্বনিম্ন, এবং আমি অনেক আগেই তাদের স্পষ্টভাবে বুঝেছি আর পরিত্যাগ করেছি। যদি তা না করতাম, তাহলে আমার অনুশাসনের মধ্যে না থেকে তারা ক্রমাগত নির্বোধ কথাবার্তা বলবে কেন? তারা প্রকৃতই অতিকায় লাল ড্রাগনের বংশধর! এখন আমি এক এক করে এগুলোকে সরিয়ে ফেলতে শুরু করেছি। শয়তানের বংশধরদের কি আমি আমার প্রথমজাত পুত্র হিসাবে, আমার পুত্র ও আমার লোক হিসাবে ব্যবহার করতে পারতাম? আমি কি তাহলে বিশৃঙ্খল হয়ে পড়তাম না? আমি কিছুতেই সেকাজ করবো না। তোমাদের কি এই বিষয়ে একটা স্পষ্ট উপলব্ধি রয়েছে?

ভালো বা মন্দ, যাকিছুরই আজকে তোমরা সম্মুখীন হও, তা সবই আমার প্রাজ্ঞ হস্তের দ্বারা আয়োজিত হয়েছিল; সবই আমার দ্বারা সমন্বিত এবং আমার নিয়ন্ত্রণাধীন। এটা নিশ্চিতভাবেই এমন বিষয় নয় যা মানুষ অনায়াসে সম্পন্ন করতে পারে। কিছু লোকের এখনও আমায় নিয়ে দুশ্চিন্তা করার ফলে উদ্বেগে হাতের তালু ঘেমে ওঠে, কিন্তু সত্যিই তাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই! তারা নিজেদের আসল কাজে অবহেলা করে, এবং আত্মায় প্রবেশের সন্ধান করে না, তবুও জীবনে সমৃদ্ধির আশা করে। তারা বৃথা আশা করে! তারা একেবারেই উদ্বিগ্ন নয়, তবু তারা এখনও আমার ইচ্ছা পূর্ণ করতে চায়! আমার তরফ থেকে তুমি দুশ্চিন্তা করো, কিন্তু আমি দুশ্চিন্তা করি না। কী বিষয়ে দুশ্চিন্তা তোমার? আমার জন্য তোমার যে কাজ তা অনিচ্ছা সহকারে করা, আর তুমি নির্দ্বিধায় মিথ্যা বলো। আমি তোমায় বলছি! এই মুহূর্ত থেকে, আমি তোমার মতো মানুষদের আমার গৃহ থেকে বহিষ্কার করবো। আমাকে আমার গৃহে সেবাপ্রদান করার যোগ্যতা এরকম মানুষদের নেই। আমি তাদের ঘৃণা করি কারণ তারা তাদের কাজের মাধ্যমে আমার সম্পর্কে ধর্মনিন্দা করে। যখন এ কথা বলা হয়েছিল যে “আমার বিরুদ্ধে ধর্মনিন্দা একটা ক্ষমার অযোগ্য পাপ,” তা কার বিষয়ে উল্লেখ করেছিল? তোমাদের কাছে তা কি স্পষ্ট? এই ধরনের একজন মানুষ ইতিমধ্যেই এই পাপ করে ফেলা সত্ত্বেও বিশ্বাস করে যে সমস্যাটা এখনও খুব একটা গুরুতর হয়ে ওঠেনি। সত্যিই, এই বিভ্রান্ত ব্যক্তি অন্ধ ও অজ্ঞ, এবং তার আত্মা অবরুদ্ধ! তোমাকে আমি পদাঘাত করে বহিষ্কার করবো! (যেহেতু এটা আমার জন্য শয়তানের প্রলোভন, তাই আমি এটাকে এতো ঘৃণা করি, এবং এই বিষয় বারংবার উল্লিখিত হয়েছে, প্রতিবার তা আমাকে ক্রুদ্ধ করেছে। আমি আমার ক্রোধ সংবরণ করতে পারি না, এবং কেউ তা থামাতে পারে না। সময় এখনও আসেনি, নাহলে অনেক আগেই আমি এই ব্যক্তির সাথে মোকাবিলা করে ফেলতাম!) (বিষয়টা এই যে বর্তমানে অনেক মানুষ আছে যারা এখনও বিশ্বাস করে না যে বিদেশিরা চীনদেশে ভিড় করতে চাইবে; এমনকি এখনও তারা বিশ্বাস করে না, আর এটাই আমার ক্রোধকে প্রবলভাবে উত্তেজিত করে।)

আমার গৃহের মধ্যে, যে আমার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ, সে ঠিক কী ধরনের মানুষ? অর্থাৎ, সৃষ্টির পূর্বে, কোন ধরনের মানুষদের আমি আমার গৃহে চিরকাল বাস করার জন্য পূর্বনির্ধারিত করেছিলাম? তোমরা কি জানো? তোমরা কি বিবেচনা করেছো যে আমি কোন ধরনের মানুষকে ভালোবাসি এবং কোন ধরনের মানুষকে ঘৃণা করি? আমার গৃহ তাদের জন্য যারা আমার সমমনস্ক, এবং যারা সুসময় ও কষ্টভোগ আমার সাথে ভাগ করে নেয়—অন্য কথায়, যারা আশীর্বাদ ও দুর্ভোগ উভয়ই ভাগ করে নেয়। এই মানুষেরা সকলেই তা ভালোবাসতে পারে যা আমি ভালোবাসি এবং তা ঘৃণা করতে পারে যা আমি ঘৃণা করি। আমি যা ঘৃণা করি তা তারা পরিত্যাগ করতে সক্ষম। আমি যদি বলি তারা খাদ্যগ্রহণ করতে পারবে না, তাহলে তারা আমার অভিপ্রায় পূর্ণ করার জন্য খালি পেটে থাকতে ইচ্ছুক। এই ধরনের লোক আমার প্রতি অনুগত থেকে যেতে ও আমার জন্য নিজেকে ব্যয় করতে ইচ্ছুক, এবং আমার কষ্টসাধ্য প্রচেষ্টার প্রতি বিবেচনা প্রদর্শন করতে পারে, আমার স্বার্থে সর্বদা কঠোর পরিশ্রম করে চলে। তাই, এই ধরনের মানুষদের আমি প্রথমজাত পুত্রের মর্যাদা প্রদান করি, আমার যা আছে সেই সমস্তকিছু তাদের দিই: আমার দক্ষতা আছে সকল গির্জাকে নেতৃত্ব দেওয়ার, আর সেই দক্ষতা আমি তাদের দিই; আমার রয়েছে প্রজ্ঞা, এবং তা-ও আমি তাদের দিই; আমি সত্যের অনুশীলন করার স্বার্থে কষ্টভোগ করতে পারি, এবং আমি এই মানুষদেরও সংকল্প প্রদান করবো, আমার স্বার্থে সমস্ত কষ্টভোগ করতে সক্ষম করে তুলবো; আমার সদ্গুণ আছে, আর সেগুলোও আমি তাদের দেবো, তাদের একেবারে আমার মতো করে তুলবো, একটুও পার্থক্য থাকবে না, যাতে অন্যরা যখন তাদের দেখবে, তখন তারা আমাকেই দেখবে। এখন, এই মানুষরা যাতে আমার সম্পূর্ণ দেবত্বের একটা দিক যাপন করতে সক্ষম হয়, যাতে তারা সম্পূর্ণভাবে আমাকে প্রতিভাত করতে পারে, সেজন্য আমি তাদের মধ্যে আমার সম্পূর্ণ দেবত্ব স্থাপন করছি; এটাই আমার অভিপ্রায়। বাহ্যিক দিক থেকে আমার মতো হওয়ার সন্ধান কোরো না (আমার মতো একই খাদ্যগ্রহণ, আমার সমান বস্ত্র পরিধান); এ সবই অনর্থক, এবং তোমার যদি এইসব জিনিস খোঁজো তাহলে শুধু নিজেদেরকেই নষ্ট করবে। এর কারণ হলো, যারা আমাকে বাহ্যিকভাবে অনুকরণ করতে চায় তারা শয়তানের অনুচর, এবং এই ধরনের প্রচেষ্টা শয়তানের একটা কৌশল; এটা শয়তানের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। তুমি আমার সমান হতে চাও, কিন্তু তুমি কি যোগ্য? তোমাকে আমি পদদলিত করে হত্যা করবো! আমার কাজ ক্রমাগত চলছে, সারা বিশ্বের প্রত্যেকটা দেশে তা বিস্তৃত হচ্ছে। শীঘ্র আমার পদচিহ্ন অনুসরণ করো!

পূর্ববর্তী: অধ্যায় ৮৮

পরবর্তী: অধ্যায় ৯০

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন