অধ্যায় ৪৮

আমি উদ্বিগ্ন, কিন্তু তোমাদের মধ্যে কতজন মন ও মননে আমার সঙ্গে একাত্ম হতে সক্ষম? তোমরা আমার বাক্যের প্রতি আদৌ কোনো মনোযোগ দাও না, সম্পূর্ণভাবে উপেক্ষা করো এবং সেগুলির উপর মনোনিবেশ করতে ব্যর্থ হও, পরিবর্তে শুধুমাত্র নিজেদের অগভীর বিষয়গুলির উপর মনোনিবেশ করো। তোমরা আমার শ্রমসাধ্য পরিচর্যা ও প্রয়াসকে অপচয় বলে মনে করো; তোমাদের বিবেক কি নিন্দার্হ নয়? তোমরা অজ্ঞ ও তোমাদের মধ্যে যুক্তিবোধের অভাব রয়েছে; তোমরা সবাই নির্বোধ এবং আমাকে একেবারেই পরিতৃপ্ত করতে পারো না। আমি সম্পূর্ণ ভাবে তোমাদের জন্য—তোমরা আমার জন্য কতটা হতে পারো? তোমরা আমার অভিপ্রায়কে ভুল বুঝেছ, এবং তা প্রকৃতই তোমাদের অন্ধত্ব এবং কোনো বিষয়কে উপলব্ধি করার অক্ষমতা, সর্বদাই তোমাদের জন্য চিন্তা করতে এবং তোমাদের সময় ব্যয় করতে আমাকে বাধ্য করো। এখন, কতটা সময় তোমরা জন্য ব্যয় ও উৎসর্গ করতে পার? তোমাদের আরো ঘন ঘন এই প্রশ্নগুলি নিজেদের করা উচিত।

আমার অভিপ্রায় পুরোটাই তোমাদের নিয়ে—তোমরা কি প্রকৃতই তা উপলব্ধি করেছ? তোমরা সত্যিই যদি এমনটা উপলব্ধি করতে, তাহলে তোমাদের অনেক আগেই আমার অভিপ্রায়কে উপলব্ধি করা এবং আমার ভারের প্রতি বিবেচনাশীল হওয়া উচিত ছিল। পুনরায় অমনোযোগী হয়ো না, তাহলে পবিত্র আত্মার তোমাদের মধ্যে কাজ করবেন না, যা তোমাদের আত্মার মৃত্যু ঘটিয়ে তাদের মৃতস্থানে পতিত করবে। এটা কি তোমার কাছে সাঙ্ঘাতিক নয়? তোমাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার আমার আর প্রয়োজন নেই। তোমাদের নিজেদের বিবেকের ভিতর সন্ধান করা উচিত এবং নিজেদের জিজ্ঞাসা করা উচিত: আমিই কি তোমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখিত নাকি তোমরাই আমার কাছে অত্যন্ত ঋণী? ভালো ও মন্দকে গুলিয়ে ফেলো না; বোধবুদ্ধি হারিয়ে ফেলো না! এখন ক্ষমতা ও মুনাফার জন্য লড়াই বা চক্রান্তে লিপ্ত হওয়ার সময় নয়। বরং, তোমার উচিত দ্রুত সেইসব বিষয় পরিহার করা যা এতমাত্রায় জীবনের পরিপন্থী এবং বাস্তবতায় প্রবেশের জন্য অন্বেষণ করতে হবে। তোমরা বড়ই অমনোযোগী! তোমরা আমার হৃদয়কে উপলব্ধি করতে পারো না বা আমার অভিপ্রায়কে অনুভব করতে পারো না। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমার বলার প্রয়োজন পড়ে না, কিন্তু তোমরা এতই দ্বিধাগ্রস্ত যে কিছুই উপলব্ধি করো না, তাই আমাকে সেগুলি বারংবার বলতে হয়, এবং তারপরেও তোমরা এখনও আমার হৃদয়কে তৃপ্ত করতে পারো নি।

তোমাদের এক এক করে গুণছি, তোমাদের মধ্যে কতজন আমার হৃদয়ের প্রতি প্রকৃতই বিবেচনাশীল হতে পারো?

পূর্ববর্তী: অধ্যায় ৪৭

পরবর্তী: অধ্যায় ৪৯

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন