অধ্যায় ৫৩

আমিই আরম্ভ, এবং আমিই সমাপ্তি। আমিই সেই পুনরুজ্জীবিত এবং একমাত্র সত্য ঈশ্বর ঈশ্বর। আমি তোমাদের সম্মুখে আমার বাক্য উচ্চারণ করি, এবং আমি যা বলি তা তোমাদের অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। হয়তো আকাশ এবং পৃথিবীর অবসান ঘটতে পারে, কিন্তু আমি যা বলি তার এক বর্ণ বা একটি রেখারও কখনো অবসান ঘটবে না। এটা মনে রেখো! মনে রেখো! একবার আমি উচ্চারণ করে ফেলার পর একটা বাক্যও কখনো প্রত্যাহার করা হয় নি, এবং প্রত্যেকটিই পূরণ করা হবে। এখন সময় হয়েছে, এবং তোমাদের অবশ্যই দ্রুত বাস্তবিকতায় প্রবেশ করতে হবে। বেশি সময় নেই। আমি আমার পুত্রদের মহিমান্বিত রাজ্যের পথপ্রদর্শন করব, এবং তোমরা যার জন্য প্রত্যাশা এবং সংগ্রাম করেছো তা বাস্তবায়িত হবে। আমার পুত্রেরা! দ্রুত জেগে ওঠো এবং আমাকে অনুসরণ করো! তোমাদের কাছে এটা নিয়ে চিন্তা করার মতো যথেষ্ট সময় নেই। হারানো সময় কখনোই ফিরবে না; অন্ধকারের পরে আলো আছে, এবং উন্নীত হওয়া এখানে তোমার চোখের সামনেই আছে। তোমরা কি বুঝতে পারছ? তোমাদের চোখ খোলো! দ্রুত জেগে ওঠো! এখন আর তোমাদের নিজেদের মধ্যে কথা বলার সময় নিরর্থক বকবক করার বা গির্জার নির্মাণে লাভজনক নয়, এমন কথা বলার অনুমতি নেই। তোমার ব্যবহারিক অভিজ্ঞতা বা তুমি কীভাবে ঈশ্বরের সম্মুখে প্রদীপ্ত হয়েছ এবং নিজেকে জেনেছো তার বিবরণ তোমার ভ্রাতা-ভগিনীদের সরবরাহ করা প্রয়োজন। যে এই বিষয়গুলি সরবরাহ করতে সক্ষম, তারই আধ্যাত্মিক উচ্চতা বজায় থাকবে! আজকাল, তোমাদের কয়েকজন এখনো ভীত নও, এবং আমি যাই বলি বা যতই চিন্তা করি না কেন, তুমি নির্ভীকই থেকে যাও; তোমার পুরনো সত্তা নিজেকে সামান্যতম সংবেদনেরও অনুমতি দেয় না। বেশ, তাহলে এভাবেই চলতে থাকো! শুধু অপেক্ষা করো এবং দেখো কার সর্বনাশ হবে! তুমি সর্বদা বিশ্বকে উপলব্ধি করার কথা ভাবছো, সম্পদের আকাঙ্ক্ষা করছো, এবং তোমার পুত্র, কন্যা এবং স্বামীর প্রতি দৃঢ় আসক্তি অনুভব করছো। বেশ, তুমি শুধু এই আসক্তিই অনুভব করে যাও! এমনটা নয় যে আমার বাক্য তোমাদের প্রতি উদ্দিষ্ট হয় নি, এবং তোমরা যেমন খুশি তেমন ভাবেই চালিয়ে যেতে পারো! অদূর ভবিষ্যতে তোমরা সবই বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে অনেকটাই বিলম্ব হয়ে যাবে। তোমাদের জন্য কেবল বিচার অপেক্ষা করে আছে।

পূর্ববর্তী: অধ্যায় ৫২

পরবর্তী: অধ্যায় ৫৪

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

সম্পর্কিত তথ্য

প্রার্থনার অনুশীলন বিষয়ে

তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনার উপর জোর দাও না। মানুষ প্রার্থনার বিষয়টিকে অবহেলা করে। প্রার্থনা সাধারণত করা হয়ে থাকে দায়সারাভাবে...

ঈশ্বর হলেন মানুষের জীবনের উৎস

ক্রন্দনরত অবস্থায় এই জগতে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকেই তুমি তোমার কর্তব্য পালন করা শুরু করো। ঈশ্বরের পরিকল্পনা ও তাঁর নির্ধারিত নিয়তি অনুসারে...

পরিশিষ্ট ২: ঈশ্বর সমগ্র মানবজাতির ভাগ্য নির্ধারক

মানব প্রজাতির সদস্য এবং ধর্মপ্রাণ খ্রীষ্টান হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের দেহ ও মনকে ঈশ্বরের অর্পিত দায়িত্বে নিযুক্ত...

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন