অধ্যায় ৭৫
আমার বাক্য সম্পূর্ণ হওয়ামাত্র তা সামান্যতম বিচ্যুতি ছাড়াই অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। আমার প্রিয় সন্তানেরা—এখন থেকে তোমাদের কাছে সমস্ত গোপন রহস্যই আর অস্পষ্ট বা লুকোনো থাকবে না, সবই প্রকাশিত হবে। আমার মধ্যে নিহিত আরো মহৎ প্রতীক ও বিস্ময়, এমনকি তার চেয়েও বৃহৎ রহস্য আমি তোমাকে দেখাবো। এতে নিশ্চিতভাবেই তোমরা চমৎকৃত হবে এবং আমি অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের সম্পর্কে তোমাদের বোধগম্যতা স্পষ্টতর হবে, আর এর অন্তর্নিহিত আমার প্রজ্ঞাকে তোমরা প্রশংসা করতে সক্ষম হবে। যাকে সৃষ্টির শুরু থেকে মানুষ কখনও দেখেনি, আজ তোমরা সম্মুখীন হয়েছ সেই একমাত্র প্রকৃত ঈশ্বরের, এবং আমার মধ্যে বিশেষত্ব কিছুই নেই। আমি তোমাদের সাথেই খাই, বাস করি, কথা বলি, হাসি এবং তোমাদের মধ্যেই আমার সর্বক্ষণের বাস, আবার একইসাথে আমি তোমাদের সাথে মিলিতভাবে চলাফেরাও করি। যারা অবিশ্বাসী, অথবা আগে থেকেই যাদের মধ্যে মর্মান্তিক ধারণা রয়েছে, তাদের জন্য এটা একটা প্রতিবন্ধক। এটাই আমার প্রজ্ঞা। কিছু মানুষের এমন কিছু বিষয় আমি প্রকাশ করবো, আমার সাধারণ মানবতার অজ্ঞাত। তবে তার মানে এই নয় যে আমিই স্বয়ং ঈশ্বর নই। বরং ঠিক উল্টো, এটাই যথেষ্ট প্রমাণ যে আমিই সর্বশক্তিমান ঈশ্বর। যারা বিশ্বাসী, তাদের কাছে এই বিষয়টির চূড়ান্ত প্রভাব রয়েছে এবং শুধুমাত্র এই বিষয়ের ভিত্তিতেই আমার বিষয়ে তারা একশোভাগ নিশ্চিত। তোমরা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ো না, আমি এক এক করে অনেক কিছুই তোমাদের সামনে প্রকাশ করবো।
তোমাদের জন্য আমি গোপন নই, উন্মুক্ত। কিন্তু অবিশ্বাসীরা—যারা বিশ্বাসঘাতক, শয়তান যাদের নির্দিষ্ট কিছু পরিমাণে ভ্রষ্ট করেছে—তাদের কাছে আমি থাকবো অপ্রকাশিত। যাইহোক, আগে যখন আমি সব মানুষের সামনে নিজেকে প্রকাশ করার কথা বলেছিলাম, তখন আমার ন্যায়পরায়ণতা, বিচার এবং মহিমার কথা উল্লেখ করেছিলাম, যাতে তাদের কাছে পৌঁছনো সংবাদ থেকে তারা জানতে পারে যে মহাবিশ্ব এবং সমস্ত কিছুর দায়িত্বে আমিই আছি। সাহসের সাথে কাজ করো! শুধু মাথা উঁচু রাখো! ভয় পেয়ো না, আমি—তোমাদের পিতা—এখানে আছি তোমাদের সহায়তার জন্য, তোমাদের কোনো কষ্ট ভোগ করতে হবে না। যতক্ষণ তোমরা নিয়মিত আমার উপাসনা ও প্রার্থনা করছো, সমস্ত বিশ্বাস আমি তোমাদের দান করবো। যারা ক্ষমতায় আছে, তাদের বাইরে থেকে দেখে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু ভয় পেয়ো না, কেননা এর কারণ হচ্ছে তোমাদের বিশ্বাসের স্বল্পতা। যতক্ষণ তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে, কিছুই আর খুব কঠিন থাকবে না। উৎফুল্ল হও আর নিজেদের হৃদয়ের আনন্দকর বিষয়ে ঝাঁপিয়ে পড়ো। সবকিছুই তোমাদের পায়ের নিচে আর আমার হাতের মুঠোয়। আমার একটি বাক্য দ্বারা কি সিদ্ধি বা ধ্বংস নির্ধারিত হয় না?
যাদের এখন আমি ব্যবহার করছি, তাদের সবাইকে এক এক করে আমি অনুমোদন করেছি দীর্ঘদিন আগে। অর্থাৎ, প্রথম সন্তানদলের সদস্য কারা হবে, তা আগে থেকেই স্থির হয়ে ছিল, আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমার পৃথিবী সৃষ্টি করার সময় থেকেই। কেউ এর পরিবর্তন করতে পারবে না, আর সবকিছুই হবে একমাত্র আমার নির্দেশে। কোনো মানুষের দ্বারা এ কাজ সম্ভব নয়, এ সবই আমার আয়োজন। আমার সাহচর্যে সবকিছুই থাকবে অবিচল ও নিরাপদ; আমার উপস্থিতিতে সব কাজই হবে সঠিক ও যথাযথ; তার জন্য ন্যূনতম প্রচেষ্টারও প্রয়োজন হবে না। আমি যা বলি, তাই প্রতিষ্ঠিত হয়; আমার উচ্চারণের সাথে সাথে যেকোনো কাজ সম্পন্ন হয়। আন্তর্জাতিক পরিস্থিতির এই দোদুল্যমান অবস্থাতেও তোমরা এখনো কেন প্রস্তুতি নিতে ঝাঁপিয়ে পড়োনি? আর কতদিন তোমরা অপেক্ষা করবে? তোমরা কি সেইদিন পর্যন্ত অপেক্ষা করবে, যেদিন দেশবিদেশ থেকে মানুষ বন্যার মত চীনে ছুটে আসবে তোমাদের সঙ্গে দেখা করতে? এতদিন হয়ত তোমরা ধীরগতিসম্পন্ন ছিলে, কিন্তু আর নিজেদের প্রশ্রয় দিলে চলবে না। আমার সন্তানেরা! আমার কষ্টসাধ্য উদ্দেশ্যগুলোর বিষয়ে বিবেচনা করো। যারা প্রায়শই আমার কাছে আসে, তারা সব কিছু অর্জন করবে। তোমরা কি আমাকে অবিশ্বাস করো?
আমার কাজের গতি বিদ্যুতের ঝলকানির মতো, তবে অবশ্যই তাতে বজ্র গর্জনের শব্দ নেই। এই বাক্যগুলোর সত্যিকারের অর্থ কি তোমরা অনুধাবন করতে পারো? তোমাদের অবশ্যই আরো ভালোভাবে আমার সঙ্গে সমন্বয় স্থাপন করতে হবে, আর আমার উদ্দেশ্য সম্পর্কে বিবেচনাশীল হতে হবে। তোমরা আমার আশীর্বাদ পেতে চাও, কিন্তু কষ্ট ভোগ করতেও ভয় পাও—এটাই কি তোমার দ্বন্দ্বের কারণ নয়? আমি তোমাকে বলছি, যদি কেউ আজ আশীর্বাদ পেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করতে না পারে, তাহলে তারা যা পাবে তা হলো আমার বিচার এবং দণ্ড। অপরপক্ষে, যারা সমস্ত ত্যাগ স্বীকার করবে, তারা সবকিছুর মধ্যেই অনুভব করবে শান্তি, সমস্তকিছুতেই তাদের থাকবে প্রাচুর্য, আর তারা যা কিছু পাবে, তা হলো আমার আশীর্বাদ। আজ যা সবচেয়ে জরুরী প্রয়োজন, তা হল তোমাদের বিশ্বাস, আর মূল্য দেওয়ার প্রস্তুতি। আমার উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা কোরো না। যা কিছু ঘটবে, সমস্তকিছুই ঘটবে তোমাদের চোখের সামনে, আর তোমরা ব্যক্তিগতভাবে তার অভিজ্ঞতা লাভ করতে পারবে। আমার একটি বাক্যও অসত্য বা মিথ্যা নয়; আমার প্রতিটি বাক্যই সম্পূর্ণ সত্য এবং তাতে প্রজ্ঞার কোনো অভাব নেই। আমাকে আংশিক বিশ্বাস আর আংশিক সন্দেহ কোরো না। স্বয়ং আমিই তোমাদের মধ্যে সমস্তকিছু সম্পন্ন করি, আমিই তোমাদের বিচার করি আর যারা মন্দ কাজ করে তাদের পৃথকভাবে চিহ্নিত করি। আমি তোমাদের ভালবাসি, আর আমিই তোমাদের নিখুঁত করে তুলি। অবশ্য তাদের কাছে আমি সম্পূর্ণ বিপরীত: ঘৃণা এবং ধ্বংসের রূপ, কোনোরকম বিচ্যুতিহীন এবং কোনো চিহ্ন ছেড়ে যাই না। আমি যা বলি আর যা করি, তার সবকিছুর মধ্যেই নিহিত থাকে আমার প্রাচুর্য। তোমরা কি একটু একটু করে কখনো তাদের পরীক্ষা করেছ? কিছু কথা আমি অনেকবার বলেছি, তবুও তোমরা বোঝো না কেন তার মধ্যে কী অর্থ নিহিত আছে? তোমরা আমার বাক্য পাঠ করলেই কি সবকিছু তেমন হয়ে যাবে যেমনটা হওয়া উচিত? তাহলেই কি সব কিছু সম্পন্ন হবে? আমার হৃদয়ের সাথে আপোষ হওয়ার কোনো ইচ্ছাই তোমাদের নেই। আমি কেন বলি যে, আমিই সম্পূর্ণ কর্তৃত্বশীল, সর্বজ্ঞানী, একমাত্র সত্যিকারের ঈশ্বর, যিনি মানুষের হৃদয়ের গভীর পর্যন্ত দেখেন? তোমরা কি এখনো এই বাক্যগুলোর নিহিত অর্থ বুঝতে পারছো না? যে বাক্যগুলো আমি বিশেষভাবে জোর দিয়ে বলেছি, তার প্রতিটা শব্দ কি তুমি কণ্ঠস্থ করেছ? সেই বাক্যগুলো কি সত্যিই তোমার প্রতিটি কর্মের নীতি হয়ে উঠতে পেরেছে?
আমি সমস্তকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে মহাবিশ্বকে পর্যবেক্ষণ করি। আমার সুবিশাল শক্তি আর সমস্ত প্রজ্ঞা আমি প্রতিটি দেশের এবং মানুষের কাছে প্রদর্শন করবো। তোমরা এই মুহূর্তে শুধু বিনোদনের সন্ধানে লিপ্ত থেকো না। বিশ্বের সমস্ত দেশ যখন একত্রিত হবে, তখন তোমাদের কাছে কী থাকবে না? তবে এখন আমি তোমাদের অভাব হতে দেবো না, কষ্ট ভোগ করতেও দেবো না। এ কথা বিশ্বাস করো যে আমিই সর্বশক্তিমান ঈশ্বর! সবকিছুই সম্পন্ন হবে এবং ভালো থেকে আরও ভালো হবে। আমার প্রথম সন্তানের দল! সমস্ত আশীর্বাদ তোমাদের কাছে পৌঁছবে! তোমরা অন্তহীনভাবে তা উপভোগ করতে পারবে, তার সরবরাহ হবে অফুরন্ত, সমৃদ্ধ, অপর্যাপ্ত এবং পরিপূর্ণতা-সমৃদ্ধ।