অধ্যায় ৫০

সকল গির্জার এবং সন্তদের অতীতের কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করা উচিত: তোমাদের অতীত কর্মের মধ্যে কতগুলি যোগ্য, এবং সেগুলির মধ্যে কতগুলির রাজত্ব নির্মাণে অবদান রয়েছে? নিজেদের চালাক মনে কোরো না! তোমাদের স্পষ্টভাবে নিজেদের ত্রুটিগুলি দেখা উচিত, নিজের পরিস্থিতি তোমার বোঝা উচিত। আমি জানি তোমাদের মধ্যে কেউই এই বিষয়ে সচেষ্ট হতে বা সময় ব্যয় করতে ইচ্ছুক নও, তাই তোমরা কোনোকিছু অর্জনের অহংকার করতে পারো না। তোমরা পান, ভোজন ও আমোদ-প্রমোদে অলসভাবে নিজেদের সময় কাটিয়ে দাও। তোমাদের মধ্যে কয়েকজন যখন একত্রিত হও তখন অর্থহীন ভাবে সময়ের অপচয় করো, জীবনের আধ্যাত্মিক বিষয়গুলিতে সহকারিতার অথবা একে অপরকে প্রাণের সরবরাহ করার প্রতি কোনো মনোযোগ দাও না। তোমরা যখন কথা বলো তখন তোমাদের হাসি ও কৌতুক আমি সহ্য করতে পারি না, এবং তবুও তোমরা কত অযৌক্তিক। আমি তোমাদের অনেকবার বলেছি, কিন্তু আমি যা বলি তার অর্থ তোমরা আদৌ জানো না—তা কি তোমাদের কাছে একেবারে চোখের সামনে থাকা কোনো জিনিসের মতোই স্পষ্ট নয়? এইরূপ কথা তোমাদের আমি আগেও বলেছি, কিন্তু এখনও তোমাদের বিশ্বাস জন্মায়নি এবং আমি যা বলি তা তোমরা স্বীকার করো না, তোমরা ভাবো যে আমি তোমাদের ভুল বুঝি, ভাবো যে আমি যা বলি তা যথার্থ নয়। অথবা এমন কি হতে পারে যে ব্যপারটা এরকম নয়?

তুমি যদি আমার সঙ্গে সচল হও, তাহলে তোমাকে আমি একপাশে রাখব। তুমি শুধু আরেকবার দায়সারা হওয়ার সাহস দেখাও! শুধু আরেকবার হঠকারী এবং অসাবধান হওয়ার সাহস করো! আমার বাক্যগুলি একটি ধারালো ছুরি; যা কিছু আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সেগুলিকে এই ছুরি দিয়ে কেটে ফেলা হবে, এবং নিজের আত্মাসম্মান নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করার তোমার প্রয়োজন রইবে না। আমি তোমাকে কর্তন করব যাতে তোমরা একটা আকার গ্রহণ করতে পার এবং আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পার। আমার হৃদয়কে ভুল বুঝো না; তোমরা যদি আমার আমার হৃদয়ের প্রতি যথাসম্ভব সহানুভূতিশীল হও তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এমনকি, তুমি যদি সামান্যতম সহানুভূতিও দেখাও তাহলেও আমি তোমাকে ঘৃণা ভরে দূরে সরিয়ে দেব না। অমনোযোগী হয়ে একে উপেক্ষা কোরো না; আমার ইচ্ছাকে নিরন্তর তোমার উপর বাহিত হতে দাও।

বিপুল সংখ্যক সন্তরা বিভিন্ন অবস্থানে স্থিত রয়েছেন, তাই অবশ্যই তোমাদের ভিন্ন ভিন্ন কার্য রয়েছে। কিন্তু আমার জন্য আন্তরিক ভাবে নিজেদের ব্যয়িত করার জন্য নিজেদের সাধ্যের মধ্যে যা রয়েছে তাই করা উচিত; যেটুকু পার সেটা করাই তোমাদের কর্তব্য। এই ক্ষেত্রে তোমাদের উচিত বিশ্বস্ত থাকা, এবং সানন্দে ইচ্ছুক হওয়া। তোমাদের সত্যিই উদ্যমশূন্য হলে চলবে না! অন্যথায়, আমার বিচার সবসময় তোমাদের উপর নেমে আসবে; তোমাদের দেহ, মন ও আত্মা সেটা সহ্য করতে পারবে না, আমার তোমাদের জন্য ক্রন্দন ও দাঁতে দাঁত ঘষাই পড়ে থাকবে।

পূর্ববর্তী: অধ্যায় ৪৯

পরবর্তী: অধ্যায় ৫১

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন