অধ্যায় ৪

প্রতিটি মুহূর্তে, শান্ত হৃদয়ে আমরা লক্ষ্য রাখব এবং অপেক্ষা করব এবং শুদ্ধ হৃদয়সহকারে অন্বেষণ করব। আমরা যে দুর্ঘটনার সম্মুখীনই হই না কেন, অন্ধের মতো আমরা সহকারিতায় আত্মনিয়োগ করব না। আমাদের শুধুমাত্র ঈশ্বরের সম্মুখে শান্ত হয়ে থাকা এবং তাঁর সঙ্গে নিরন্তর সহকারিতায় নিরত থাকা উচিত, এবং তখন অবশ্যই তাঁর অভিপ্রায়গুলি অবশ্যই আমাদের কাছে প্রকাশিত হবে। আমাদের আত্মায়, আমাদের সর্বক্ষণ পৃথগীকরণের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং আমাদের এমন একটি মানসিকতা রাখতে হবে যা তীক্ষ্ণ এবং অনমনীয়। ঈশ্বরের সম্মুখ থেকে আমাদের প্রাণবারি আহরণ করতে হবে, সেই বারি যা আমাদের পরিপোষণ করে এবং আমাদের বিশুষ্ক আত্মাকে পুনঃসিঞ্চিত করে। আমাদের যে শয়তানোচিত স্বভাব নিজের নৈতিকতা বিষয়ে উদ্ধত, অহঙ্কারী, আত্মগর্বে গর্বিত, এবং আত্মতৃপ্ত, সেই স্বভাব থেকে নিজেদের পরিষ্কৃত করতে আমাদের প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত করতে হবে, এবং তাঁর বাক্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাঁর বাক্যকে আমাদের অনুভব করতে হবে এবং ওগুলির সম্বন্ধে নিশ্চিত হতে হবে এবং তাঁর বাক্যগুলির বিষয়ে একটা উপলব্ধি অর্জন করতে হবে, তাঁর বাক্যকে আমাদের জীবন হয়ে উঠতে দিতে হবে। এটাই আমাদের স্বর্গ-প্রেরিত আহ্বান! যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করব একমাত্র তখনই আমরা জয়ী হতে পারব!

বর্তমানে আমাদের পূর্বধারণা অত্যন্ত গুরুভার, এবং আমরা তড়িঘড়ি কথা বলি এবং হঠকারী ভাবে কাজ করি, আত্মার সঙ্গে সঙ্গতি রেখে কার্যসাধনে আমরা অক্ষম। অতীতে যেমন ছিল আজ আর তেমন নেই। পবিত্র আত্মার কার্য প্রচণ্ড গতিতে সম্মুখে অগ্রসর হচ্ছে। ঈশ্বরের বাক্যকে আমাদের বিশদভাবে অনুভব করতে হবে; নিজেদের অন্তরে আমাদের প্রতিটি ভাবনা ও চিন্তা, প্রতিটি বিচলন ও প্রতিক্রিয়ার মধ্যেপার্থক্য নিরূপণে সক্ষম হতে হবে। কোনো ব্যক্তির সম্মুখেই হোক বা পশ্চাতে আমরা যা-ই করিনা কেন, খ্রীষ্টের আসনের সম্মুখে বিচারের হাত থেকে তা রেহাই পাবে না। পবিত্র আত্মা আমাদের গভীরতর অনুভবের জগতে প্রবেশের পথনির্দেশিকা দেওয়ার প্রক্রিয়ায় রত রয়েছেন, যে জগতে আমরা সর্বশক্তিমানের বিষয়ে নিশ্চিত হওয়ার লক্ষ্যের আরো নিকটে আসতে পারব।

এই বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর আমাদের আধ্যাত্মিক চক্ষু উন্মীলন করে দিয়েছেন, এবং আত্মার রহস্যগুলি ক্রমাগত আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। শুদ্ধ হৃদয়ে অন্বেষণ করো! মূল্য পরিশোধে ইচ্ছুক হও, ঐক্যবদ্ধ হয়ে সম্মুখে অগ্রসর হও, নিজেকে অস্বীকার করতে প্রস্তুত থাকো, আর লোলুপ হয়ো না, পবিত্র আত্মাকে অনুসরণ করো এবং ঈশ্বরের বাক্যকে উপভোগ করো, এবং তারপর সমগ্র ব্রহ্মাণ্ডের বিশ্বজনীন নতুন মানব আবির্ভূত হবে। যখন শয়তান ধ্বংস হবে, ঈশ্বরের ঈচ্ছা সম্পূর্ণ হবে, বিশ্বের সমস্ত দেশ খ্রীষ্টের রাজ্যে পরিণত হবে এবং চিরকালের জন্য খ্রীষ্ট এই পৃথিবীর রাজা হয়ে রাজত্ব করবেন—সেই দিন আর দূরে নেই!

পূর্ববর্তী: অধ্যায় ৩

পরবর্তী: অধ্যায় ৫

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন