অধ্যায় ৫২
আমি ন্যায়পরায়ণতার সূর্যরূপে উদিত হই, তোমরা এবং আমি একসঙ্গে মহিমা এবং শুভ আশীর্বাদ ভাগ করে নিই, চিরদিন ও চিরকালের জন্য! এটা একটা অবিসংবাদিত সত্য, এবং তা ইতিমধ্যে তোমাদের মধ্যে প্রতিপন্ন হতে শুরু করেছে। এর কারণ হল আমি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, তা আমি তোমাদের জন্য পূরণ করব, যে সকল কথা আমি বলি সেটাই বাস্তব, আমি কখনোই শূন্য হয়ে ফিরে যাব না। এই শুভ আশীর্বাদগুলি তোমাদের উপর রয়েছে, এবং সেগুলির উপর অন্য কেউ দাবি করতে পারে না; একই মনোভাব নিয়ে আমার সঙ্গে সহযোগিতার মাধ্যমে যে সেবা তোমরা প্রদান করেছ এগুলির তারই ফল। তোমাদের ধর্মীয় পূর্বধারণা পরিত্যাগ করো; আমার বাক্যের সত্যতায় বিশ্বাস রাখো, এবং সন্দিহান হয়ো না! যাদের উপর আমি আশীর্বাদ বর্ষণ করি তারা তা এভাবেই লাভ করে, অন্যদিকে যাদের উপর আমি আশীর্বাদ বর্ষণ করি না তারা কোনোকিছুই লাভ করে না। এ সবকিছুই আমার দ্বারা নির্ধারিত। পার্থিব ধনসম্পদ নিছকই গুরুত্বহীন! আমার মতে এটা গোবর বই কিছু নয়, যার কানাকড়িও দাম নেই। তাই কোনো জাগতিক ভোগসুখকে খুব বেশি মূল্য দেওয়া তোমাদের উচিত নয়। আমার সঙ্গে স্বর্গীয় আশীর্বাদ উপভোগ করা কি আরো বেশি অর্থবহ এবং ফলপ্রসূ নয়?
পূর্বে সত্য উদ্ঘাটিত হয়নি, এবং আমি প্রকাশ্যে আবির্ভূত হইনি; সেই সময় তোমরা আমাকে সন্দেহ করেছ এবং আমার সম্বন্ধে নিশ্চিত না হওয়ার স্পর্ধা দেখিয়ছ। তবে এখন সব কিছুই প্রকাশিত হয়েছে, এবং আমি ন্যায়পরায়ণতার সূর্যরূপে উদিত হয়েছি—তাই এখনও যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা তাকে কী বলবে? অন্ধকার যখন পৃথিবীকে আবৃত করেছিল তখন তোমরা যে আলো দেখতে পাওনি সেটা ক্ষমার যোগ্য ছিল, কিন্তু এখন সূর্য সকল অন্ধকার কোণকে আলোকিত করেছে, প্রচ্ছন্ন আর প্রচ্ছন্ন নেই, গোপন আর গোপন নেই—এখনও তোমরা যদি সন্দিহান হয়ে থাকো তাহলে আমি তোমাদের সহজে ক্ষমা করব না। এখন আমার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার সময়, আমার কাছে নিজেদের উৎসর্গ করার জন্য তোমাদের ইচ্ছুক হওয়ার এবং আমার জন্য নিজেদের ব্যয়িত করার সময়। যে আমার আমার সামান্যতম বিরোধিতাও করে তাকে দ্বিতীয় বার বিবেচনা না করে বা এক মুহূর্ত বিলন্ব না করেই তৎক্ষণাৎ বিচারের অগ্নির উপর নিক্ষেপ করা হবে—এখন সেই নির্দয় বিচারের সময় সমাগত, এবং যাদের মন ও হৃদয় সঠিক নয় তাদের ক্ষেত্রে বিচার হবে দ্রুত। ‘আমার কার্য বিদ্যুতের ঝলকানির মতো’ এই কথাটির প্রকৃত অর্থ এটাই।
এই কার্য দ্রুত অগ্রসর হচ্ছে; এটা মানুষকে বিস্মিত না করে পারে না, এটা মানুষকে ভীত না করে পারে না, একে আর বিলম্ব করানো যায় না, এবং একে স্তব্ধ করাও যায় না। আমার কার্য যত বেশি সাধিত হয়, তা আরো দ্রুত অগ্রসর হয়; যারা সতর্ক এবং প্রস্তুত নয় তারা সবসময় বহিষ্কৃত হওয়ার বিপদ বহন করে চলে। তোমরা আর প্রলোভনের কাছে নতি স্বীকার করতে পারবে না। আমার কার্য সম্পূর্ণ রূপে শুরু হয়েছে এবং তা অইহুদি জাতিগুলির এবং মহাবিশ্বের দিকে প্রসারিত হচ্ছে। বিচারের অগ্নি নিষ্ঠুর এবং তা যেকোনো ব্যক্তির প্রতিই করুণা ও ভালোবাসাহীন। যারা ঈশ্বরের প্রতি অনুগত, অথচ ভুল চিন্তাভাবনা পোষণ করে বা শুধুমাত্র সামান্য বিরোধিতা করে তাদেরও বিচার হবে; এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার আলো যার উপর পড়েছে সে আলোর মধ্যেই বাস করবে এবং আলোর মধ্যেই কর্ম করবে, এবং পথের শেষ পর্যন্ত আমাকে সেবা প্রদান করে যাবে। যারা আলোর মধ্যে বাস করে না তারা অন্ধকারের মধ্যে বাস করছে। তাদের বিচারের পর নিজেদের দোষ নিয়ে তাদের কী মনোভাব তার উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্ত নেব।
আমার দিন আগত। যে “আমার দিন”-এর কথা আমি পূর্বে উল্লেখ করেছি এখন তা তোমাদের চোখের সামনে, কারণ তোমরা সকলে আমার সঙ্গেই অবতীর্ণ হয়েছ। তোমার সঙ্গে আমি, এবং তুমি আমার সঙ্গে; আমরা বায়ুতে মিলিত হয়েছি, এবং একইসঙ্গে মহিমা ভাগ করে নিই। আমার দিন প্রকৃত অর্থেই সম্পূর্ণ ভাবে আগত!