অধ্যায় ৮
যে সময় থেকে সর্বশক্তিমান ঈশ্বর—রাজত্বের রাজাকে—প্রত্যক্ষ করা গেছে, ঈশ্বরের ব্যবস্থাপনার পরিধি সমগ্র মহাবিশ্ব জুড়ে সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে। শুধুমাত্র চীনেই ঈশ্বরের আবির্ভাব প্রতক্ষ্য করা যায়নি, সর্বশক্তিমান ঈশ্বরের নাম সকল রাষ্ট্র এবং সমস্ত স্থানে প্রত্যক্ষ করা গেছে। সকলেই আহ্বান করছে এই পবিত্র নাম, যে কোনও উপায়ে ঈশ্বরের সাহচর্য পেতে চাইছে, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছাকে আঁকড়ে ধরছে এবং গির্জায় তাঁকে সহযোগিতার সাথে সেবা করছে। এমনই বিস্ময়করভাবে পবিত্র আত্মা কাজ করে।
বিভিন্ন জাতির ভাষা একে অপরের থেকে ভিন্ন, কিন্তু সর্বক্ষেত্রে শুধুমাত্র একটিই আত্মা বিরাজমান। এই আত্মা মহাবিশ্ব জুড়ে গির্জাগুলিকে সংযুক্ত করে এবং কোনওরকম ভেদাভেদ ছাড়াই ঈশ্বরের সাথে একেবারে একাত্ম। এটি এমন একটি বিষয় যা সন্দেহের উর্দ্ধে৷ পবিত্র আত্মা এখন তাদের আহ্বান করে, এবং তাঁর কণ্ঠস্বর তাদের জাগিয়ে তোলে। এটি ঈশ্বরের করুণাময় কণ্ঠস্বর। তারা সকলে আহ্বান করছে সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র নাম! তারা স্তুতি করে এবং গান গায়৷ পবিত্র আত্মার কাজে কখনোই কোনও বিচ্যুতি হতে পারে না; এই মানুষেরা সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত, তারা পিছপা হয় না—একের পর এক বিস্ময়কর ঘটনা জমা হয়৷ এটি এমন একটি বিষয় যা মানুষের কল্পনার বাইরে এবং অনুমান করা অসম্ভব।
সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বের জীবনে সর্বেসর্বা! তিনি মহিমাময় সিংহাসনে আসীন, বিশ্বের বিচার করেন, সকলের উপর কর্তৃত্ব করেন এবং সমস্ত জাতিকে শাসন করেন; সমস্ত মানুষ তাঁর সামনে নত হয়ে হাঁটু গেড়ে বসে, তাঁর কাছে প্রার্থনা করে, তাঁর সান্নিধ্যে আসে এবং তাঁর সাথে সংযোগ গড়ে তোলে। তুমি কতদিন ধরে ঈশ্বরে বিশ্বাস করেছো, তুমি মর্যাদায় কতটা উচ্চ বা তুমি বয়সে যতই বড় হও না কেন, তুমি যদি তোমার হৃদয়ে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে থাকো তাহলে অবশ্যই তোমার বিচার হবে এবং তোমাকে তাঁর সামনে করুণ মিনতির সাথে প্রণত হতে হবে। এটি প্রকৃতপক্ষে তোমার কর্মফল। এই হাহাকার ধ্বনি হল অগ্নি ও গন্ধকের হ্রদে যন্ত্রণা পাওয়ার শব্দ, এবং এটি ঈশ্বরের লৌহদন্ড দ্বারা শাস্তির কান্না। খ্রীষ্টের আসনের সামনে ঠিক এভাবেই বিচার হয়।
কিছু মানুষ ভয় পায়, কেউ বিবেকের দংশনে ভোগে, কেউ সতর্ক থাকে, কেউ মনোযোগ দিয়ে শোনে, কেউ চরম অনুশোচনায় অনুতপ্ত হয় এবং নতুন করে শুরু করে, কেউ যন্ত্রণায় কাতর হয়ে কাঁদে, কেউ সবকিছু ত্যাগ করে আকুল হয়ে অনুসন্ধান করে, কিছু মানুষ আত্মসমীক্ষা করে এবং আর বিপথে যেতে সাহস করে না, কেউ সত্ত্বর ঈশ্বরের সান্নিধ্যে আসতে চায়, অনেকে নিজেদের পরীক্ষা করে দেখে, কেউ কেউ তাদের জীবন কেন অগ্রসর হচ্ছে না তা জানতে চেয়ে নিজেদের অন্ত: করণ তলিয়ে দেখে। কেউ বিভ্রান্তিতে থাকে, কেউ তাদের পায়ের শৃঙ্খল খুলে ফেলে সাহসের সাথে এগিয়ে গিয়ে চাবিটি আঁকড়ে ধরে এবং কোনও সময় নষ্ট না করে জীবনের পথে অগ্রসর হয়। কেউ কেউ এখনও দ্বিধান্বিত এবং তাদের দৃষ্টিভঙ্গি অস্পষ্ট—যদিও যে ভার তারা অন্তরে ধারণ এবং বহন করে তা সত্যই গুরুভার।
তোমার মন যদি স্বচ্ছ না হয়, তাহলে তোমার অন্তরে পবিত্র আত্মার কাজ করার কোনও উপায় থাকে না। তুমি যেগুলিতে মনোনিবেশ করো, যে পথে চলো এবং তোমার মন যা যা তীব্রভাবে আকাঙ্খা করে, সেগুলি তোমার ধারণা এবং স্ব-ধার্মিকতায় পূর্ণ! আমি অধৈর্য্য হয়ে জ্বলতে থাকি—আমি যদি অবিলম্বে তোমাদের সম্পূর্ণ করতে পারতাম যাতে তোমরা শীঘ্রই আমার ব্যবহারের জন্য উপযুক্ত হতে পারো, এবং আমার ভারী বোঝা হালকা হতে পারে। কিন্তু তোমাদের এই অবস্থায় দেখে, আমার মনে হচ্ছে যে এইভাবে দ্রুত ফল পাওয়ার লক্ষ্যে আমি কাজ করব না। আমি কেবল ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি, ধীরে ধীরে চলতে পারি এবং ধীরে ধীরে তোমাদের সমর্থন করতে এবং চালিত করতে পারি। আহ, তোমাদের মাথা পরিষ্কার রাখা উচিত! কী ত্যাগ করা উচিত, কোনগুলি তোমার ঐশ্বর্য্য, কোনগুলি তোমার মারাত্মক দুর্বলতা, কোনগুলি তোমার পথের বাধা? তোমার আত্মাকে এই প্রশ্নগুলি বহুবার জিজ্ঞাসা করো এবং আমার সাহচর্যে এসো। আমি চাই তোমাদের হৃদয় যেন নীরবে আমার অনুসন্ধান করে, আমি তোমাদের আন্তরিকতাহীন সেবা চাই না৷ তোমাদের মধ্যে যারা প্রকৃত অর্থে আমার আকাঙ্ক্ষা করে, আমি তাদের কাছে সব প্রকাশ করব। যতক্ষণ তোমাদের হৃদয় আমার সন্ধান করে এবং সর্বদা অনুসরণ করে ততক্ষণ আমার গতি দ্রুত হয়, তারপর যে কোনও সময়ে আমার ইচ্ছা তোমাকে দৈব অনুপ্রেরণার মাধ্যমে জানানো হবে এবং তোমার কাছে প্রকাশ করা হবে৷ যারা ধৈর্য ধরে অপেক্ষা করবে তারা পূর্ণতা পাবে এবং অগ্রসর হওয়ার পথ পাবে। যারা অবিবেচক আমার হৃদয় অনুধাবন তাদের পক্ষে কঠিন হবে, এবং তারা চরম সংকটের সম্মুখীন হবে।
আমি চাই তোমরা সকলেই দ্রুত জাগ্রত হও এবং আমার সাথে সহযোগিতা করো, এবং মাত্র একটি দিন বা একটি রাতের জন্য নয়, সব সময় আমার কাছাকাছি থাকো। আমার হাত সবসময় তোমাদের টেনে তুলবে এবং উৎসাহ দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে, ধাক্কা দেবে, চলার জন্য প্রত্যয় দেবে, এবং তোমাদের অগ্রসর হওয়ার জন্য আবেদন করবে! তোমরা আমার ইচ্ছা সামান্যতমও বুঝতে পারো না৷ তোমার নিজের ধারণার প্রতিবন্ধকতা এবং পার্থিব জটিলতার বাধা অত্যন্ত কঠোর, এবং এর ফলে তুমি আমার সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হতে অক্ষম। সত্যি কথা বলতে গেলে, তোমার কোনও সমস্যা হলেই তুমি আমার কাছে আসো, কিন্তু যখন তোমার কোনও সমস্যা থাকে না, তখন তোমার মন অস্থির হয়। তোমার হৃদয় একটি খোলা বাজারের মত হয়ে যায়, এবং শয়তানের মত স্বভাবে ভরে ওঠে; জাগতিক জিনিস নিয়ে ব্যস্ত থাকে তারা এবং তখন তুমি জানো না কীভাবে আমার সান্নিধ্যে আসতে হয়। আমি কী করে তোমাদের সম্পর্কে উদ্বিগ্ন না হয়ে থাকব? কিন্তু উদ্বিগ্ন হলেই চলবে না৷ সময় অতি অল্প, এবং কাজটি খুব কষ্টসাধ্য। আমার পদক্ষেপ দ্রুত এগিয়ে যায়; তোমাদের কাছে যা আছে সে সবই দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, প্রতি মুহূর্তে আমার অনুসন্ধান করতে হবে এবং আসতে হবে আমার ঘনিষ্ঠ সাহচর্যে। তারপর, যে কোনও মুহূর্তে আমার ইচ্ছা অবশ্যই তোমার কাছে প্রকাশিত হবে। যখনই আমার হৃদয় বুঝতে পারবে, তখনই তুমি সামনে অগ্রসর হওয়ার একটি পথ পাবে। তুমি আর দ্বিধা বোধ কোরো না। আমার প্রকৃত সান্নিধ্যে এসো, এবং প্রতারণার আশ্রয় নিও না বা বেশি চালাকি করার চেষ্টা করো না; এটি শুধুমাত্র নিজেদেরকে প্রতারণা করা হবে এবং খ্রীষ্টের আসনের সামনে যে কোনও মুহূর্তে প্রকাশিত হবে। প্রকৃত সোনা অগ্নিপরীক্ষায় ভয় পায় না—এটাই সত্য! কোনও দ্বিধা বোধ কোরো না, এবং হতাশ বা দুর্বল হয়ো না। তুমি আত্মিকভাবে সরাসরি আরও বেশি করে আমার সান্নিধ্যে এসো, ধৈর্য ধরে অপেক্ষা করো, এবং আমি অবশ্যই সঠিক সময়ে তোমার কাছে প্রকাশিত হবো। তোমাকে অবশ্যই সচেষ্ট হতে হবে এবং তোমার জন্য আমার প্রচেষ্টাকে নষ্ট হতে দেবে না; এক মুহূর্তও নষ্ট করবে না৷ যখন তোমার হৃদয় আমার অবিচ্ছিন্ন সান্নিধ্যে থাকে, তোমার মন অবিরত আমাতে অর্পিত থাকে, তখন কেউ, কোনও ঘটনা, কোনও কিছুই, কোনও স্বামী, কোনও পুত্র বা কন্যা, তোমার মনের মধ্যে আমার সান্নিধ্যকে ব্যাহত করতে পারে না। যখন পবিত্র আত্মা তোমার মনকে ক্রমাগত নিয়ন্ত্রিত রাখে এবং তুমি প্রতি মুহূর্তে আমার সান্নিধ্য লাভ করছো, তখন আমার ইচ্ছা অবশ্যই তোমার কাছে প্রকাশিত হবে। তুমি যখন ক্রমাগত এইভাবে আমার কাছাকাছি আসছো, তখন তোমার পারিপার্শ্বিক অবস্থা বা তোমার সম্মুখীন হওয়া কোনও ব্যক্তি, ঘটনা বা বস্তুর দ্বারা তুমি বিভ্রান্ত হবে না, বরং সামনে এগিয়ে যাওয়ার পথ পাবে।
যদি, তুমি সাধারণভাবে, ছোট বা বড় কোনও ব্যাপারকেই ভিতরে আসতে না দাও, যদি তোমার প্রতিটি চিন্তাভাবনা এবং ধারণা শুদ্ধ হয়, এবং তোমার আত্মা যদি শান্ত হয়, তবে যখনই তুমি কোনও সমস্যার সম্মুখীন হবে, তখন, আমার বাক্যগুলি, নিজেকে পরীক্ষা করার জন্য একটি উজ্জ্বল আয়নার মতো, অবিলম্বে তোমাকে দৈব অনুপ্রেরণা দেবে, এবং তারপর তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি পথ পাবে। একেই বলে অসুখের উপযুক্ত ওষুধ! এবং অসুস্থতা অবশ্যই নিরাময় হবে—ঈশ্বরের সর্বব্যাপিতা এমনই। যারা ধর্মপথের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত এবং যারা আন্তরিকভাবে প্রার্থনা করে আমি তাদের অবশ্যই উদ্ভাসিত ও আলোকিত করবো। আমি তোমাদের সকলকে আধ্যাত্মিক জগতের রহস্য এবং সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাব, যত দ্রুত সম্ভব তোমাকে তোমার পুরানো দুর্নীতিগ্রস্ত স্বভাব বর্জন করতে বাধ্য করব, যাতে তুমি জীবনে পূর্ণ পরিণতি লাভ করতে পারো এবং আমার ব্যবহারের উপযুক্ত হতে পারো, এবং যাতে সুসমাচারের কাজ শীঘ্র বাধা ছাড়াই এগিয়ে যেতে পারে। তবেই আমার ইচ্ছাপূরণ হবে, তবেই ঈশ্বরের ছয় হাজার বছরের ব্যবস্থাপনার পরিকল্পনা সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। ঈশ্বর রাজ্য লাভ করবেন এবং পৃথিবীতে অবতীর্ণ হবেন, এবং আমরা একত্রে মহিমান্বিত হব!