অধ্যায় ৪৩

আমি কি তোমাদের মনে করিয়ে দিইনি? শঙ্কিত হয়ো না; তোমরা আদৌ আমার কথা শোনো না, তোমরা এতই অবিবেচক মানুষ! কবে তোমরা আমার হৃদয়কে উপলব্ধি করতে সক্ষম হবে? নিয়ত এখানে নব নব আলোকপ্রাপ্তি ঘটে, এবং প্রতিদিনই নতুন নতুন আলো আসে। কতবার তোমরা এটা নিজে থেকে উপলব্ধি করেছ? আমি কি তোমাদের নিজে এমনটা বলিনি? তোমরা এখনও নিষ্ক্রিয়, সেই পতঙ্গের মতো যেগুলিকে খোঁচা দিলে তবেই নড়ে, এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আমার ভারের প্রতি বিবেচনা দেখানোর জন্য উদ্যোগ নিতে তোমরা অক্ষম! আমি তোমাদের সবার প্রাণবন্ত ও মনোরম হাসি দেখতে চাই, আমার পুত্রদের সক্রিয় ও প্রাণবন্ত আচরণ দেখতে দেখতে চাই, কিন্তু পাই না। পরিবর্তে তোমরা দুর্বল মানসিকতার—বোকা এবং মূর্খ। তোমাদের অন্বেষণের জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। দৃঢ়ভাবে অন্বেষণ করো! শুধু নিজেদের হৃদয় উন্মুক্ত করো এবং তোমাদের মনের মধ্যে আমাকে বাস করতে দাও। সাবধান ও সতর্ক হও! গির্জার কিছু মানুষ, মানুষের সঙ্গে প্রতারণা করে, এবং এই বাক্যগুলির উপর তোমাকে সর্বদাই বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তোমার জীবন প্রভাবিত বা ক্ষতির সম্মুখীন না হয়। নিশ্চিন্ত থাকো—যতক্ষণ তোমাদের মধ্যে উঠে দাঁড়ানোর এবং আমার হয়ে কথা বলার সাহস থাকে ততক্ষণ আমি এর সমস্ত ভার বহন করব, এবং আমি তোমাকে ক্ষমতা দেব! যতক্ষণ তুমি আমার হৃদয়কে পরিতৃপ্ত করো ততক্ষণ আমি তোমাকে আমার হাসি ও ইচ্ছা প্রদর্শন করব। যতক্ষণ তোমার একটি দৃঢ় মেরুদণ্ড রয়েছে এবং তুমি পুত্র সন্তানের স্বভাব অনুযায়ী যাপন করছ, ততক্ষণ আমি তোমাকে সমর্থন করব এবং গুরুত্বপূর্ণ পদে স্থাপন করব। তুমি যখন আমার সম্মুখে আসবে, তখন শুধু আমার নিকটে এসো। তুমি যদি কথা বলতে না পারো তাহলে ভীত হয়ো না। যতক্ষণ তোমার একটি অন্বেষী হৃদয় থাকবে, আমি তোমাকে আমার বাক্য প্রদান করব। আমি তোমার মিষ্ট ভাষণ চাই না, আমি তোমার চাটুকারিতা চাই না, এই বিষয়গুলিকে আমি সবচেয়ে ঘৃণা করি। এই ধরনের মানুষের উপরই আমি সবচেয়ে বেশি ভ্রুকুটি করি। তারা আমার চক্ষুশূল, এবং আমার দেহে কাঁটার মতো যাকে অবশ্যই উপড়ে ফেলতে হবে। নতুবা, আমার পুত্ররা আমার হয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, এবং দমবন্ধকরা নিয়ন্ত্রণের শিকার হবে। আমি কেন এসেছি? আমি আমার পুত্রদের সমর্থন ও অনুপ্রাণিত করতে এসেছি যাতে তাদের নির্যাতন, নিপীড়ন, নির্মম হৃদয়ের আচরণ এবং নিগ্রহ সহ্য করার দিনগুলির চিরতরে অবসান ঘটে!

সাহসী হও। আমি সর্বদা তোমার সঙ্গে হাঁটব, তোমার সঙ্গে বাস করব, তোমার সঙ্গে কথা বলব ও তোমার সঙ্গে কাজ করব। ভীত হয়ো না। কথা বলতে ইতস্তত কোরো না। তোমরা সর্বদাই আবেগপ্রবণ, ভীরু এবং ভীত। গির্জার নির্মাণে যারা কোনো উপকারে আসে না তাদের অপসারণ করতেই হবে। এদের মধ্যে তারা রয়েছে যাদের অবস্থা ভালো নয় এবং যারা আমার বাক্য অনুযায়ী কার্য করতে পারে বা, অবিশ্বাসী মাতা-পিতাদের কথা তো ছেড়েই দেওয়া গেল। আমি ঐ সকল বস্তু চাই না। তাদের নির্মূল করতে হবে। এবং একজনেরও থাকা চলবে না। শুধু হাত ও পায়ের শিকল খুলে ফেল। যতক্ষণ তুমি নিজের অভিপ্রায়গুলি পরীক্ষা করবে এবং সেগুলি লাভ এবং ক্ষতি, বা যশ ও অর্থ কিংবা ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জড়িত থাকবে না, ততক্ষণ আমি তোমাকে সঙ্গ দেব, তোমাকে অঙ্গুলি নির্দেশ করে বিষয়গুলি বোঝাব, এবং সর্বদা সুস্পষ্ট পথনির্দেশিকা দেব।

আহা, আমার পুত্রগণ! আমার কী বলা উচিত? যদিও আমি এই বিষয়গুলি বলি, তবুও এখনও তোমরা আমার হৃদয়ের প্রতি বিবেচনাশীল নও এখনও তোমরা ভীষণই ভীরু। তোমরা কীসের ভয় পাও? এখনও তোমরা কেন আইন ও নিয়মের জালে আবদ্ধ? আমি তোমাদের মুক্ত করেছি, কিন্তু এখনও তোমাদের কোনো স্বাধীনতা নেই। এমনটা কেন? আমার সঙ্গে আরো বেশি করে যোগাযোগ করো এবং আমি তোমাকে বলব। আমাকে পরীক্ষা কোরো না। আমি বাস্তব। আমার কোনোকিছুই ভান নয়; সবকিছুই বাস্তব! আমি যা বলি তা সত্য। আমি কখনোই আমার প্রতিশ্রুতিপালন থেকে পিছপা হই না।

পূর্ববর্তী: অধ্যায় ৪২

পরবর্তী: অধ্যায় ৪৪

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন